Desire is the power-ইচ্ছা শক্তি
বর্ষা নেমেছে, বৃষ্টির নতুন পানিতে দুরের মাঠে অনেক গুলি ব্যাঙ খেলা করছিল মনের আনন্দে। হঠাৎ তাদের মধ্যে একজনের দৃষ্টি গেল মাঠের শেষ প্রন্তে থাকা উঁচু পাহাড়টার দিকে। ছোট্ট একটি ব্যাঙ বলে বসল, একটা খেলা হয়ে যাক। কে পারে দুরের ঐ পাহাড়টার চুড়ায় উঠতে। তারা একদিন দৌড় প্রতিযোগিতার আয়োজন করল, লক্ষ্য ছিল ঐ পাহাড়টার শীর্ষে পৌছানো। মাঠের মধ্যে সেদিন প্রচুর ভিড় জমতে থাকলো প্রতিযোগীতা দেখার জন্য।টান টান উত্তেজনা বিরাজ করতে লাগল সবার মাঝে, কেননা উঁচু পাহাড়ে ওঠা ব্যাঙ দের কাছে ছিল সত্যি আকাশ কুসুম কল্পনা মাত্র। সব শ্রেণীর ব্যাঙ উপস্থিত হয়ে আনন্দ-উল্লাস করতে লাগল। দৌড় শুরু হলো, সত্যি বলতে, ব্যাঙদের মধ্যে কেউই বিশ^াস করতে পারছিল না যে কেউ এত উপরে উঠতে পারবে। মাঝ পথে অনেকে হাল ছেড়ে দিয়ে নামতে শুরু করে। অনেকেই ক্লান্ত হয়ে পরে কেননা পাহাড়টা ছিল তাদের কাছে অনেক উঁচু আর অসম্ভব এর উপরে ওঠা। সবাই মানসিক ভাবে ভেঙ্গে পরতে থাকে, শুধু ছোট্ট সেই ব্যাঙটি ছাড়া। সে এগিয়েই চলছে, কোন দিকে কর্ণপাত ছাড়া। সবাই চিৎকার দিয় বলতে থাকে এটা খুব কঠিন, এটা অসম্ভব। কেউ এটা করতে পারবে না, এসব শুনে মনোবল আরো হারাতে থাকল দুর...