Posts

Showing posts with the label Pc Tips

Shortcut keys for Pc-কম্পিউটার শর্টকাট কী

Image
Shortcut keys for Pc প্রতিটা কাজের ই একটা না একটা শর্টওয়ে থাকে, যারা সেই টেকনিক জানে তারা খুব সহজে আর দ্রæত সময়ে কাজ সমাধা করতে পারে। আমি যখন প্রথম কম্পিউটার চালাতে শিখি তখন নান সমস্যার সম্মুখীন হতাম। এখনো যে হই না তা না। মাঝে মাঝে এমন ভাবে থেমে যাই যেন কাজের ১২টা বেজে যায়।  এখন অবশ্য ইন্টারন্টে এসে খুব সহজে গুগলে সার্চ করইে সমস্যা সমাধানের একটা পথ পাওয়া যায়, আগের মত আর জটিলতা নেই ।  আমার মত যারা কম্পিউটারে কাজ করতে করতে গিয়ে সমস্যয় পরেন তাদেরকে জানিয়ে দিচ্ছি উইন্ডোজ এর সাধারণ কিছু শর্টকাট চাবি সমন্ধে। যা আয়ত্বে করে  কাজের সময় বাঁচাতে পারেন।  Windows general shortcut keys for (windows 7, windows 8 & windows 10)       কম্পিউটার এর  Run এর কাজ সমন্ধে সবাই ই জানি তবে এটা সহজে কিবোর্ড এর সাহায্যে বের করার পদ্ধতি জানা দরকার।  কিবোর্ডের বামপাশের নিচের কোনের ২য় বাটন অর্থাৎ  Windows key + R  চাপুন। ব্যস রান মেনু ওপেন হবে।        কোন ফাইল খুঁজে বের করতে আমরা বেশির ভাগ সময়েই ডেক্সটপ থেকে  My computer ...

Functions Key - কম্পিউটার কীবোর্ড এর ফাংশন কী’র কাজ

Image
কম্পিউটার কীবোর্ড এর ফাংশন কী ’ র কাজ - Functions Key   কম্পিউটার এর কীবোর্ড এমন একটি ডিভাইস , যাতে কিছু বাটন সাড়িবদ্ধ ভাবে বিন্যস্ত করা থাকে , যা একেকটি ইলেক্ট্রনিক সুইচের মতো কাজ করে। কীবোর্ড হচ্ছে কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস। কীবোর্ডের কীসমূহে কী ছাপানো থাকে। কম্পিউটার স্ক্রীনে কোন চিহ্ন প্রদর্শন করতে চাইলে বা তৈরি করতে হলে এক বা একাধিক কী চাপতে হয় বা কোন কোন ক্ষেত্রে চেপে ধরে রাখতে হয়। এবার জেনে নেওয়া যাক একটা সাধারণ কীবোর্ডে কতগুলো কী বা সুইচ থাকে - কীবোর্ডে মূলত ৮৪ থেকে ১০১টি আবার কোন কীবোর্ডে ১০৪ টি পর্যন্ত কী বা সুইচ আছে। ব্যবহার বিধির উপর ভিত্তি করে কীবোর্ড এর এসব কী বা সুইচকে ৫টি ভাগে ভাগ করা হয়ে থাকে।       Ø ফাংশন কী।       Ø অ্যারো কী।       Ø আলফাবেটিক কী বা আলফা - নিউমেরিক কী।       Ø নিউমেরিক কী বা লজিক্যাল কী। ও       Ø বিশেষ কী বা কমান্ড কী। Read more ...