How to identify the original mobile-আসল মোবাইল চেনার উপায়

 আসল মোবাইল চেনার উপায়


যদি মোবাইল কেনার পর আপনার কোন বন্ধু সেটি হাতে নিয়েই বলল মোবাইলটি নকল বা ক্লোন কপি অর্থাৎ মাস্টার কপি নয়, তাহলে কেমন হবে মনের অবস্থা একবার ভেবে দেখুন। এমনটি যে শুধু আপনার বেলায় ই হবে তা নয়। আমরা ক’জনই বা জানি সেসব। কিন্তু জানতে হবে। কেননা একটা ভাল মানের মোবাইল কিন্ত গেলে কিন্তু কম টাকা লাগেনা।

অথচ আমরা মাত্র কয়েকটা পদ্ধতি অনুসরণ করলেই বুঝতে পারব, আমার হাতে থাকা মোবাইলটি আসল না নকল। 


আসল বা মাস্টার কপি মোবাইল চেনার অনেক উপায় আছে যেমন  -

     আইএমইআই চেক।

     এলসিডি টেস্ট ।

     মোবাইল এর ডিজাইন চেক।

     ব্যাটারি এ্যাম্পিয়াল বা এর কার্যকারিতা চেক।

     পারফরম্যান্স চেক।

     ক্যামেরা কনফিগার টেস্ট।

     মোবাইলের ফিচার চেক।

     মোবাইলের থিম চেক।

     মোবাইলের বায়োস প্রোগ্রাম চেক।

     সফটওয়্যার এর ভার্সন চেক। ইত্যাদি। 

Read more

ভাবছেন খুব কঠিন কাজ? আসলেই না । মাত্র কয়েকটা কোড ব্যবহার করেই আপনি এসব চেক করতে পারবেন। 

এখন সেসব কোড গুলি সমন্ধে ধারণা দিচ্ছি, আপনি আপনার হাতে থাকা মোবাইলে মিলিয়ে নিন আপনার মোবাইলটি আসল না নকল।

     *#০৬# এই কোডটি ডায়াল করে আপনি জেনে যাবেন আপনার আইএমইআই নং সঠিক কিনা? সব মোবাইলের বাক্সের স্টিকারে ও মোবাইলের বডিতে (ব্যাটারির নিচে ভিতরে) আইএমইআই নম্বর লেখা থাকে।

     *#০*#  এই কোডটি ডায়াল করে আপনি আপনার মোবাইলের এলসিডি টেস্ট করে দেখতে পারেন।

     *#০২২৮# এই কোডটি ডায়াল করে আপনি ব্যাটারী স্ট্যাটাস দেখতে পাবেন।

     *#১২৩৪# এই কোডটি ডায়াল করে আপনি আপনার হাতে থাকা মোবইলের সফটওয়ার ভার্সন, সিপি এবং সিএসসি সিরিয়াল নাম্বার দেখতে পাবেন।

     মোবাইল বন্ধ অবস্থায় আপনার মোবাইলের হোম বাটন ও ভলিউম আপ কী এবং পাওয়ার বাটন একসাথে প্রেস করুন। মোবাইলের বায়োস প্রোগ্রাম দেখতে পাবেন। এবং আপনি চাইলে সেখান থেকে হার্ডওয়ার, সফ্টওয়ার রিসেট দিতে পারবেন। সেটিংস ও পরিবর্তন করতে পারবেন মোবাইল অন(চালু) করা ছাড়াই।

     *#৩২৮২*৭২৭৩৩৬*#মোবাইল সিস্টেম ও স্টোর জানতে পারবেন।

এসব কোড যদি আপনার মোবাইলে কাজ করে অর্থাৎ এসব প্রোগ্রাম বা সর্টকাট কাজ করে তবে আপনি নিশ্চিন্তে সেই মোবাইলটি কিনতে পারেন। কেননা সেটি যে আসল মোবাইল তাতে আর কোন সন্দেহ নেই।  

এছাড়াও আপনি কিছু এ্যাপসের সাহায্য নিয়েও চেক করে দেখতে পারেন। সে নিয়ে পরবর্তী পোস্টে বিস্তারিত লিখব।

এরপর ও সন্দেহ দুর করতে পারেন আপনি বিটিআরসি’তে একটা ছোট্ট মেসেজ এর মাধ্যমে। এবং আপনার মোবাইর সেটটি নিবন্ধিত না অনিবন্ধিত। অর্থাৎ অফিসিয়াল না আনঅফিসিয়াল পরবর্তী পোস্টে এ নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা।

Read more






Comments