What to do if you forget the mobile lock-মোবাইলের লক ভুলে গেলে কি করবেন?
মোবাইলের লক ভুলে গেলে কি করবেন? ছোট্ট মাথায় আর কত পাসওয়ার্ড মনে রাখা যায়! এই যেমন মোবাইলের লক/পাসওয়ার্ড ভুলে যাই আমরা হরহামেশাই ,তবে আশার কথা হলো- মোবাইলের প্যাটার্ন লক বা পাসওয়ার্ড ভুলে গেলেও কিছু বিশেষ টিপস অনুসরণ করে আমরা মোবাইল ফোন ব্যবহার করতে পারি। একটা বিষয় উল্লেখ্য যে আইফোন ই হোক বা অ্যান্ড্রয়েড যে কোন মোবাইল আনলক বা রিসেট এর ক্ষেত্রে অবশ্যই ওই ফোনে লগিন থাকা অ্যাপল আইডি কিংবা গুগল অ্যাকাউন্ট এর প্রয়োজন হতে পারে। তো আসুন জেনে নেই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এর প্যাটার্ন ভুলে গেলে কিভাবে সেটা আনলক বা রিসেট করবেন। মোবাইলের প্যাটার্ন লক পাসওয়ার্ড ভুলে গেলে একাধিক উপায়ে আনলক করা বা রিসেট দেওয়া যায়। তবে যদি আপনি ফোন রিসেট করেন, তাহলে আপনার ফোনে থাকা সকল ডেটা মুছে যাবে। তাই আপনার ফোনে থাকা গুরুত্বপূর্ণ ডেটা অন্য কোন ড্রাইভে জমা রাখবেন মাঝে মাঝে, এতে ডেটা হারাবার ভয় থাকবে না। মোবাইল যে কোন সময় হারিয়ে বা চুরি বা নস্ট হয়ে যেতে পারে। তাই মোবাইলে গুরত্বপূর্ন তথ্য না রাখায় ভাল। আবার আপনি যদি আপনার ফোন নির্মাতার একাউন্টে দেয়া বিশেষ সার্ভিস ব্যবহার করেন তাহলে ফোন রিসেট না ...