Shortcut keys for Pc-কম্পিউটার শর্টকাট কী

Shortcut keys for Pc

প্রতিটা কাজের ই একটা না একটা শর্টওয়ে থাকে, যারা সেই টেকনিক জানে তারা খুব সহজে আর দ্রæত সময়ে কাজ সমাধা করতে পারে। আমি যখন প্রথম কম্পিউটার চালাতে শিখি তখন নান সমস্যার সম্মুখীন হতাম। এখনো যে হই না তা না। মাঝে মাঝে এমন ভাবে থেমে যাই যেন কাজের ১২টা বেজে যায়। 

এখন অবশ্য ইন্টারন্টে এসে খুব সহজে গুগলে সার্চ করইে সমস্যা সমাধানের একটা পথ পাওয়া যায়, আগের মত আর জটিলতা নেই । 


আমার মত যারা কম্পিউটারে কাজ করতে করতে গিয়ে সমস্যয় পরেন তাদেরকে জানিয়ে দিচ্ছি উইন্ডোজ এর সাধারণ কিছু শর্টকাট চাবি সমন্ধে। যা আয়ত্বে করে  কাজের সময় বাঁচাতে পারেন। 


Windows general shortcut keys for

(windows 7, windows 8 & windows 10)


     কম্পিউটার এর Runএর কাজ সমন্ধে সবাই ই জানি তবে এটা সহজে কিবোর্ড এর সাহায্যে বের করার পদ্ধতি জানা দরকার। 

কিবোর্ডের বামপাশের নিচের কোনের ২য় বাটন অর্থাৎ Windows key +R চাপুন। ব্যস রান মেনু ওপেন হবে। 

     কোন ফাইল খুঁজে বের করতে আমরা বেশির ভাগ সময়েই ডেক্সটপ থেকে My computer তারপর Driveএ যাই তারপর একে একে ফাইল খুঁজি। আপনি একাজ অতি সহজে করতে পারেন আর তা হলো- Windows key + E এই শর্টকাট key ব্যবহার করে File explorer এর মাধ্যমে।

Read more

     কম্পিউটারের মাউস মাঝে মাঝে বিরক্ত তো করেই তাই Minimize করা Program সহজেই এখন open করুন Alt + Tab মাধ্যম্যে।

     Windows key + Up arrow key এর মাধ্যমে খুব সহজেই চালু থাকা যেকোন উইন্ডোকে maximize বা full screenকরতে পারবেন।

     Ctrl + Shift + Esc এই তিনটির দ্বারা আপনি কম্পিউটারের Task Manager ওপেন করে কম্পিউটারের গতি বিধি, হার্ড ডিস্ক, রাম, প্রসেসর ইত্যাদি। 

     Windows key + D এই দুটি দ্বারা আপনি চালু থাকা program / Desktop Hide বা  Display করতে পারবেন।

     Ctrl + Esc চেপে কম্পিউটারের স্টার্ট মেনু ওপেন করতে পারবেন তবে এর আরও একটা শর্টকাট আছে তা হলো- কিবোর্ডেও বাম পাশের নিচের কোনের ২ নং অর্থাৎ উইন্ডোজ বাটন।

     Alt + F4 এ দুটির মাধ্যমে চালু থাকা যেকোন প্রোগ্রাম বা এপ্লিকশন বন্ধ হবে এক নিমিষেই। 

     Alt + Space bar চেপে আপনি যে প্রোগ্রাম কাজ করছেন তার Menu যেতে পারেন সহজেই। 

      F1 চাপলেই আপনার সামনে চালু থাকা application Help Menu ওপেন হবে

     Windows key + M চেপে ধরলেই আপনার পিসি’র স্ক্রিন এর  সব প্রোগ্রাম Minimizeহবে।

     Shift + Windows key +M এই ৩ টি কি একসাথে চেপে Minimize করা Program  আবার Maximize হবে। 

     Windows key + Tab চাপলেই আপনি Task view দেখতে পাবেন। 

     Windows key + Break key এ দুটি কি চাপলেই আপনার সামনেb system properties dialog box open হবে।

Read more



Comments