Diary of September 29-২৯ সেপ্টেম্বরের দিনলিপি

 29th September, Thrusday

আজ-বৃহস্পতিবার

১৪ই আশি^ন ১৪২৯ বঙ্গাব্দ,

২৯শে সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,

দোসরা(০২) রবিঃআউয়াল ১৪৪৪ হিজরি।


ভুমিকা/Introduction:

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজকের দিনের তারিখ সময় লগ্নসহ সংক্ষিপ্ত বর্ণনা পঞ্জিকা থেকে। মঙ্গলবার, পহেলা (১লা) ডিসেম্বর ২০২২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।


জন্ম/Birth:

১৪ই আশি^ন ১৪২৯ বঙ্গাব্দ,

২৯শে সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,

দোসরা (০২) রবিঃআউয়াল ১৪৪৪ হিজরি।

বৃহস্পতিবার, আজ যাদের শুভ জন্মদিন তাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। অনাবিল সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক তাদের জীবন। চারপাশ ঘিরে থাক খুশির আভা। সুস্থ্য সুন্দর জীবন নিয় বেঁচে থাকুন তারা হাজার বছর। 

  

     ১৫৪৭ সালের এই দিনে জন্ম গ্রহন করেন স্পেনীয় ঔপন্যাসিক মিগেল দি সের্ভান্তিস।     

     স্পেনের ব্রিখ্যাত নাট্যকার কবি ও লেখক মিগুয়েল  ডি কারভেনটেস জন্ম গ্রহন করেন ১৫৪৭ সালের এই দিনে ।

     ১৭২৫ সালের এই দিনে জন্ম নেন ভারতে প্রথম ইংরেজ শাসক, ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসন প্রতিষ্ঠায় মূল নায়ক রবার্ট ক্লাইভ। তিনি ভারত উপমহাদেশে ইংরেজ সাম্রাজ্যবাদের সূচনা করেন এবং পলাশীর যুদ্ধে তার নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনারা বাংলার নবাব সিরাজউদ্দৌলার সৈন্যদলকে পরাজিত করে।

রবার্ট ক্লাইভ

     ১৮৪১ সালের এই দিনে চন্দননগরের লালবাগানে এক তন্তুবায়কুলে জন্ম নেন ভারতের প্রথম সর্বোচ্চ ফরাসি সম্মানে সম্মানিত বাঙালি উদ্যোগপতি দুর্গাচরণ রক্ষিত। 

     ইতালীয় পদার্থবিদ এনরিকো ফেমি এর জন্ম ১৯০১ সালের এই দিনে। 

     ১৯০৯ সালের এই দিনে জন্ম নেন ২ জন বিখ্যাত ব্যক্তি (১) শশধর মুখার্জী যিনি ছিলেন ভারতের বলিউডের হিন্দি চলচ্চিত্র নির্মাতা এবং (২) কোয়ামে নক্রুমা, তিনি ছিলেন ঘানার রাজনীতিবিদ।

     ১৯১৪ সালের এই দিনে জন্ম গ্রহন করেন বেঙ্গল প্রেসিডেন্সি তেভাগা আন্দোলনের অন্যতম প্রধান নেতা মনি গুহ

     সুইডিশ প্রখ্যাত অভিনেত্রী আনিতা একবার্গ এর জন্ম ১৯৩১ সালের এই দিনে। 

     ১৯৩২ সালের এই দিনে জন্ম গ্রহন করেন মেহমুদ আলী, যিনি একাধারে ভারতীয় অভিনেতা, গায়ক, পরিচালক এবং প্রযোজক।

     ইতালীর প্রধানমন্ত্রী এবং ধণাঢ্য ব্যবসায়ী সিলভিও বেরলুসকোনি ১৯৩৬ সালের এই দিনে জন্ম গ্রহন করেন। 

     নাবেল শান্তি পুরস্কার বিজয়ী পোল্যান্ডের শ্রমিক নেতা লেস ওয়ালেসা জন্ম গ্রহন করেন ১৯৪৩ সালের আজকের দিনে।

     বাংলাদেশের কিংবদন্তি জয়তু কুমার বালা আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। যিনি জীবনে বিতর্ক, বক্তৃতায়, সংগীত, অভিনয় সব শাখায় ১ম স্থান অধিকার করেন।


মৃত্যু/Death:

     ১৯০০ সালেল এই দিনে মারা যান বাংলাদেশের প্রথম এম.এ. এবং বিহারের প্রথম ইংরাজী দৈনিক 'বিহার হেরল্ড' এর প্রতিষ্ঠাতা গুরু প্রসাদ সেন (১৮৪২ - ১৯০০)। তিনি মাত্র ৬৮ বছর বয়সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। 

     ১৯০২ সালের এই দিন মৃত্যু বরণ করেন ফরাসী ঔপন্যাসিক এমিল জোলা (১৮৪০ - ১৯০২)।

     ১৯৪২ সালের এই দিনে মারা যান মাতঙ্গিনী হাজরা (১৮৭০ - ১৯৪২) যিনি ছিলেন একজন ভারতীয় বিপ্লবী ও স্বাধীনতা আন্দোলনের শহীদ। তিনি সর্বদা মানুষের জন্য কাজ করে গেছেন। তাঁর অঞ্চলে যখন মহামারী আকারে বসন্ত রোগের প্রাদুর্ভাব ঘটে, তখন তিনি সর্ব স্তরের মানুষের সেবায় নিজকে নিয়োজিত রেখেিেছলেন । আক্রান্ত নারী- পুরুষ ও শিশুদের সেবা যতœ করেছেন।

মাতঙ্গিনী হাজরা 

     ডবিøউ এইচ অডেন অ্যাংলো-আমেরিকান এই কবি ১৯৭৩ সালের এই দিনে মারা যান।


পুরো পৃথিবীতে ঘটা উল্লেখ যোগ্য ঘটনাবলীর সারাংস/Past Events:

     ১৩৯৯ সালের এই দিনে ২য় রিচার্ড পার্লামেন্টের হাতে সিংহাসন চ্যুত হন।

     প্রথম একজন ক্রিশ্চিয়ান ডেনমার্কের রাজা হিসেবে অভিষিক্ত হন ১৪৪৮ সালের এই দিনে। 

     ১৫২১ সালের এই দিনে তুরস্কের রাজা প্রথম সোলাইমানের বাহিনী বেলগ্রেড দখল করে।

     ১৭৬০ সালের এই দিনে রাশিয়া ও অস্ট্রিয়ার বাহিনী জার্মানির বার্লিন দখল করে।

     পুলিশ বাহিনী লন্ডনে প্রথম দায়িত্ব পালন শুরু করে ১৮২৯ সালের এই দিন থেকে। 

     ১৯০৬ সালের এই দিনে মার্কিন সেনাবাহিনী কিউবা পুনর্দখল করে।

     ১৯১৮ সালের এই দিনে , প্রথম বিশ্বযুদ্ধে বেশ কয়েকবার পরাজিত হবার পর বুলগেরিয়া মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।

     ১৯২২ সালের এই দিনে বেনিতো মুসোলিনি ইতালিতে প্রথম ফ্যাসিবাদী সরকার গঠন করেন।

     বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে ১৯২৯ সালের এই দিনে।

     ১৯৩৫ সালের এই দিনে প্রথম ছাপাখানায়  বাংলা লাইনোটাইপ ব্যবহৃত হয়।

     ১৯৩৯ সালের এই দিনে পোল্যান্ড বিভক্তি স্বীকার করে জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন একটি চুক্তিতে রাজী হয়। 

     ১৯৩৯ সালের এই দিনে ব্রিটেন সেদেশে পরিচয় পত্র প্রথা চালু করে।

     মওলানা আবুল কালাম আজাদ রচিত ‘ইন্ডিয়া উইনস ফ্রিডম’ গ্রন্থের অপ্রকাশিত অংশ দিল্লি হাইকোর্টে খোলা হয় ১৯৮৮ সালের এই দিনে। 

     ১৯৯২ সালের এই দিনে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফাইট ওড়ানো হয়।

     ১৯৯২ সালের এই দিনে আফ্রিকা মহাদেশের দেশ এ্যাঙ্গোলায় প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।


পালিত দিবস/Days:

     আজকের এই দিনে আর্জেন্টিনায়  উদ্ভাবক দিবস উদযাপিত হয়।

     আজকে আন্তর্জাতিক কফি দিবস।

     আজ বিশ্ব হার্ট দিবস।

     আজ বিশ্ব শিশু অধিকার দিবস।

সরকারী ছুটি/Gov Holydays:

অন্যান্য দেশে ছুটি থাকলেও বাংলাদেশে কোন ছুটি নাই আজকে। 

অন্যান্য/Others:

     আজকের  দিনে বিশে^ নানা প্রতিভার অনেক ব্যক্তি জন্ম গ্রহন করে তাদের মধ্যে কবি , উপন্যাসিক ও একজন প্রধান মন্ত্রী অন্যতম। এই দিনে বিশে^ অল্প কয়েকজন বিখ্যাত ব্যক্তি মারা  যান যার মধ্যে রয়েছেন একজন বিপ্লবী ও একজন উপন্যাসিক। 

২৯ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৭২তম (অধিবর্ষে ২৭৩তম) দিন বছর শেষ হতে আপনাকে গুনতে হবে আরো ৯৩দিন।


পরিশেষ/Conclusion:

     ভুল ত্রæটি ক্ষমা যোগ্য। আমি শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্য গুলি সংগ্রহ করে একত্রিভুত করেছি আমার লেখার দ্বারা আমার বøগে, সবার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে। ভুল-ত্রæটি কিংবা সংযোজন-বিয়োজন প্রতি বছর আপডেট করব ইনশাল্লাহ্ আপনাদের সহযোগিতা পেলে। 


Read more

Comments