Diary of September 28-২৮ সেপ্টেম্বরের দিনলিপি

 28th September, Wednesday

আজ-বুধবার

১৩ই আশি^ন ১৪২৯ বঙ্গাব্দ,

২৮শে সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,

পহেলা রবিঃআউয়াল ১৪৪৪ হিজরি।


ভুমিকা/Introduction:

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজকের দিনের তারিখ সময় লগ্নসহ সংক্ষিপ্ত বর্ণনা পঞ্জিকা থেকে। মঙ্গলবার, পহেলা (১লা) ডিসেম্বর ২০২২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।


জন্ম/Birth:

১৩ই আশি^ন ১৪২৯ বঙ্গাব্দ,

২৮শে সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,

পহেলা রবিঃআউয়াল ১৪৪৪ হিজরি।

বুধবার, আজ যাদের শুভ জন্মদিন তাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। অনাবিল সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক তাদের জীবন। চারপাশ ঘিরে থাক খুশির আভা। সুস্থ্য সুন্দর জীবন নিয় বেঁচে থাকুন তারা হাজার বছর। 

    

খ্রি: পূ: ৫৫১ এর এই দিনে জন্ম গ্রহন করেন মহান চীনা দার্শনিক ও শিক্ষাগুরু কনফুসিয়াস

     ইতালীয়ান চিত্রশিল্পী মাইকেলাঞ্জেলোর জন্ম ১৫৭৩ সালের আজকের এই দিনে। 

     এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা উইলিয়াম জোন্স ১৭৯৩ সালের এই দিনে জন্ম গ্রহন করেন।  

     ১৭৯৩ সালের এই দিনে জন্ম নেন ভারতীয় মানবদরদি জমিদার রাণী রাসমণি । 

রাণী রাসমণি 

     বাঙালি সাহিত্যিক, সাংবাদিক,নলিনীকান্ত সরকার জন্ম গ্রহন করেন ১৮৮৯ সালের এই দিনে। তিনি একাধারে একজন কবি, গায়ক, সাহিত্যবোদ্ধা ও ছন্দশ্রী। তার গ্রন্থগুলির মধ্যে সুরমুকুর,  শ্রদ্ধাস্পদেষু, দাদাঠাকুর উল্ল্যেখ যোগ্য।

     ১৯০৭ সালের এই দিনে একটি জাট শিখ পরিবাওে জন্ম নেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন শহীদ বিপ্লবী ভগৎ সিংহ

     ভারতের স্বনামধন্য কন্ঠশিল্পী ভারতরতœ লতা মঙ্গেশকর এর জন্ম ১৯২৯ সালের এই দিনে তৎকালীন ইন্দোর রাজ্যের রাজধানী ইন্দোর (বর্তমান মধ্যপ্রদেশ)। বাংলা ভাষায় তিনি ২০০টির অধিক গান রেকর্ড করেন। তারমধ্যে কিছু উল্লেখযোগ্য গান যা তাকে গানের জগতে চিরস্মরণীয় করে রাখবে - “আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের” “ প্রেম একবারই এসেছিল”“ রঙ্গিলা বাঁশিতে কে ডাকে” ইত্যাদি। তিনি হিন্দীতে ও অসংখ গান করেছেন।

লতা মঙ্গেশকর

লতা তার কর্মজীবনে অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। তিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মাননা ভারতরতœ ও  দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মবিভূষণ এবয় তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত হন। 

     কথা সাহিত্যিক শেখ ফজলল করিমের মৃত্যু হয় ১৯৩৬ সালের এই দিনে। 

     ১৯৪৭ সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানের টুঙ্গিপাড়াায় (বর্তমানে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া)জন্ম গ্রহন করেন বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী ও “বাংলাদেশ আওয়ামী লীগ” দলের সভানেত্রী শেখ হাসিনা জন্মগ্রহণ করেন।

শেখ হাসিনা 

     ১৯৭৫ সালের আজকের এই দিনে জন্ম নেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টুয়ার্ট ক্লার্ক।    

     ভারতীয় চলচ্চিত্র অভিনেতা রণবীর কাপুর এর জন্ম ১৯৮২ সালের এই দিনে। 

     ১৯৯৫ সালের এই দিনে জন্ম নেন কাজী শোয়েব শাবাব,  তিনি একজন বাংলাদেশী কবি।


মৃত্যু/Death:

     খ্রিঃ পূঃ ৪৮ এর আজকের দিনে মারা যান প্রখ্যাত রোমান সেনাপতি ও রাজনীতিবিদ মহান পম্পি

     ১৮৯৫ সালের এই দিনে মারা যান ফরাসি রসায়নবিদ ও অণুজীববিজ্ঞানী লুই পাস্তর ( ১৮২২ - ১৮৯৫)।  তিনিই প্রথম আবিষ্কার প্রমান করে দেখান যে অণুজীব অ্যালকোহলজাতীয় পানীয়ের পচনের জন্য দায়ী। তিনি জলাতঙ্ক ও অ্যানথ্রাক্স রোগের প্রতিষেধক টিকা আবিস্কার করেন। 

লুই পাস্তর 

     ফরাসি ঔপন্যাসিক এমিল জোলার মৃত্যু হয় ১৯০২ সালের আজকের এই দিনে। 

     ১৯২৬ সালের এই দিনে মারা যান ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত অনন্তহরি মিত্র¡। (১৯০৬ - ১৯২৬) তিনি ছিলেন একজন ভারতীয় বিপ্লবী। মামলার সূত্রে জানা যায়, দক্ষিণেশ্বরের একটি বাড়ি থেকে রিভলভার, বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ ১৯২৫ সালের ১০ নভেম্বও তাকে গ্রেপ্তার করা হয় এবং বিচারে মৃত্যুদন্ডের আদেশ হলে ২৮শে সেপ্টেম্বর অর্থাৎ আজকের এই দিনে ১৯২৬ সালে এই মহান বিপ্লবী মানুষটির ফাঁসি হয়। 

     মার্কিন জ্যোতির্বিদ এডউইন হাবলের মৃত্যু হয় ১৯৫৩ সালের এই দিনে। 

     মিশরীয় সেনা অফিসার, রাজনীতিবিদ ও রাষ্ট্রপতি  জামাল আবদেল নাসের মৃত্যু বরণ করেন ১৯৭০ সালের এই দিনে।

     ১৯৮৯ সালের এই দিনে মারা যান ফিলিপিন্সের সাবেক রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস।

     সাবেক আফগান রাষ্ট্রপতি মোহাম্মদ নাজিবুল্লাহ মারা যান ১৯৯৬ সালের এই দিনে।

     পোলীয় বংশোদ্ভূত ইসরায়েলী প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি শিমন পেরেজ মুত্যু বরণ করেন ২০১৬ সালের এই দিনে।


পুরো পৃথিবীতে ঘটা উল্লেখ যোগ্য ঘটনাবলীর সারাংস/Past Events:

     ১৮৬৫ সালের এই দিনে প্রথম শল্যাচিকিৎসক হিসেবে ব্রিটেনে একজন নিবন্ধিত হন, তার নাম এলিজাবেথ গ্যারেট এন্ডারসন ।

     হংকং এ এক প্রবল ঘূর্ণিঝড়ে দশ হাজার লোকের মৃত্যু হয় ১৯০৬ সালের এই দিনে। 

     বুলগেরিয়ায় ফ্যাসিস্ট বিরোধী এক অভ্যুত্থান শুরু হয় ১৯২৩ সালের এই দিনে। 

     ১৯২৮ সালের এই দিনে স্যার অ্যালেকজান্ডার ফ্লেমিং প্রথমবারের মতো পেনিসিলিন আবিষ্কারের কথা জানান।

     ১৯৯৬ সালের এই দিনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রস্তবে মুসলমানদের প্রথম ক্বেবলা আল আকসা মসজিদের নিচে খননকাজ পরিচালনা বন্ধ করার জন্য ইহুদীবাদী ইসরাইলের প্রতি আহবান জানায়।


পালিত দিবস/Days:

     ২৮ সেপ্টেম্বর অর্থাৎ আজ বিশ্ব জলাতংক দিবস।

     আজকের এই দিনে তথ্য অধিকার দিবস উৎযাপিত হয়। 

     শেখ রাসেল দিবস

সরকারী ছুটি/ Gov. Holydays:

অন্যান্য দেশে ছুটি থাকলেও বাংলাদেশে কোন ছুটি নাই আজকে। 

অন্যান্য/Others:

     আজকের  দিনে বিশে^ নানা প্রতিভার অনেক ব্যক্তি জন্ম গ্রহন করে তাদের মধ্যে একজন প্রধান মন্ত্রী, খেলোয়ার, কথা সাহিত্যিক, জমিদার ও কবি অন্যতম। এই দিনে মারা ও যান অনেক বিখ্যাত ব্যক্তি তার মধ্যে দুই জন রাষ্ট্রাতি ও এক জন প্রধান মন্ত্রী আছেন।

২৮ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৭১তম (অধিবর্ষে ২৭২তম) দিন বছর শেষ হতে আপনাকে গুনতে হবে আরো ৯৪দিন।


পরিশেষ/Conclusion:

     ভুল ত্রæটি ক্ষমা যোগ্য। আমি শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্য গুলি সংগ্রহ করে একত্রিভুত করেছি আমার লেখার দ্বারা আমার বøগে, সবার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে। ভুল-ত্রæটি কিংবা সংযোজন-বিয়োজন প্রতি বছর আপডেট করব ইনশাল্লাহ্ আপনাদের সহযোগিতা পেলে। 

Read more                                                                                                              Read more


Comments