জীবনের মূল্য-Value Of Life

                                          

   জীবনের মূল্য-Value Of Life


ছোট্ট একটি বাচ্চা ছেলে তার দাদুর সাথে হাটতেছিল হটাৎ শিশুটি তার দাদুকে প্রশ্ন করে বলে দাদু আমার জীবনের মূল্য কত? দাদু হাতে থাকা একটি পাথর তাকে দিয়ে বলল, তুমি যদি তোমার জীবনের মূল্য জানতে চাও তাহলে এই পাথরটা নিয়ে বাজারে যাবে এবং যদি কেউ এর দাম জিজ্ঞাসা করে একটি শব্দও বলবে না, শুধু তুমি তোমার দুই আঙ্গুল উঠাবে, একটা সাংকেতিক চিহ্ন হিসেবে। শিশুটি তার দাদুর কথা মত বাজারে গেল আর এখানে সেখানে ঘুড়ে বেড়াতে লাগল।  

কিছুক্ষণ পর এক বৃদ্ধ মহিলা শিশুটির হাতে একটি পাথর দেখে তার কাছে আসে এবং বলে এই পাথরের দাম কত? শিশুটি একটি শব্দও না বলে তার দাদুর কথা মত শুধু দুই আঙ্গুল উপরে উঠায়। মহিলা মনে করল ২ ডলার, তখন তিনি বললেন ঠিক আছে, দুই ডলারেই আমি নেব। এতে শিশুটি অবাক হয়ে তার দাদুর কাছে দৌড়ে যায় এবং সব খুলে বলে। সব শুনে দাদু এবার শিশুটিকে বললেন এবার তোমার পরের জায়গা হলো একটি যাদুঘরের সামনে। তুমি গিয়ে পাথর হাতে সেখানে দাঁড়াবে, যদি কেউ মূল্য জিজ্ঞাসা করলে একটি শব্দও বলবে না বরং আগের মত ই শুধু দুটি আঙ্গুল উপরে তুলবে। কথা মত শিশুটি পাথর নিয়ে সেখানে প্রায় ২০/২৫ মিনিট ধরে যাদুঘর এর সামনে দাড়িয়ে আছে এমন সময় স্যুট পরা একজন মাঝ বয়সী ভদ্রলোক শিশুটির কাছে আসেন এবং বলেন তোমার এই পাথরের দাম কত? শিশুটি কোন কথা না বলে দুই আঙ্গুল শুধু উপরে উঠায়, তাই দেখে স্যুট পরা লোকটি ভাবে শিশুটি দাম বলছে দুইশত ডলার। তাই তিনি বলেন ঠিক আছে দুইশত ডলারে আমি নেব। শিশুটি অবাক হয়ে বাড়ির দিকে প্রচন্ড বেগে দৌড়ে গেল এবং তার দাদুকে যাদুঘরের সামনে যা ঘটেছে বিস্তারিত খুলে বলল।  

সব শুনে দাদু বলল এবার তোমার শেষ জায়গা হলো এমন একটি দোকানের সামনে যেখানে মুল্যবান সব পাথর বিক্রি হয়। তুমি সেখানে দাড়িয়ে থেকে দেখবে যদি কেউ এই দোকানের ভিতরে চলা-ফেরা করে আর বাইরের এসে তোমায় এর দাম জিজ্ঞেস করে তুিম আগের মতই একটা কথাও না বলে শুধু দুটি আঙ্গুল উপরে তুলবে। শিশুটি শহরে গেল এবং সেখানে মূল্যবান পাথরের একটি দোকান খুঁজে পেল। সে সেই দোকানের সামনে একটু অপেক্ষা করে এর ভিতরে গেল আর কাউন্টারে একজন বৃদ্ধকে বসে থাকা দেখতে পেল। বৃদ্ধ মানুষটি শিশুটির হাতে পাথর দেখতে পেয়ে লাফিয়ে উঠে চিৎকার করে বলে উঠল ও আমার ঈশ্বর!  বাবু তুমি এই পাথর নিয়ে খেলছ? আর আমি সারা জীবন এটিকে খুঁজছি। বলো তুমি এটার জন্য কি চাও, কত টাকা পেলে তুমি এটা আমায় দিবে? ছেলেটি কোন কথা না বলে শুধু দুই আঙ্গুল দেখায়। বৃদ্ধ লোকটি মনে করল দুই লাখ ডলার, তাই তিনি বললেন ঠিক আছে, দুই লাখ ডলারেই আমি নিব এটা। শিশুটি বিশ্বাস করতে পারছে না তার সাথে এসব কি হচ্ছে। 

সে এক দৌড়ে তার দাদুর কাছে যায় এবং সব খুলে বলে যে দোকানের বুড়ো মানুষটি এই পাথরটির জন্য তাকে দুই লাখ ডলার দিতে চেয়েছে। 

তখন শিশুটির দাদু শিশুটিকে বলল, এখন তুমি তোমার জীবনের মূল্য বুঝতে পেরেছ? 

জীবন এমনই। তুমি নিজকে যেখানে যেভাবে রাখবে তুমি তার দাম বা মূল্য তেমনই পাবে। এবার তুমি বলো- তোমার জীবনের দাম ২ নাকি, ২শত নাকি ২ লাখ ডলার?  তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি তোমাকে কোথায় রাখতে চাও। ২ নাকি ২শত নাকি ২ লাখ ডলার এর স্থানে।

পৃথিবীতে কিছু মানুষ আছে যারা তোমাকে ভালোবাসে মন প্রাণ দিয়ে এবং যাদের জন্য তুমি সবকিছু এবং কিছু লোক ব্যবহার করবে তোমাকে একটি পণ্য হিসাবে এবং তাদের জন্য তুমি মূল্যহীন ছাড়া কিছুই হবে না। সুতরাং তোমার জীবনের মূল্য নির্ভর করছে তোমার সিদ্ধান্ত নেওয়ার উপর। তুমি কোথায় নিজেকে রাখতে চাও।

ধন্যবাদ


Comments