Diary of September 26-২৬ সেপ্টেম্বরের দিনলিপি
26th
September, Monday
আজ-সোমবার
১১ই আশি^ন ১৪২৯ বঙ্গাব্দ,
২৬শে সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,
২৯শে সফর ১৪৪৪ হিজরি।
ভুমিকা/Introduction:
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।
ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।
আজকের দিনের তারিখ সময় লগ্নসহ সংক্ষিপ্ত বর্ণনা পঞ্জিকা থেকে। মঙ্গলবার, পহেলা (১লা) ডিসেম্বর ২০২২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
জন্ম/Birth:
১১ই আশি^ন ১৪২৯ বঙ্গাব্দ,
২৬শে সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,
২৯শে সফর ১৪৪৪ হিজরি।
রবিবার, আজ যাদের শুভ জন্মদিন তাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। অনাবিল সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক তাদের জীবন। চারপাশ ঘিরে থাক খুশির আভা। সুস্থ্য সুন্দর জীবন নিয় বেঁচে থাকুন তারা হাজার বছর।
১৭৭৪ সালের এই দিনে জন্ম গ্রহন করেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরিবেশবিদ জনি আপেলসীড। তিনি একজন রোল মডেল।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর জন্ম ১৮২০ সালের আজকের এই দিনে। তিনি ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। আদি পুরুষগণ ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত বনমালীপুর নামক গ্রামের অধিবাসী ছিলেন। তিনি বাংলা ও ইরেজীতে অনেক গ্রন্থ রচনা করেন।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর |
১৮৭৬ সালের এই দিনে জন্ম নেন ভারতীয় মুসলিম রাজনীতিবিদ ও কবি গোলাম ভিক নৈরাগ।
ইংরেজ অভিনেতা এডমুন্ড গোয়েন জন্ম গ্রহন করেন ১৮৭৭ সালের এই দিনে।
১৮৮৮ সালের এই দিনেসেন্ট লুইসে জন্ম নেন ইংরেজ কবি ও সাহিত্যিক টি এস এলিয়ট। তিনি একাধারে কবি, নাট্যকার সাহিত্য সমালোচক এবং এবং বিংশ শতকের অন্যতম প্রতিভাশালী কবিদের একজন।
টি এস এলিয়ট |
জার্মান দার্শনিক মার্টিন হাইডেগার এর জন্ম ১৮৮৯ সালের এই দিনে।
১৯০৩ সালের আজকের দিনে জন্ম গ্রহন করেন বাঙালি চলচ্চিত্র পরিচালক, গীতিকার, সঙ্গীতকার,গল্পকার,ঔপন্যাসিক ও অভিনেতা হীরেন বসু।
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার তেভাগা আন্দোলনের অন্যতম নেতা কংসারী হালদার জন্ম গ্রহন করেন ১৯১০ সালের এই দিনে।
১৯২৩ সালের এই দিনে জন্ম নেন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক দেব আনন্দ।
১৯২৬ সালের এই দিনে জন্ম গ্রহন করেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস। বাংলাদেশে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হবার পর ১৯৯১ এর ৮ অক্টোবর দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি।
আবদুর রহমান বিশ্বাস |
ভারতীয় সেরা রাজনীতিবিদ ও ১৪শ প্রধানমন্ত্রী মনমোহন সিং এর জন্ম ১৯৩২ সালের এই দিনে। তিনি ছিলেন সবচেয়ে কম কথা বলা ও বেশী কাজ করা মানুষ ভারতের। ইনি হলেন প্রথম শিখ ধর্মাবলম্বী প্রধানমন্ত্রী যিনি পেশায় একজন অর্থনীতিবিদও।
মনমোহন সিং |
ক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেত্রী ও জাতীয় কংগ্রেসের মহিলা শাখার প্রধান উইনি ম্যান্ডেলা জন্ম গ্রহন করেন ১৯৩৬ সালের এই দিনে।
১৯৪৩ সালের এই দিনে জন্ম নেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল ।
১৯৮১ সালের এই দিনে জন্ম নেন সেরিনা উইলিয়ামস। তিনি একজন মার্কিন টেনিস খেলোয়াড়। আমেরিকান পেশাদার টেনিস খেলোয়া ও মহিলাদের একক টেনিসে সাবেক বিশ্বের প্রথম স্থান অধিকারী।
সেরিনা উইলিয়ামস |
মৃত্যু/Death:
১৮৯৫ সালের এই দিনে মারা যান যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী বা লাহিড়ী মহাশয় (১৮২৮ - ১৮৯৫) তিনি একজন ভারতীয় যোগী ও গুরু।
১৯৫৯ সালের এই দিনে মারা যান শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী সলোমন বন্দরনায়েক ( ১৮৯৯ - ১৯৫৯)। ১৯৫৬ সালের নির্বাচনে জয়লাভের পর সম সমাজ পার্টি, শ্রীলঙ্কার কমিউনিস্ট পার্টিকে নিয়ে চারদলীয় জোট গড়েন এবং তিনি প্রধানমন্ত্রী মনোনীত হন।
বিশ্ব বন্দিত ভারতীয় নৃত্যশিল্পী ও নৃত্য পরিকল্পক উদয় শঙ্কর (১৯০০ - ১৯৭৭) মারা যান ১৯৭৭ সালের এই দিনে। নানা পুরস্কার সহ ১৯৭৫ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মানে সম্মানিত হন।
১৯৮২ সালের এই দিনে মারা যান প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী নীরদ মজুমদার ( ১৯১৬ – ১৯৮২)।
১৯৮৯ বাংলার খ্যাতিমান কণ্ঠসঙ্গীত শিল্পী,সুরকার,সঙ্গীত পরিচালক এবং প্রযোজক হেমন্ত মুখোপাধ্যায় (১৯২০ – ১৯৮৯) প্রয়াত হন ১৯৮৯ সালের এই দিনে। তিনি হিন্দি সঙ্গীত জগতে হেমন্তকুমার নামে প্রসিদ্ধ। তিনি বাংলা গানেই মুলত বেশী পরিচিতি লাভ করেন দুই বাংলায়। ১৯৭০ সালে পদ্মশ্রী ও ১৯৮৭ সালে পদ্মভূষণ থেকে শুরু করে ভারত ও বাংলাদেশের অসংখ্য পুরস্কারে পুরস্কৃত হন।
হেমন্ত মুখোপাধ্যায় |
ইতালীর খ্যাতনামা উপন্যাসিক আলবার্টো মোরাভিয়া মারা যান ১৯৯০ সালের এই দিনে।
১৯৯৬ সালের আজকের এই দিনে মারা যান সমরেন্দ্র কুমার মিত্র। তিনি ছিলেন ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির কম্পিউটার নির্মাতা ।
পুরো পৃথিবীতে ঘটা উল্লেখ যোগ্য ঘটনাবলীর সারাংস/Past Events:
১৫৮০ সালের এই দিনে স্যার ফ্রান্সিস ড্রেক তার সমুদ্র-পথে বিশ্ব-ভ্রমণ সমাপ্ত করে ইংল্যান্ডে পুনরায় ফিরে আসেন।
ব্রিটিশ বাহিনী ফিলাডেলফিয়া ও পেনসিলভানিয়া দখল করে ১৭৭৭ সালের এই দিনে।
১৮৮৭ সালের এই দিনে এমিল বার্লিনার নামে একজন জার্মান অভিবাসী আমেরিকায় প্রথম কথা বলা যন্ত্র পেটেন্ট করেন।
১৯০৭ সালের আজকের এই দিনে বৃটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে নিউজিল্যান্ড।
১৯৩২ সালের এই দিনে মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকর পুনা চুক্তিতে সম্মত হন।
ভারতে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ প্রতিষ্ঠিত হয় ১৯৪২ সালের এই দিনে।
১৯৫০ সালের এই দিনে উত্তর কোরিয়ার কাছ থেকে সিউ পুনর্দখল করে জাতিসংঘ বাহিনী ।
১৯৫০ সালের এই দিনে ইন্দোনেশিয়া জাতিসংঘের অন্তর্ভুক্ত হয়।
১৯৫৯ সালের এই দিনে জাপানের হনসুতে দু দিনব্যাপী এক টাইফুন ঝড়ে সাড়ে চার (৪.৫০০) হাজার লোকের প্রাণহানি ঘটে।
১৯৬০ সালের এই দিনে দুজন প্রেসিডেন্ট প্রার্থী রিচার্ড নিক্সন ও জন এফ কেনেডির মধ্যে সিকাগোতে প্রথম টেলিভিশন বিতর্ক হয়েছিল ।
উত্তর ইয়েমেনের রাজতন্ত্রী ব্যবস্থাকে অকার্যকর ঘোষণা করা হয় ১৯৬২ সালের এই দিনে।
১৯৬৮ সালের এই তারিখে সুইজারল্যান্ড জাতিসংঘে যোগদান করে।
পালিত দিবস/Days:
আজকের এই দিনে ইউরোপীয় ইউনিয়ন ভূক্ত দেশে ইউরোপীয়ান ভাষা দিবস পালিত হয়।
সরকারী ছুটি/Gov Holydays:
অন্যান্য দেশে ছুটি থাকলেও বাংলাদেশে কোন ছুটি নাই আজকে।
অন্যান্য/Others:
আজকের দিনে বিশে^ নানা প্রতিভার অনেক ব্যক্তি জন্ম গ্রহন করে তার মধ্যে একজন রাস্ট্রপতি , কবি , সাহিত্যি, বিদ্যান, বিজ্ঞানী ও একজন প্রধান মন্ত্রী। এই দিনে মারা ও যান অনেক বিখ্যাত ব্যক্তি তার মধ্যে একজন প্রধান মন্ত্রী, লেখক, যোগী গুরু প্রমুখ ।
২৬ই সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৬৯তম (অধিবর্ষে ২৭০তম) দিন বছর শেষ হতে আপনাকে গুনতে হবে আরো ৯৬দিন।
পরিশেষ/Conclusion:
ভুল ত্রæটি ক্ষমা যোগ্য। আমি শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্য গুলি সংগ্রহ করে একত্রিভুত করেছি আমার লেখার দ্বারা আমার বøগে, সবার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে। ভুল-ত্রæটি কিংবা সংযোজন-বিয়োজন প্রতি বছর আপডেট করব ইনশাল্লাহ্ আপনাদের সহযোগিতা পেলে।
Comments
Post a Comment