What to do if you forget the mobile lock-মোবাইলের লক ভুলে গেলে কি করবেন?
মোবাইলের লক ভুলে গেলে কি করবেন?
ছোট্ট মাথায় আর কত পাসওয়ার্ড মনে রাখা যায়! এই যেমন মোবাইলের লক/পাসওয়ার্ড ভুলে যাই আমরা হরহামেশাই ,তবে আশার কথা হলো- মোবাইলের প্যাটার্ন লক বা পাসওয়ার্ড ভুলে গেলেও কিছু বিশেষ টিপস অনুসরণ করে আমরা মোবাইল ফোন ব্যবহার করতে পারি।
একটা বিষয় উল্লেখ্য যে আইফোন ই হোক বা অ্যান্ড্রয়েড যে কোন মোবাইল আনলক বা রিসেট এর ক্ষেত্রে অবশ্যই ওই ফোনে লগিন থাকা অ্যাপল আইডি কিংবা গুগল অ্যাকাউন্ট এর প্রয়োজন হতে পারে। তো আসুন জেনে নেই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এর প্যাটার্ন ভুলে গেলে কিভাবে সেটা আনলক বা রিসেট করবেন।
মোবাইলের প্যাটার্ন লক পাসওয়ার্ড ভুলে গেলে একাধিক উপায়ে আনলক করা বা রিসেট দেওয়া যায়। তবে যদি আপনি ফোন রিসেট করেন, তাহলে আপনার ফোনে থাকা সকল ডেটা মুছে যাবে। তাই আপনার ফোনে থাকা গুরুত্বপূর্ণ ডেটা অন্য কোন ড্রাইভে জমা রাখবেন মাঝে মাঝে, এতে ডেটা হারাবার ভয় থাকবে না। মোবাইল যে কোন সময় হারিয়ে বা চুরি বা নস্ট হয়ে যেতে পারে। তাই মোবাইলে গুরত্বপূর্ন তথ্য না রাখায় ভাল।
আবার আপনি যদি আপনার ফোন নির্মাতার একাউন্টে দেয়া বিশেষ সার্ভিস ব্যবহার করেন তাহলে ফোন রিসেট না করে কোনো ডাটা না হারিয়েই প্যাটার্ন বা পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। এজন্য আপনার ফোনটি আগে থেকে ফোন নির্মাতার ক্লাউড সার্ভিসে এ্যাক্টিভ থাকতে হবে।
রিকভারি মোড এ লক খোলা
লক হয়ে যাওয়াা এন্ড্রয়েড মোবাইল রিসেট করার যত পদ্ধতি আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে রিকভারি মোড ব্যবহার করে ফোন রিসেট করা। এতে ফোনের ইন্টারনাল স্টোরেজে থাকা সবকিছু মুছে যাবে। রিকভারি মোড ব্যবহার করে ফোন রিসেট করতে হলে যা যা করতে হবে আপনাকে –
ফোন বন্ধ করুন
পাওয়ার বাটন ও ভলিউম এর আপ বাটন (কী) একসাথে চেপে ধরুন
কিছুক্ষণ পর ফোন এর রিকভারি মোড চালু হবে
মোবাইল রিকোভারি মোড |
উপরের ছবির প্রদর্শিত মেন্যু থেকে ভলিউম কি এর সাহায্যে নিচে স্ক্রল করুন ও পাওয়ার বাটন এর মাধ্যমে Wipe data / Factory Reset সিলেক্ট করুন।
এরপর পরবর্তী নির্দেশনা অনুসরণ করে আপনার মোবাইল ফোন রিসেট করুন।
ফোন রিসেট হয়ে হলে Reboot systemএ ট্যাপ বা ক্লিক করে ফোন চালু করে রিসেট প্রসেস সম্পন্ন করুন।
রিকভারি মোড এর মাধ্যনে ফোন রিসেট করার এই পদ্ধতিটি হার্ড রিসেট নামেও পরিচিত। এই প্রক্রিয়ায় ফোন রিসেট করার পর আপনার ফোনে থাকা সকল ডেটা, যেমন- ছবি, ফোন নাম্বার, কিছু অ্যাপ, ইত্যাদি মুছে যাবে। তবে মেমোরি কার্ড থাকলে তার ডেটা ঠিক থাকবে।
# এরপর ও যদি লক খুলতে না পারেন তবে টেনশনের কিছু নেই মোবাইল মেকানিক্স তো আছেই। ২/৩ মিনিট লাগবে তাদের কাছে।
Comments
Post a Comment