Diary of 27th September-২৭ সেপ্টেম্বরের দিনলিপি

27th September, Tuesday

আজ-মঙ্গলবার

১২ই আশি^ন ১৪২৯ বঙ্গাব্দ,

২৭শে সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,

৩০শে সফর ১৪৪৪ হিজরি।


ভুমিকা/Introduction:

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজকের দিনের তারিখ সময় লগ্নসহ সংক্ষিপ্ত বর্ণনা পঞ্জিকা থেকে। মঙ্গলবার, পহেলা (১লা) ডিসেম্বর ২০২২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।


জন্ম/Birth:

১২ই আশি^ন ১৪২৯ বঙ্গাব্দ,

২৭শে সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,

৩০শে সফর ১৪৪৪ হিজরি।

মঙ্গলবার, আজ যাদের শুভ জন্মদিন তাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। অনাবিল সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক তাদের জীবন। চারপাশ ঘিরে থাক খুশির আভা। সুস্থ্য সুন্দর জীবন নিয় বেঁচে থাকুন তারা হাজার বছর। 

     ১৬০১ সালের এই দিনে জন্ম গ্রহন করেন ফ্রান্সের রাজা অষ্টম লুই

     ১৭২২ সালের আজকের এই দিনে জন্ম নেন আমেরিকান দার্শনিক ও রাজনীতিবিদ স্যামুয়েল অ্যাডামস

     মেক্সিক্যান রাজপক্ষীয় বিদ্রোহী অগাস্টিন ডি ইটুরবিডে এর জন্ম ১৭৮৩ সালের এই দিনে। 

     ১৮৪৩ সালের এই দিনে জন্ম নেন ফরাসি গণিতবিদ গ্যাস্টন টেরি

     ১৮৭১ সালের এই দিনে জন্ম গ্রহন করেন নোবেল পুরস্কার বিজয়ী ইতালীয়ান লেখক গ্রাযিয়া ডেলেডা

     বাঙালি সাহিত্যিক সতীনাথ ভাদুড়ী ১৯০৬ সালের এই দিনে বিজয়াদশমীর দিন সন্ধ্যায় তদনীন্তন বাংলা প্রদেশের পূর্ণিয়ার-অধুনা ভারতের বিহার রাজ্যের অন্তর্গত ভট্টাবাজারে জন্ম নেন। 

     ১৯১৮ সালের এই দিনে জন্ম নেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী মার্টিন রাইল

     ১৯২৪ সালের এই দিনে জন্ম নেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট পরিবেশবিদ, মহাকাশ গবেষক ও পদার্থবিদ ফ্রেড সিংগার

     ১৯২৫ সালের আজকের এই দিনে জন্ম গ্রহন করেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ শারীরবিজ্ঞানী রবার্ট এডওয়ার্ডস

     ১৯৩২ সালের এই দিনে জন্ম নেন যশ চোপড়া।  তিনি একজন ভারতীয় চলচ্চিত্রকার।

     ১৯৩২ সালের এই দিনে জন্ম নেন নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ অলিভার উইলিয়ামসন

     নিকস আনাস্টাসিয়ডেস এর জন্ম ১৯৪৬ সালের এই দিনে।  তিনি সাইপ্রাসের ৭ম প্রেসিডেন্ট,  আইনজীবী ও একজন রাজনীতিবিদ ।

     ইংরেজ সাবেক ক্রিকেটার ও ফুটবলার চার্লস উইলিয়াম জেফ্রি অ্যাথে জন্ম গ্রহন করেন ১৯৫৭ সালের এই দিনে।

     নিউজিল্যান্ড ক্রিকেটার গেভিন রল্ফ লারসেন জন্ম গ্রহন করেন ১৯৬২ সালের এই দিনে।

     ফিনল্যান্ডের রাজনীতিবিদ ও ৪১তম প্রধানমন্ত্রী মারি কিভিনিয়েমি এর জন্ম ১৯৬৮ সালের এই দিনে। 

     ১৯৭২ সালের এই দিনে জন্ম নেন আমেরিকান অভিনেত্রী, বøগার ও ব্যবসায়ী গ্বয়নেথ পাল্টরও

     ইতালীয়ান ফুটবলার ফান্সিস্কো টট্টি এর জন্ম ১৯৭৬ সালের এই দিনে। 

     ১৯৮১ সালের এই দিনে জন্ম নেন নিউজিল্যান্ডের ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককুলাম।

     ১৯৮৪ সালের এই দিনে জন্ম গ্রহন করেন এভ্রিল রমোনা লাভিন, তিনি  একজন কানাডিয়ান গীতিকার, গায়িকা, অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার।

     রোমানিয়ান টেনিস খেলোয়াড় সিমোনা হালেপ এর জন্ম  কোস্তানার ডরুজান শহরে ১৯৯১ সালের এই দিনে। 


মৃত্যু/Death:

     ১৫৫৭  সালের আজকের এই দিনে মারা যান গো-নারা, তিনি ছিলেন জাপানের সম্রাট।

     ১৭৮৩ সালের এই দিনে মারা যান ফরাসি গণিতবিদ ও তাত্ত্বিক এটিয়েনে বেযোউট

    রাজা রামমোহন রায় (১৭৭২ - ১৮৩৩) মারা যান ১৮৩৩ সালের আজকের দিনে। তিনি ছিলেন একজন  সেরা বাঙালি দার্শনিক, প্রথম ভারতীয় ধর্মীয়-সামাজিক পুনর্গঠন আন্দোলন ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা।

     রাশিয়ান লেখক ও সমালোচক ইভান গোঞ্চারোভ মারা যান ১৮৯১ সালের এই দিনে।

     বাঙালি মহিলা কবি, সমাজকর্মী ও নারীবাদী লেখিকা কামিনী রায় (১৮৬৪ -  ১৯৩৩) এর মৃত্যু ১৯৩৩ সালের আজকের এই দিনে। ১৯২৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি 'জগত্তারিণী স্বর্ণপদক' অর্জন করেন।

কামিনী রায় 

     নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রীয় চিকিৎসক জুলিয়াস ওয়াগনার-জারেগ মারা যান ১৯৪০ সালের এই দিনে।

     ১৯৪৩ সালের এই দিনে মারা যান ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের ও ভারতীয় নৌবিদ্রোহের শহীদ- দুর্গাদাস রায়চৌধুরী (১৯১৮ - ১৯৪৩), নন্দকুমার দে, চিত্তরঞ্জন মুখোপাধ্যায়( ১৯১৯ - ১৯৪৩), কালীপদ আইচ, নিরঞ্জন বড়–য়া (১৯০৪ -১৯৪৩), নীরেন্দ্রমোহন মুখোপাধ্যায়, ফণিভূষণ চক্রবর্তী (১৮৯৮ -  ১৯৮১), মানকুমার বসু ঠাকুর (১৯২০ - ১৯৪৩), সুনীলকুমার মুখোপাধ্যায় (১৯২০ - ১৯৪৩)।

     বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডার নাজমুল হক (১৯৩৮ - ১৯৭১) বীর উত্তম শহীদ হন ১৯৭১ সালের এই দিনে।

     বাঙালি রাজনীতিবিদ, সমাজসেবক এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতা মোহাম্মদ ময়েজউদ্দিন (১৯৩০ - ১৯৮৪) মারা যান ১৯৮৪ সালের এই দিনে। 

     আফগানিন্তনের ৭ম রাষ্ট্রপতি মোহাম্মদ নাজিবুল্লাহ মারা যান ১৯৯৬ সালের এই দিনে। তিনি ছিলেন একজন আফগান চিকিৎসক, রাজনীতিবিদও ।

     ২০০৩ সালের এই দিনে মারা যান হারুন ইসলামাবাদী (১৯৩৮ - ২০০৩) তিনি একজন বাংলাদেশি ইসলামি পন্ডিত ও শিক্ষাবিদ। হারুন ইংরেজি, বাংলা, আরবি ,উর্দু,তুর্কি,, চায়না, ফার্সি, পশতুন, বর্মীগুজরাটি ও থাই সহ প্রায় ১৪ টি ভাষায় পারদর্শী ছিলেন। তিনি এসব ভাষায় লেখালেখি ও বক্তৃতার মাধ্যমে ইসলামের বাণী প্রচার করতেন সকল স্থানে। লন্ডনের জাতীয় টেলিভিশনে তার ইংরেজি বক্তব্য অতি গুরুত্বের সাথে সমপ্রচার করা হয়েছিল।

     ব্রাজিলীয় কৌতুকাভিনেতা ও অভিনেতা রোনাল্ড গোলিয়াস ২০০৫ সালের এই দিনেই মারা যান।

     ২০০৭ সালের এই দিনে মারা যান জাপানের বিখ্যাত আলোকচিত্রী ও সাংবাদিক কেঞ্জি নাগাই

     ব্রাজিলীয়ান বংশোদ্ভূত মার্কিন গিটারবাদক, সুরকার ও পথপ্রদর্শক অস্কার কাস্ত্রো-নেভেস মারা যান ২০১৩ সালের এই দিনে। 

     ইংরেজ-অস্ট্রেলীয় ক্রিকেট খেলোয়াড় ফ্রাঙ্ক টাইসন মারা যান ২০১৫ সালের এই দিনে। তিনি ছিলেন একজন কোচ ও সাংবাদিকও।

     ২০১৬ সালের এই দিনে মারা যান বাংলাদেশের প্রখ্যাত লেখক সৈয়দ শামসুল হক (১৯৩৫ - ২০১৬)। সাহিত্যের প্রায় সব শাখায় ছিল তার বিচরণ। ১৯৯৬ সালে বাংলা একাডেমি পুরস্কার সহ তিনি অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। 

সৈয়দ শামসুল হক
  

     ২০২০ সালের এই দিনে মারা যান বাংলাদেশি আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম (১৯৪৯ - ২০২০)।


পুরো পৃথিবীতে ঘটা উল্লেখ যোগ্য ঘটনাবলীর সারাংস/Past Events:

     ১২৯০ সালের এই দিনে চীনে প্রবল ভূমিকম্পে মারা যায় এক লাখ মানুষ।

     ১৭৬০ সালের এই দিনে মীর জাফরকে গদিচ্যুত করে বাংলার নবাব হন মীর কাশিম  এবং বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রাম জেলা কোম্পানির হাতে তুলে দেন।

     ১৭৮১ সালের এই দিনে হায়দার আলী ও ব্রিটিশ সেনাদের মধ্যে শলনগড় যুদ্ধ শুরু।

     ১৮২১ সালের এই দিনে স্পেনের বিরদ্ধে মেক্সিকোর স্বাধীনতা যুদ্ধের সমাপ্তি।

     মেক্সিকো স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ১৮২১ সালের এই দিনে। 

     ১৮২২ সালের এই দিনে জ্যা ফ্রাঁস শাপোলি ঘোষণা দেন যে,  তিনি রাশিদা পাথরের পাঠোদ্ধার করেছেন।

     ১৮৩৪ সালের এই দিনে চার্লস ডারউইন ভালপারাইসোতে ফিরে আসেন।

     আমেরিকার যুক্তরাষ্ট্র চীন প্রজাতন্ত্রকে স্বীকৃতি দেয় ১৯২৮ সালের এই দিনে। 

     দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বার্লিনে জার্মানী, জাপান ও ইতালী ত্রিপক্ষীয় চুক্তিতে সাক্ষর করে ১৯৪০ সালের এই দিন। 

     ১৯৪২ সালের এই দিনে স্ট্যালিনগ্রাদে ব্যাপক গুলিবর্ষণ করে জার্মানি।

     বেইজিংকে আনুষ্ঠানিকভাবে চীনের রাজধানী হিসাবে ঘোষণা করা হয় ১৯৪৯ সালের এই দিনে। 

     ১৯৫৮ সালের এই দিনে একজন প্রথম ভারতীয় নাগরিক হিসাবে মিহির সেন ইংলিশ চ্যানেল অতিক্রম করেন।

     ১৯৬১ সালের এই দিনে জাতিসংঘে যোগ দেয় সিয়েরালিওন ।

     ১৯৬২ সালের এই দিনে গঠিত হয় উত্তর ইয়েমেন ।

     ১৯৯৬ সালের এই দিনে তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে।

     ১৯৯৮ সালের এই দিনে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল এর যাত্রা শুরু।

     পূর্ব তিমুর জাতিসংঘে যোগ দেয় ২০০২ সালের এই দিনে। 


পালিত দিবস/Days:

     আজকের এই দিন বিশ্ব পর্যটন দিবস পালিত হয়ে আসছে। 

সরকারী ছুটি /Gov. Holydays:

অন্যান্য দেশে ছুটি থাকলেও বাংলাদেশে কোন ছুটি নাই আজকে। 

অন্যান্য/Others:

     আজকের  দিনে বিশে^ নানা প্রতিভার অনেক ব্যক্তি জন্ম গ্রহন করে তার মধ্যে একজন রাজা, খেলোয়ার ও নোবেল বিজয়ী বেশী। এই দিনে মারা ও যান অনেক বিখ্যাত ব্যক্তি তার মধ্যে একজন একজন স¤্রাট, একজন নোবেল বিজয়ী ও নানা প্রতিভাধর।

২৭ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৭০তম (অধিবর্ষে ২৭১তম) দিন বছর শেষ হতে আপনাকে গুনতে হবে আরো ৯৫দিন।


পরিশেষ/Conclusion:

     ভুল ত্রæটি ক্ষমা যোগ্য। আমি শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্য গুলি সংগ্রহ করে একত্রিভুত করেছি আমার লেখার দ্বারা আমার বøগে, সবার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে। ভুল-ত্রæটি কিংবা সংযোজন-বিয়োজন প্রতি বছর আপডেট করব ইনশাল্লাহ্ আপনাদের সহযোগিতা পেলে। 

 Read more                                                                                                            Read more


Comments