Shortcut keys for Pc-কম্পিউটার শর্টকাট কী
Shortcut keys for Pc প্রতিটা কাজের ই একটা না একটা শর্টওয়ে থাকে, যারা সেই টেকনিক জানে তারা খুব সহজে আর দ্রæত সময়ে কাজ সমাধা করতে পারে। আমি যখন প্রথম কম্পিউটার চালাতে শিখি তখন নান সমস্যার সম্মুখীন হতাম। এখনো যে হই না তা না। মাঝে মাঝে এমন ভাবে থেমে যাই যেন কাজের ১২টা বেজে যায়। এখন অবশ্য ইন্টারন্টে এসে খুব সহজে গুগলে সার্চ করইে সমস্যা সমাধানের একটা পথ পাওয়া যায়, আগের মত আর জটিলতা নেই । আমার মত যারা কম্পিউটারে কাজ করতে করতে গিয়ে সমস্যয় পরেন তাদেরকে জানিয়ে দিচ্ছি উইন্ডোজ এর সাধারণ কিছু শর্টকাট চাবি সমন্ধে। যা আয়ত্বে করে কাজের সময় বাঁচাতে পারেন। Windows general shortcut keys for (windows 7, windows 8 & windows 10) কম্পিউটার এর Run এর কাজ সমন্ধে সবাই ই জানি তবে এটা সহজে কিবোর্ড এর সাহায্যে বের করার পদ্ধতি জানা দরকার। কিবোর্ডের বামপাশের নিচের কোনের ২য় বাটন অর্থাৎ Windows key + R চাপুন। ব্যস রান মেনু ওপেন হবে। কোন ফাইল খুঁজে বের করতে আমরা বেশির ভাগ সময়েই ডেক্সটপ থেকে My computer তারপর Drive এ যাই তারপর একে একে ফাইল খুঁজি। আপনি একাজ অতি সহজে করতে পারেন আর তা হল