Diary of 25th September-২৫ সেপ্টেম্বরের দিনলিপি
25th September, Sunday
আজ-রবিবার
১০ই আশি^ন ১৪২৯ বঙ্গাব্দ,
২৫শে সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,
২৮শে সফর ১৪৪৪ হিজরি।
ভুমিকা/Introduction:
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।
ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।
আজকের দিনের তারিখ সময় লগ্নসহ সংক্ষিপ্ত বর্ণনা পঞ্জিকা থেকে। মঙ্গলবার, পহেলা (১লা) ডিসেম্বর ২০২২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
জন্ম/Birth:
১০ই আশি^ন ১৪২৯ বঙ্গাব্দ,
২৫শে সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,
২৮শে সফর ১৪৪৪ হিজরি।
রবিবার, আজ যাদের শুভ জন্মদিন তাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। অনাবিল সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক তাদের জীবন। চারপাশ ঘিরে থাক খুশির আভা। সুস্থ্য সুন্দর জীবন নিয় বেঁচে থাকুন তারা হাজার বছর।
১৬৪৪ সালের আজকের এই দিনে ডেনমার্কের অধৎযঁং শহরে জন্ম গ্রহন করেন ডেনীয় জ্যোতির্বিজ্ঞানী ওলে রয়মা ।
১৭৪৪ সালের এই দিনে জন্ম নেন প্রুশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডরিক উইলিয়াম।
মার্কিন বংশগতিবিদ ও ভ্রূনতত্ত্ববিদ টমাস হান্ট মর্গান জন্ম গ্রহন করেন ১৮৬৬ সালের এই দিনে। তিনি বংশগতি তে ক্রোমোজমের ভূমিকা আবিস্কারের জন্য ১৯৩৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
১৮৮১ সালের এই দিনে চীনের চয়িাং প্রদেশের শাওশিং শহরে জন্ম হয় চীনা লেখক লু শুন এর।
১৮৯৭ সালের এই দিনে জন্ম গ্রহন করেন নোবেলয়ী মার্কিন কথাসাহিত্যিক উয়লিয়াম ফকনার ।
ভারতীয় গণিতজ্ঞ এবং বৈমানিক প্রকৌশলী সতীশ ধাওয়ান এর জন্ম ১৯২০ সালের আজকের এই দিনে ।
পশ্চিমবঙ্গের রঙ্গমঞ্চ ও চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায় এর জন্ম ভারতের বিহারের রাজ্যের পাটনায় ১৯৩৩ সালের এই দিনে। তিনি প্রায় ৩০০ নাটকে অভিনয় করেন।
১৯৩৯ সালের এই দিনে জন্ম নেন ভারতীয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক ফিরোজ খান।
নিউজিল্যান্ডের ক্রিকেটার পিটার পেথেরিক জন্ম গ্রহন করেন ১৯৪২ সালের এই দিনে।
১৯৪৪ সালের এই দিনে জন্ম নেন মার্কিন অভিনেতা ও প্রযোজক মাইকেল ডগলাস।
ভারতের সাবেক ক্রিকেটার বিষেন সিং বেদী এর জন্ম ১৯৪৬ সালের আজকের এই দিন।
বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা ও গায়ক জাফর ইকবাল এর জন্ম ১৯৫০ সালের এই দিনে।
১৯৫২ সালের এই দিনে জন্ম নেন মার্কিন চলচ্চিত্র অভিনেতা ক্রিস্টোফার রিভ।
বাংলাদেশী ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নু জন্ম গ্রহন করেন ১৯৬৫ সালের এই দিনে।
মিনহাজুল আবেদীন নান্নু |
১৯৬৬ সালের এই দিনে জন্ম নেন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী দোয়েল।
১৯৬৮ সালের এই দিনে জন্ম নেন উইল স্মিথ, তিনি একজন মার্কিন অভিনেতা ও গায়ক।
১৯৬৯ সালের এই দিনে জন্ম গ্রহন করেন ৩ জন বিখ্যাত ব্যক্তি (১) ব্রাত্য বসু, তিনি ভারতীয় বাঙালি নাট্যকার, নাট্যাভিনেতা ও রাজনৈতিক ব্যক্তিত্ব। এবং (২) ওয়েলসীয় চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেত্রী ক্যাথরিন জিটা-জোন্স, এবং (৩) হানসি ক্রনিয়ে, তিনি একজন দক্ষিণ আফ্রিকান ক্রিকেট খেলোয়ার।
ইংরেজ ক্রিকেটার অ্যাডাম লিথ জন্ম গ্রহন করেন ১৯৮৭ সালের এই দিনে ।
মৃত্যু/Death:
১২৯৪ সালের এই দিনে মারা যান প্রখ্যাত বৃটিশ দার্শনিক ও রসায়নবিদ রজার বেকান (১২১৪ - ১২৯৪)।
জাপানের সম্রাট গো-ইয়োজেই মৃত্যু বরণ করেন ১৬১৭ সালের এই দিনে।
১৯৫৩ সালের আজকের দিনে মারা যান জার্মান স্থপতি এরিখ মেন্ডেলসোন।
১৯৬২ সালের এই দিনে মারা যান আবদুল খালেক ইঞ্জিনিয়ার যিনি ছিলেন চট্টগ্রামের দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা ।
১৯৬৯ সালের এই দিনে মারা যান বিখ্যাত বাঙালি চিত্রপরিচালক, অভিনেতা এবং নাট্যব্যক্তিত মধু বসু (১৯০০-১৯৬৯) তার আসল নাম সুকুমার বসু।
জার্মান লেখক এরিখ মারিয়া রেমার্ক (১৮৯৮ - ১৯৭০) মারা যান ১৯৭০ সালের এই দিনে।
১৯৭২ সালের এই দিনে মারা যান আর্জেন্টিনীয় কবি আলেহানদ্রা পিসারনিক (১৯৩৬ - ১৯৭২)
মার্কিন চলচ্চিত্র পরিচালক লুইস মাইলস্টোন (১৮৯৫-১৯৮০) মারা যান ১৯৮০ সালের এই দিনে। টু অ্যারাবিয়ান নাইট্স একাডেমিক পুরস্কার সহ নানা পুরস্কার লাভ করেন।
১৯৮৪ সালের এই দিনে মারা যান ওয়াল্টার পিজেয়ন ( ১৮৯৭ - ১৯৮৪) তিনি ছিলেন কানাডীয়-মার্কিন চলচ্চিত্র, টেলিভিশন ও মঞ্চ অভিনেতা।
১৯৯০ সালের এই দিনে মারা যান ভারতের পশ্চিমবঙ্গের তৃতীয় মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন। (১৮৯৭ - ১৯৯০) তিনি একজন বাঙালি রাজনীতিবিদ,স্বাধীনতা সংগ্রামী গান্ধীবাদি নেতা।
বাংলাদেশী সুরকার ও সঙ্গীত পরিচালক সমর দাস (১৯২৯ - ২০০১) মারা যান ২০০১ সালের এই দিন ।
সমর দাস |
ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী,সঙ্গীত পরিচালক ও অভিনেতা এস. পি. বালসুব্রহ্মণ্যম (১৯৪৬ - ২০২০) ২০২০ সালের এই দিনে মারা যান।
২০২১ সালের এই দিনে মারা যান ভারতের প্রখ্যাত নারীবাদী লেখক, প্রশিক্ষক এবং অধিকারকর্মী কমলা ভাসিন (১৯৪৬ - ২০২১)। তিনি একজন সমাজ বিজ্ঞানী ও ছিলেন বটে।
কমলা ভাসিন |
পুরো পৃথিবীতে ঘটা উল্লেখ যোগ্য ঘটনাবলীর সারাংস/Past Events:
১৩৪০ সালের এই দিনে ইংল্যান্ড ও ফ্রান্স নিরস্ত্রীকরণ চুক্তি স্বাক্ষর হয় ।
দানিউব নদীর তীরে নিকোপোলিস-এর যুদ্ধ সংঘটিত হয় ১৩৯৬ সালের এই দিনে।
১৪৯৩ সালের এই দিনে ক্রিস্টোফার কলম্বাস ১৭টি জাহাজ নিয়ে ২য় বারের মতো সমুদ্রযাত্রা করেন।
১৫২৪ সালের এই দিনে অভিযাত্রী ভাস্কো-দা-গামা পর্তুগালের ভাইসরয় হিসেবে তৃতীয় ও শেষবারের মতো ভারতে আসেন।
আমেরিকায় প্রথম ছাপাখানা স্থাপিত হয় ১৬৬৩ সালের এই দিনে।
১৬৫৪ সালের এই দিনে ইংল্যান্ড ও ডেনমার্ক এর মধ্যে বাণিজ্যচুক্তি হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের (আমেরিকা) সংবিধানের দ্বাদশ সংশোধনী গৃহীত হয় ১৮০৪ সালের এই দিনে।
১৮৯৭ সালের এই দিয়ে প্রথম ব্রিটিশ বাস সার্ভিস চালু হয়।
১৯৪২ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে সুইজারল্যান্ড পুলিশ আদেশ জারি করেছিল যে- ইহুদি শরণার্থী আর সে দেশে ঢুকতে পারবে না।
ওআইসি-এর চার্টার স্বাক্ষরিত হয় ১৯৬৯ সালের এই দিনে।
১৯৭২ সালের এই দিনেই বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ভ্যাটিকান সিটি।
১৯৭৪ সালের এই দিনে জাতিসংঘের ২৯তম অধিবেশনে বাংলাদেশের তৎতকালীণ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দেন।
১৯৭৭ সালের এই দিনে শিকাগোতে এক মেরাথন দৌড় প্রতিযোগীতায় প্রায় চার হাজার ২০০ লোক অংশ নিয়েছিল।
২০০৩ সালের এই দিনে জাপানের হোক্কাইদো শহরে ৮ মাত্রার ভূমিকম্প হয়।
পালিত দিবস/Days:
আজ ২৫ সেপ্টেম্বর ওআইসি’র প্রতিষ্ঠা দিবস
আজ ২৫ সেপ্টেম্বর বিশ্ব ফার্মাসিস্ট দিবস।
সরকারী ছুটি/Gov Holydays:
আজকে অন্যান্য দেশে ছুটি থাকলেও বাংলাদেশে এক দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া কোন ছুটি নাই।
অন্যান্য/Other:
আজকের দিনে বিশে^ নানা প্রতিভার অনেক ব্যক্তি জন্ম গ্রহন করে তার মধ্যে একজন রাজা, নোবেল বিজয়ী, বিজ্ঞানী, খেলোয়ার, অভিনেত্রীও চিত্রপরিচালক , প্রযোজক । এই দিনে মারা ও যান অনেক বিখ্যাত ব্যক্তি তার মধ্যে একজন স¤্রাট, লেখক, অভিনয় শিল্পী প্রমুখ ।
২৫ই সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৬৮তম (অধিবর্ষে ২৬৯তম) দিন। বছর শেষ হতে আপনাকে গুনতে হবে আরো ৯৭দিন।
পরিশেষ/Conclusion:
ভুল ত্রæটি ক্ষমা যোগ্য। আমি শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্য গুলি সংগ্রহ করে একত্রিভুত করেছি আমার লেখার দ্বারা আমার বøগে, সবার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে। ভুল-ত্রæটি কিংবা সংযোজন-বিয়োজন প্রতি বছর আপডেট করব ইনশাল্লাহ্ আপনাদের সহযোগিতা পেলে।
Comments
Post a Comment