Gastric problems and their remedies-গ্যাস্ট্রিক সমস্যা ও তার প্রতিকার
গ্যাস্ট্রিক সমস্যা ও তার প্রতিকার আজ আলোচনা করবো গ্যাস্ট্রিক সমস্যা ও তার প্রতিকার সমন্ধে। পাশাপাশি গ্যাস্ট্রিক এর জন্য প্রযোজ্য সব ধরনের ঐষধ ও ঘরোয়া পদ্ধতিতে তা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় সমন্ধে। গ্যাস্ট্রিক বা এসিডিটি নাই এমন লোক খুব কমই পাওয়া যাবে। নিয়মিত ওষুধ তো খানই তবুও অফিস-আদালতে কিংবা কাজকর্মে যাওয়ার সময় এমনকি কোথাও বেড়াতে গেলেও সঙ্গে এসিডিটির ওষুধও নিয়ে যান। যারা ভোগেন কেবল তারাই বোঝেন এটি কত যন্ত্রণার। একটু ভাজাপোড়া অথবা দাওয়াত, পার্টিতে মসলায্ক্তু খাবার খেলে তো শুরু হয়ে যায় অস্বস্তিকর গ্যাসের সমস্যা। ফাস্ট ফুড, ব্যস্ত জীবনযাত্রার যুগে গ্যাস, পেটের অসুখ এখন ঘরোয়া রোগ হয়ে দাঁড়িয়েছে। যেকোনো বাসায় গেলেই গ্যাস্ট্রিকের ১ পাতা ওষুধ অবশ্যই পাওয়া যায়। প্রথমেই আমরা জানব কেন পেটে গ্যাস হয় ঃ খাওয়া-দাওয়ায় অনিয়ম, স্বাস্থ্যকর খাবার না খাওয়া, ব্যায়াম বা শারীরিক পরিশ্রম না করা, পানি কম খেলে বা খাবারে আঁশের পরিমাণ কম থাকলে পেটে গ্যাস তৈরি হতে পারে। এ ছাড়া হজম না হলে পেটে গোলমাল দেখা দিতে পারে। কিছু প্রাকৃতিক খাবার আছে, যা খেলে গ্যাসসহ পেটের অন্যান্য সমস্যায় উপকার পাওয়া যায়। আ...