Diary of 30th September-৩০ সেপ্টেম্বরের দিনলিপি
30th September, Friday
আজ-শুক্রবার
১৫ই আশি^ন ১৪২৯ বঙ্গাব্দ,
৩০শে সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,
তেসরা(০৩) রবিঃআউয়াল ১৪৪৪ হিজরি।
ভুমিকা/Introduction:
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।
ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।
আজকের দিনের তারিখ সময় লগ্নসহ সংক্ষিপ্ত বর্ণনা পঞ্জিকা থেকে। মঙ্গলবার, পহেলা (১লা) ডিসেম্বর ২০২২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
জন্ম/Birth:
১৫ই আশি^ন ১৪২৯ বঙ্গাব্দ,
৩০শে সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,
তেসরা (০৩) রবিঃআউয়াল ১৪৪৪ হিজরি।
শুক্রবার, আজ যাদের শুভ জন্মদিন তাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। অনাবিল সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক তাদের জীবন। চারপাশ ঘিরে থাক খুশির আভা। সুস্থ্য সুন্দর জীবন নিয় বেঁচে থাকুন তারা হাজার বছর।
১২০৭ সালের এই দিনে জন্ম গ্রহন করেন পারস্যের কবি জালাল উদ্দিন মুহাম্মদ রুমি তিনি একজন মুসলিম কবি, ইসলামি ব্যক্তিত্ব, ধর্মতাত্বিক আইনজ্ঞ এবং সুফী ছিলেন।[ তার প্রভাব দেশের সীমানা এবং জাতিগত পরিমন্ডল ছাড়িয়েও বিশ্বদরবারে বিস্তৃত।
১৪৪৪ সালের আজকে দিনে জন্ম নেন ইতালীয় স্থাপত্য শিল্পী ডোনাটো ব্রামান্তে।
১৮২৮ সালের এই দিনে ব্র² প্রদেশের নদীয়া জেলার ঘুর্ণী গ্রামে বর্তমানে কৃষ্ণনগর শহরের একটি পাড়া গাঁয়ের একটি ব্রাহ্মণ পরিবারে জন্ম নেন যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী । তিনি একজন ভারতীয় যোগী ও গুরু।
জার্মান অণুজীববিজ্ঞানী কার্ল বেন্ডা এর জন্ম ১৮৫৭ সালের এই দিনে।
ব্রিটিশ ভারতীয় রাজ্য কোচবিহারের মহারাণী সুনীতি দেবী জন্ম গ্রহন করেন ১৮৬৪ সালের এই দিনে।
সুনীতি দেবী |
১৮৭০ সালের এই দিনে জন্ম গ্রহন করেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বংশোদ্ভূত মার্কিন পদার্থবিদজঁ-বাতিস্ত পেরাঁ ।
বাঙালি স্বাধীনতা সংগ্রামী বলাইলাল দাস মহাপাত্র জন্ম গ্রহন করেন ১৯০৪ সালের আজকের দিনে।
১৯০৫ সালের আজকের এই দিনে জন্ম গ্রহন করেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিদ নেভিল ফ্রান্সিস মট।
ইংরেজ চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার মাইকেল পাওয়েল এর জন্ম ১৯০৫ সালের এই দিনে
ভারতীয় হিন্দি চলচ্চিত্রের বাঙালী পরিচালক হৃষিকেশ মুখার্জী জন্ম গ্রহন করেন ১৯২২ সালের এই দিনে।
হৃষিকেশ মুখার্জী |
১৯২৮ সালের এই দিনে জন্ম গ্রহন করেন নোবেল পুরস্কার বিজয়ী রোমানীয়ান বংশোদ্ভূত মার্কিন লেখক এলি ওয়ি ইয়েসেল। তিনি একজন অধ্যাপক ও সমাজ কর্মীও ছিলেন।
নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ জ্যাঁ মারি লেঁ জন্ম গ্রহন করেন ১৯৩১ সালের এই দিনে।
বাঙালি নাট্যকার ও অভিনেতা অজিতেশ বন্দ্যোপাধ্যায় এর জন্ম ১৯৩৩ সালের আজকের দিনে।
১৯৩৮ সালের এই দিনে জন্ম নেন শিল্পী গৌরী ঘোষ । তিনি একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি আবৃত্তিকার ও বাচিক।
নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি রসায়নবিদ জাঁ মারি লেহন জন্ম গ্রহন করেন ১৯৩৯ সালের আজকের এই দিনে।
১৯৪৩ সালের এই দিনে জন্ম গ্রহন করেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান প্রাণরসায়নবিদ যোহান ডেইসেনহফের।
বাংলাদেশী প্রাবন্ধিক ও রাষ্ট্রচিন্তাবিদ আবুল কাসেম ফজলুল হক এর জন্ম ১৯৪৪ সালের এই দিনে বাংলাদেশের কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়। তিনি অসংখ্য গ্রন্থাবলী রচনা করেছেন। বাংলা সাহিত্যে তার অসামান্য অবদানের জন তিনি ১৯৮১ সালে বাংলা একাডেমী পুরস্কার পুরস্কারসহ আরও ৪টি পুরস্কার অর্জন করেন।
আবুল কাসেম ফজলুল হক |
১৯৫১ সালের এই দিনে জন্ম গ্রহন করেন নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলীয় চিকিৎসক ব্যারি মার্শাল। পেপ্টিক আলসার ও পাকস্থলীর প্রদাহে হেলিকোব্যাক্টর পাইলোরি নামক একধরনের ব্যাক্টেরিয়ার ভূমিকা আবিস্কারের জন্য ২০০৫ সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন।
১৯৬২ প্রখ্যাত ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জন্ম গ্রহন করেন ১৯৬২ সালের এই দিনে। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি ভারতীয় বাংলা চলচ্চিত্রের নায়ক হিসাবে শীর্ষস্থানে আছেন। তিনি অনেক সুপারহিট ও ব্যবসার সফল ছবিতে অভিনয় করেছেন।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় |
১৯৭২ সালের এই দিনে জন্ম নেন ভারতীয় গায়ক শান্তনু মুখার্জী শান ।
মার্কিন যুক্তরাষ্ট্রের র্যাপ সঙ্গীত গায়ক, প্রযোজক ও অভিনেত টি-পেইন জন্ম গ্রহন করেন ১৯৮৫ সালের এই দিনে।
মৃত্যু/Death:
১৮৭৫ সালের এই দিনে মারা যান ভারতীয় বাঙালি শিক্ষাবিদ প্যারীচরণ সরকার (১৮২৩ - ১৮৭৫) তিনি একজন সমাজসংস্কারক ও উনিশ শতকের বাঙলার পাঠ্যপুস্তক রচয়িতা ছিলেন।
১৯১৯ সালের এই দিনে মারা যান শিবনাথ শাস্ত্রী (১৮৪৭ - ১৯১৯) তিনি ছিলেন ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, ঐতিহাসিক লেখক, দার্শনিক, অনুবাদক ও সমাজসংস্কারক।
ব্রিটিশ ভারতীয় শিক্ষাবিদ ও সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায় (১৮৬৫ - ১৯৪৩) মারা যান ১৯৪৩ সালের এই দিনে। রামানন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তিনি অসংখ্য প্রবন্ধ ও রচনা করেছেন। ইংরাজী বা বাংলা মাসের পহেলা তারিখ পত্র-পত্রিকা প্রকাশের পদ্বতি তিনিই প্রথম চালু করেন।
১৯৫৩ সালের এই দিনে মারা যান প্রাচীন বাংলা সাহিত্যের পুঁথি সংগ্রাহক ও সম্পাদক আবদুল করিম সাহিত্য বিশারদ ( ১৮৭১ - ১৯৫৩)। সাহিত্যে তার অনন্য অবদানের জন্য নদীয়া সাহিত্য সভা তাঁকে "সাহিত্যসাগর" খেতাব ও চট্টল ধর্মমন্ডলী তাঁকে "সাহিত্যবিশারদ" খেতাব প্রদান করে।
মার্কিন অভিনেতা জেমস ডিন (১৯৩১ - ১৯৫৫) ১৯৫৫ সালের এই দিনে মৃত্যু বরণ করেন। ১৯৫৫ সালে রেবেল উইদাউট আ কজ চলচ্চিত্রে জিম স্টার্ক চরিত্রে অভিনয় করে সাংস্কৃতিক কিংবদন্তী হিসেবে স্মরণীয় তিনি।
১৯৮৫ সালের এই দিনে মারা যান জার্মান বংশোদ্ভূত ফরাসি অভিনেত্রী সিমন সিনিয়রে (১৯২১ -১৯৮৫)।
১৯৯০ সালের এই দিনে মারা যান নোবেল পুরস্কার বিজয়ী প্যাট্রিক হোয়াইট। তিনি ছিলেন একজন ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান লেখক।
আমেরিকান লেখক রবার্ট লুইস টেলর মারা যান ১৯৯৮ সালের এই দিনে।
বাংলাদেশী একজন গুণী সঙ্গীতশিল্পী শেখ ইশতিয়াক, তিনি মারা যান ১৯৯৯ সালের এই দিনে।
২০০৪ সালের এই দিনে মারা যান ইংরেজ পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার মাইকেল রেলফ।
পুরো পৃথিবীতে ঘটা উল্লেখ যোগ্য ঘটনাবলীর সারাংস/Past Events:
১৮৬০ সালের এই দিনে প্রথম ব্রিটেনে ট্রাম চালু হয়।
১৮৮২ সালের এই দিরেন প্রথম থমাস এডিসনের উদ্ভাবিত হাইড্রো-ইলেকট্রিক পাওয়ার প্লান্ট চালু করা হয়।
বেনিতো মুসোলিনি ইতালিতে প্রথম ফ্যাসিবাদী সরকার গঠন করেন ১৯২২ সালের এই দিনে।
জার্মানিতে ঐতিহাসিক মিউনিখ সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৩৮ সালের এই দিনে।
১৯৩৯ সালের এই দিনে ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু করে।
১৯৪৭ সালের এই দিনে পাকিস্তান ও ইয়েমেন জাতিসংঘে যোগদান করে।
১৯৬৬ সালের এই দিনে বোতসোয়ানা ব্রিটিশ উপনিবেশের হাত হতে স্বাধীনতা অর্জন করে।
বাংলাদেশকে গিনি-বিসাউ স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ১৯৭৩ সালের এই দিনে।
১৯৯২ সালের এই দিনে বাংলাদেশে কার্ড ফোন ব্যবস্থা চালু হয়।
পালিত দিবস/Days:
৩০ সেপ্টেম্বর অর্থাৎ আজ আন্তর্জাতিক অনুবাদ দিবস।
বাংলাদেশে আজ জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়।
বোতসোয়ানাতে আজকে স্বাধীনতা দিবস উৎযাপিত হয়।
সরকারী ছুটি/Gov, Holydays:
অন্যান্য দেশে ছুটি থাকলেও বাংলাদেশে সাপ্তাহিক ছুটি ছাড়া অন্য কোন ছুটি নাই আজকে।
অন্যান্য/Others:
আজকের দিনে বিশে^ নানা প্রতিভার অনেক ব্যক্তি জন্ম গ্রহন করে তাদের মধ্যে ছয় জন নোবেল বিজয়ী , একজন মহারাণী, লেখক, অভিনেতা ও বিশিষ্ট ব্যক্তি। এই দিনে বিশে^ যে কয়েকজন বিখ্যাত ব্যক্তি মারা যান যার মধ্যে রয়েছেন একজন নোবেল বিজয়ী ও লেখক, উপন্যাসিক, চিত্র প্রযোজক প্রমুখ ব্যক্তিগন।
৩০ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৭৩তম (অধিবর্ষে ২৭৪তম) দিন বছর শেষ হতে আপনাকে গুনতে হবে আরো ৯২দিন।
পরিশেষ/Conclusion:
ভুল ত্রæটি ক্ষমা যোগ্য। আমি শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্য গুলি সংগ্রহ করে একত্রিভুত করেছি আমার লেখার দ্বারা আমার বøগে, সবার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে। ভুল-ত্রæটি কিংবা সংযোজন-বিয়োজন প্রতি বছর আপডেট করব ইনশাল্লাহ্ আপনাদের সহযোগিতা পেলে।
Comments
Post a Comment