Posts

Showing posts with the label Mobile Tips

What to do if you forget the mobile lock-মোবাইলের লক ভুলে গেলে কি করবেন?

Image
 মোবাইলের লক ভুলে গেলে কি করবেন? ছোট্ট মাথায় আর কত পাসওয়ার্ড মনে রাখা যায়! এই যেমন মোবাইলের লক/পাসওয়ার্ড ভুলে যাই আমরা হরহামেশাই ,তবে আশার কথা হলো- মোবাইলের প্যাটার্ন লক বা পাসওয়ার্ড ভুলে গেলেও কিছু বিশেষ টিপস অনুসরণ করে আমরা মোবাইল ফোন ব্যবহার করতে পারি। একটা বিষয় উল্লেখ্য যে আইফোন ই হোক বা অ্যান্ড্রয়েড যে কোন মোবাইল আনলক বা রিসেট এর ক্ষেত্রে অবশ্যই ওই ফোনে লগিন থাকা অ্যাপল আইডি কিংবা গুগল অ্যাকাউন্ট এর প্রয়োজন হতে পারে। তো আসুন জেনে নেই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এর প্যাটার্ন  ভুলে গেলে কিভাবে সেটা আনলক বা রিসেট করবেন। মোবাইলের প্যাটার্ন লক পাসওয়ার্ড ভুলে গেলে একাধিক উপায়ে আনলক করা বা রিসেট দেওয়া যায়। তবে যদি আপনি ফোন রিসেট করেন, তাহলে আপনার ফোনে থাকা সকল ডেটা মুছে যাবে। তাই আপনার ফোনে থাকা গুরুত্বপূর্ণ ডেটা অন্য কোন ড্রাইভে জমা রাখবেন মাঝে মাঝে, এতে ডেটা হারাবার ভয় থাকবে না। মোবাইল যে কোন সময় হারিয়ে বা চুরি বা নস্ট হয়ে যেতে পারে। তাই মোবাইলে গুরত্বপূর্ন তথ্য না রাখায় ভাল।   আবার আপনি যদি আপনার ফোন নির্মাতার একাউন্টে দেয়া বিশেষ সার্ভিস ব্যবহার করেন তাহলে ফোন রিসেট না করে কোনো ডাটা না হা

Some Secret Codes of Android Mobile- এ্যান্ড্রয়েড মোবাইলের কিছু সিক্রেট কোড

Image
  এ্যান্ড্রয়েড মোবাইলের কিছু সিক্রেট কোড আমরা যদি আমাদের চারপাশে তাকাই, তাহলে দেখতে পাব যে, সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেম। কারণ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের অন্যান্য মোবাইল অপারেটিং সিস্টেমের তুলনায় অনেক বেশি সুবিধা দিয়ে থাকে কাজের ক্ষেত্রে। আপনি যদি কিছু সময়ের জন্য অ্যান্ড্রয়েড ব্যবহার করে থাকেন তবে আপনি টঝঝউ কোড সম্পর্কে ভালভাবে সচেতন হতে পারেন। টঝঝউ কোড, যাকে সিক্রেট কোডও বলা হয়,স্মার্টফোনের লুকানো বৈশিষ্ট্যগুলির অনুসন্ধান করতে এসব কোড ব্যবহৃত হয়। ইউএসএসডি বা আনস্ট্রাকচার্ড সাপ্লিমেন্টারি সার্ভিস ডেটা প্রায়ই 'সিক্রেট কোড' বা 'কুইক কোড' হিসেবে বিবেচিত হয়। এই কোডগুলি হল একটি বীঃৎধ-টও ঢ়ৎড়ঃড়পড়ষ যা ব্যবহারকারীদের স্মার্টফোনের লুকানো বৈশিষ্ট্যগুলি অ্যাক্সেস করতে দেয়। কাজের খাতিরে এসব কোড জানা আমাদের একান্ত দরকার, আর সেকারনেই এই আর্টিকেলে আমি অ্যান্ড্রয়েড ফোনের জন্য সেরা কিছু গোপন কোডগুলির একটি তালিকা লিপিবদ্ধ করেছি। সুতরাং, আর দেরী না করে আসুন সেরা লুকানো অ্যান্ড্রয়েড সিক্রেট কোডগুলির তালিকাটি পড়ে নিন।  G¨vÛª‡qW ‡gvevB‡ji wKQz wm‡µU ‡KvW- Avgiv hw

How to identify the original mobile-আসল মোবাইল চেনার উপায়

Image
  আসল মোবাইল চেনার উপায় যদি মোবাইল কেনার পর আপনার কোন বন্ধু সেটি হাতে নিয়েই বলল মোবাইলটি নকল বা ক্লোন কপি অর্থাৎ মাস্টার কপি নয়, তাহলে কেমন হবে মনের অবস্থা একবার ভেবে দেখুন। এমনটি যে শুধু আপনার বেলায় ই হবে তা নয়। আমরা ক’জনই বা জানি সেসব। কিন্তু জানতে হবে। কেননা একটা ভাল মানের মোবাইল কিন্ত গেলে কিন্তু কম টাকা লাগেনা। অথচ আমরা মাত্র কয়েকটা পদ্ধতি অনুসরণ করলেই বুঝতে পারব, আমার হাতে থাকা মোবাইলটি আসল না নকল।  আসল বা মাস্টার কপি মোবাইল চেনার অনেক উপায় আছে যেমন  -       আইএমইআই চেক।       এলসিডি টেস্ট ।       মোবাইল এর ডিজাইন চেক।       ব্যাটারি এ্যাম্পিয়াল বা এর কার্যকারিতা চেক।       পারফরম্যান্স চেক।       ক্যামেরা কনফিগার টেস্ট।       মোবাইলের ফিচার চেক।       মোবাইলের থিম চেক।       মোবাইলের বায়োস প্রোগ্রাম চেক।       সফটওয়্যার এর ভার্সন চেক। ইত্যাদি।  Read more ভাবছেন খুব কঠিন কাজ? আসলেই না । মাত্র কয়েকটা কোড ব্যবহার করেই আপনি এসব চেক করতে পারবেন।  এখন সেসব কোড গুলি সমন্ধে ধারণা দিচ্ছি, আপনি আপনার হাতে থাকা মোবাইলে মিলিয়ে নিন আপনার মোবাইলটি আসল না নকল।