So Think Big- Be Big

 

সাহস হারিয়ে ফেলো না ,কারণ পাহাড় থেকে বেরিয়ে আসা নদী আজ পর্যন্ত কখনো কাউকে রাস্তায় জিজ্ঞেস করেনা, সমুদ্র কত দূর ?


ডেল কার্নেগী, শিব খেরা সহ বিশ্বের অসংখ্য লেখকদের অনেক কথা, অনেক উপমা, অনেক উদাহরণ টানতে হয়েছে শুধু একটি কথা বুঝানোর জন্য - আর তা হলো - তুমিও জিতবে।

ভাবতে শিখুন, সুন্দর আর ইতিবাচক ভাবনা। ঘুমোতে যাবার আগে কিংবা ঘুম থেকে উঠে। শুয়ে কিংবা বসে। তবুও ভাবতে শিখুন, পজিটিভ কিছু। কেননা সকালের ছোট্ট একটা সুন্দর ভাবনা, বদলায়ে দিতে পারে আপনার পুরো দিনকে।

দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করুন আর মনে রাখুন " নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই আছেন"।

সব মানুষের মেধা, অর্থ বা পৃষ্ঠপোষক থাকে না! কিন্তু সবার একটি মূল মন্ত্র থাকা উচিৎ - আর তা হচ্ছে হাল না ছাড়া অর্থাৎ আত্ম বিশ্বাসী হওয়া। আরও সহজ করে বললে নিজের প্রতি বিশ্বাস রাখা। মানে নিজের সম্পর্কে নিজের ক্ষমতা ও যোগ্যতা সম্পর্কে ইতিবাচক ধারণা রাখা। কেননা আত্ম বিশ্বাস সফলতার পূর্বশর্ত।

আত্ম বিশ্বাস থেকে ছিটকে গিয়ে পরগাছার মত অথবা কোন কিছুর বিনিময়ে তুমি ক্ষণিকের সুখ কিনতে পার কিন্তু তাতে আত্ম তৃপ্তি আসে না বরং মন থেকে হেরে যাবার গøাণি সারাক্ষণ তোমায় কুঁড়ে কুঁড়ে খাবে। মন বলবে তুমি জীবন যুদ্ধে পরাজিত সৈনিক। তুমি বিবেকের কাছে বিশ্বাস ঘাতক, বেঈমান, মীরজাফর। কেননা তুমি তাকে ঠকিয়েছ, তুমি নিজকে ঠকিয়েছ আর অন্যকেও। তুমি যা না, তুমি তাই হয়েছ বা করিয়েছ পরগাছার মত অন্যর ক্ষতি সাধন করে।

কিন্তু যারা আত্ম বিশ্বাসী তারা ধৈর্য ধারণ করে, আর নিজ যোগ্যতার দ্বারা চেষ্টা করতে থাকে প্রতিনিয়ত।

অবশেষে কঠোর পরিশ্রম আর অসংখ্য জটিলতা পেরিয়ে যখন সাফল্য ধরা দেয়, তার স্বাদ তো অকল্পনীয়। সেখান থেকে যখন অতীতের কষ্টের দিকে তাকাবে, তখন বিজয়ের এক অভূতপূর্ব আনন্দ তোমাকে সব সময় ভরিয়ে রাখবে সারাটি জীবন।

তাই বলি হাল ছেড় না বন্ধু, তুমিও হবে জয়ী।

হাল না ছেড়ে, ইতিহাসের দিকে একবার তাকাও। মানব সভ্যতার ইতিহাসে কত মানুষ একদম জিরো থেকে হিরো হয়েছেন। জীবন সংগ্রাম শুধু তুমি একা নও ,তোমার আগেও অনেকেই করেছেন এ যুদ্ধ। আর যারা আত্ম বিশ্বাসী ছিলেন তারাই তো সফলতার উচ্চ শিখরে পৌছতে সক্ষম হয়েছেন।



ছেলেবেলায় রবার্ট ব্রæসের গল্প পড়েছিলাম। স্কটল্যান্ডের যোদ্ধা রাজা রবার্ট ব্রæস প্রচন্ড আত্ম বিশ্বাসী হয়েও যখন শত্রুর কাছে বার বার পরাজিত হচ্ছেন, এমন কি শেষটায় রাজ্যের আশা ছেড়ে দিয়ে তিনি এক পাহাড়ের গুহায় লুকিয়ে আছেন; এমন সময় তিনি দেখলেন একটা মাকড়সা তার জাল বুনে একখানি সুতো ধরে বার বার গুহার মুখটাকে বেয়ে উঠবার চেষ্টা করে পরে যাচ্ছে। কিন্তু হাল ছাড়ছে না। শেষে সপ্তম বারের বেলায় ঠিকমত উঠতে পারল। তা দেখে রাজা রবার্টের মনেও ভরসা এলো এবং তিনি আরও আত্ম বিশ্বাসী হয়ে উঠলেন, তিনি সংকল্প করলেন আমি জিতব, আমাকে জিততেই হবে। আর একবার চেষ্টা করে দেখি। সেই চেষ্টার ফলে তিনি জয়লাভ করে আবার তাঁর রাজ্য ফিরে পেলেন।

এরকম অসংখ্য গল্প উদাহরণ হিসেবে ইতিহাস থেকে নেওয়া দেওয়া যেতে পারে।

সুতরাং, হাল ছেড়না বন্ধু, আত্ম বিশ্বাসী হও। সবশেষ বলতে চাই, বিশ^াস যদি হয় ইস্পাত কঠিন, সফলতা আসবেই। কারণ ৪০ কোটি শুক্রানুর মধ্যেকার যুদ্ধে সবাইকে পরাজিত করে যেটি বিজয়ী সেই শুক্রানুটিই আজকের তুমি।

So, Think Big- Be Big

কথা গুলো কিছু আমার আর কিছু বিভিন্ন স্থান থেকে সংগৃহীত। মূলত উদ্দেশ্য হলো- জগৎ বিখ্যাত ব্যক্তিদের ছড়িয়ে থাকা প্রেরণামূলক কথা গুলোর কিছু এক সাথে জুড়িয়ে সুন্দর একটা মালা গাঁথা যেটা গলায় ধারণ করে আপনি হবেন সবার সেরা আর স্মার্ট।

Comments

Popular posts from this blog

Diary of September 9-৯ সেপ্টেম্বর এর দিনলিপি