Diary of 24th September-২৪ সেপ্টেম্বরের দিনলিপি
24th
September, Saturday
আজ-শনিবার
০৯ আশি^ন ১৪২৯ বঙ্গাব্দ,
২৪শে সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,
২৭শে সফর ১৪৪৪ হিজরি।
ভুমিকা/Introduction:
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।
ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।
আজকের দিনের তারিখ সময় লগ্নসহ সংক্ষিপ্ত বর্ণনা পঞ্জিকা থেকে। মঙ্গলবার, পহেলা (১লা) ডিসেম্বর ২০২২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
জন্ম/Birth:
০৯ আশি^ন ১৪২৯ বঙ্গাব্দ,
২৪শে সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,
২৭শে সফর ১৪৪৪ হিজরি।
শনিবার, আজ যাদের শুভ জন্মদিন তাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। অনাবিল সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক তাদের জীবন। চারপাশ ঘিরে থাক খুশির আভা। সুস্থ্য সুন্দর জীবন নিয় বেঁচে থাকুন তারা হাজার বছর।
১৫০১ সালের এই দিনে ইতালির পাভিয়া শহরে জন্ম গ্রহন করেন ইতালীয়ান চিকিৎসক, গণিতবিদ, জ্যোতিষী জিরোলামো কার্দানো। ছোটবেলা থেকেই খুব প্রতিভাধর ছিলেন তিনি তবে তার শৈশব সুখের ছিল না।
১৮৬১ সালের অজরেক দিনে ব্রিটিশ ভারত বোম্বাইতে একটি পারসি পরিবারে জন্ম নেন ভিকাজী রুস্তম কামা, তিনি ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী।
১৮৬৯ সালের এই দিনে বৃটিশ ভারতের অধুনা কলকাতার জোড়া সাঁকোর ঠাকুরবাড়িতে জন্ম নেন ঠাকুর পরিবারের আদি ব্রাহ্মসমাজের কর্মী ও লেখক ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর। তিনি কাব্যগ্রন্থ ও অনেক ধর্মবিষয়ক গ্রন্থ লিখেছেন।
তুর্কি জেনারেল ও রাজনীতিবিদ ইসমত ইনোনু এর জন্ম ১৮৮৪ সালের এই দিনে আইদিন ভিলায়েতের ইজমিরে। তিি মোস্তফা কামাল আতাতুর্কের মৃত্যুর পর ১৯৩৮ সালের তুরস্কের রাষ্ট্রপতি নিযুক্ত হন।
১৮৯৬ সালের এই দিনেমিনেসোটার সেন্ট পলে এক উচ্চ-মধ্যবিত্ত পরিবারে জন্ম গ্রহন করেন মার্কিন কথাসাহিত্যিক এফ. স্কট ফিট্জেরাল্ড।
১৮৯৮ সালের এই দিনেদক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে জন্ম নেন নোবেল বিজয়ী অস্ট্রেলীয়ান জীববিজ্ঞানী হাওয়ার্ড ফ্লোরি। অ্যান্টিবায়োটিক আবিস্কারে অনন্য অবদান এর জন্য জীববিজ্ঞানে তিনি ১৯৪৫ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
১৯০২ সালের এই দিনে জন্ম গ্রহন করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয়নেতা ইরানি রাজনীতিবিদ, বিপ্লবী রুহুল্লাহ খোমেনী, যিনি পশ্চিমা বিশ্বে আয়াতুল্লাহ খোমেনী হিসেবে পরিচিত।
সুধীররঞ্জন খাস্তগীর, যিনি ছিলেন বঙ্গীয় শিল্পকলার ভারতীয় চিত্রকর। তার জন্ম ১৯০৭ সালের এই দিনে বাংলাদেশের চট্টগ্রামে। ভারতীয় শিল্পকর্মের জন্য ভারত সরকার ১৯৫৮ সালে তাকে পদ্মশ্রী' সম্মানে ভূষিত করে।
ভারতীয় সাঁতারু আরতি সাহা’র জন্ম ১৯৪০ সালের এই দিনে ব্রিটিশ ভারতের অবিভক্ত বাংলার কলকাতার এক মধ্যবিত্ত বাঙালী হিন্দু পরিবারে। তিনি দেশের প্রথম নারী হিসাবে ১৯৬০ সালে ভারত সরকারের "পদ্মশ্রী" সম্মানে ভূষিত হন। এবং ১৯৯৯ সালে ভারত সরকারের ডাক বিভাগ তিন টাকা মূল্যের ডাক টিকিট ও প্রকাশ করে।
আরতি সাহা |
প্রখ্যাত ভারতীয় বাঙালি অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীজন্ম গ্রহন করেন ১৯৫৮ সালের এই দিনে।
মহুয়া রায়চৌধুরী |
মৃত্যু/Death:
১৮৫৯ সালের আজকের দিনে নেপালে নির্বাসনে মারা যান সিপাহি বিদ্রোহের বীর যোদ্ধা নানা সাহেব।
ফরায়েজি আন্দোলনের নেতা দুদু মিয়া মারা যান ১৮৬০ সালের এই দিনে। তার প্রকৃত নাম মোহসীন উদ্দীন।
১৯২৪ সালের আজকের দিনে মারা যান রবীন্দ্র সাহিত্যের অনুবাদক উইলিয়ম পিয়ারসন ( ১৮৮১ - ১৯২৪)।
১৯২৫ সালের এই দিনে মৃত্যু বরণ করেন 'কল্লোল' পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা ও সহকারী সম্পাদক গোকুলচন্দ্র নাগ (১৮৯৪ – ১৯২৫)।
ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী বাঙালি নারী প্রীতিলতা ওয়াদ্দেদার (১৯১১ - ১৯৩২) মারা যান ১৯৩২ সালের এই দিনে।
প্রীতিলতা ওয়াদ্দেদার |
২০০৪ সালের এই দিনে মারা যান ভারতের খ্যাতনামা রমাণু বিজ্ঞানী রাজা রামান্না।
২০১০ সালের এই দিনে মারা যান ক্ষেত্র গুপ্ত (১৯৩০ -২০১০) যিনি ছিলেন একজন বাঙালি অধ্যাপক, সমালোচক ও প্রাবন্ধিক।
ভারতীয় পরমাণু বিজ্ঞানী শেখর বসু (১৯৫২ - ২০২০) ৬৮ বছর বয়সে মৃত্যু বরণ করেন ২০২০ সালের এই দিনে।
পুরো পৃথিবীতে ঘটা উল্লেখ যোগ্য ঘটনাবলীর সারাংস/Past Events:
১৭২৬ সালের এই দিনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের কলকাতা, মাদ্রাজ ও বোম্বাইয়ে (মুম্বাই) মিউনিসিপ্যাল কর্পোরেশন মেয়র কোর্ট স্থাপনের অনুমতি পায়।
১৭৮৯ সালের এই দিনে যুক্তরাজ্যে ডাক ব্যবস্থার সূচনা হয়।
১৭৮৯ সালের এই দিনে আমেরিকায় (মার্কিন যুক্তরাষ্টে)্র সুপ্রিম কোর্ট তৈরী হয়।
নেপোলিয়ন বোনাপার্ট, ফরাসী সম্রাট বৃহৎ সামরিক অভিযান বন্ধ করেন ১৮০৫ সালের এই দিনে।
ব্রæনেইর সুলতান সারাওয়াকা দ্বীপ ব্রিটেনের কাছে ছেড়ে দেন ১৮৪১ সালের এই দিনে।
১৯৩২ সালের এই দিনে মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকর পুনা চুক্তিতে স্বক্ষর করেন।
১৯৩৯ সালের এই দিনে জার্মানীর বিমান বাহিনী পোল্যান্ডের রাজধানীতে ব্যাপক বোমা বর্ষণ করে।
হোন্ডা মোটরস্ কোম্পানির প্রতিষ্ঠা তারিখ ১৯৪৮ সালের এই দিনে।
আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (আইডিএ) স্থাপিত হয় ১৯৬০ সালের এই দিনে।
১৯৬৮ সালের আজকের দিনে জাতিসংঘের সদস্যপদ লাভ করে সোয়াজিল্যান্ড ।
১৯৭৩ সালের এই দিনে নাইজার বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ।
আফ্রিকার দেশ গিনি-বিসাউ পর্তুগাল থেকে স্বাধীনতা অর্জন করে ১৯৭৪ সালের এই দিনে।
২০০৭ সালের এই দিনে টি২০ বিশ্বকাপের ফাইনালে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তনকে পরাজিত করে বিশ্বচ্যাম্পিয়ন হয়।
পালিত দিবস/Days:
আজকের এই দিনে মাহিডোল দিন হিসেবে থাইল্যান্ড পালিত হয়।
আজ পেরুর সশস্ত্র বাহিনী দিবস ।
ত্রিনিদাদ ও টোবাগো তে প্রজাতন্ত্রী দিবস পালিত হয় আজকের এই দিনে।
আজকের এই দিনটি ভারতীয় উপমহাদেশ মীনা দিবস হিসেবে পালিত হয়।
সরকারী ছুটি/Gov. Holydays:
অন্যান্য দেশে ছুটি থাকলেও বাংলাদেশে শুধু শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি ব্যতিত কোন ছুটি নাই আজকে।
অন্যান্য/Other:
আজকের দিনে বিশে^ নানা প্রতিভার অনেক ব্যক্তি জন্ম গ্রহন করে তার মধ্যে একজন স্বনামধন্য ধর্মীয় নেতা , বিপ্লবী, অভিনেত্রীও চিত্রগাহক । এই দিনে মারা ও যান অনেক বিখ্যাত ব্যক্তি তার মধ্যে বিজ্ঞানী, লেখক, বিপ্লবী নেতা, প্রমুখ । ২৪ই সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৬৭তম (অধিবর্ষে ২৬৮তম) দিন।
২৪ সেপ্টেম্বর থেকে এই গোলার্ধে রাত বড় হওয়া শুরু হয়। বছর শেষ হতে আপনাকে গুনতে হবে আরো ৯৮ দিন।
পরিশেষ/Conclusion:
ভুল ত্রæটি ক্ষমা যোগ্য। আমি শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্য গুলি সংগ্রহ করে একত্রিভুত করেছি আমার লেখার দ্বারা আমার বøগে, সবার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে। ভুল-ত্রæটি কিংবা সংযোজন-বিয়োজন প্রতি বছর আপডেট করব ইনশাল্লাহ্ আপনাদের সহযোগিতা পেলে।
Comments
Post a Comment