Functions Key - কম্পিউটার কীবোর্ড এর ফাংশন কী’র কাজ

কম্পিউটার কীবোর্ড এর ফাংশন কী কাজ - Functions Key

 

কম্পিউটার এর কীবোর্ড এমন একটি ডিভাইস, যাতে কিছু বাটন সাড়িবদ্ধ ভাবে বিন্যস্ত করা থাকে, যা একেকটি ইলেক্ট্রনিক সুইচের মতো কাজ করে। কীবোর্ড হচ্ছে কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস। কীবোর্ডের কীসমূহে কী ছাপানো থাকে। কম্পিউটার স্ক্রীনে কোন চিহ্ন প্রদর্শন করতে চাইলে বা তৈরি করতে হলে এক বা একাধিক কী চাপতে হয় বা কোন কোন ক্ষেত্রে চেপে ধরে রাখতে হয়।

এবার জেনে নেওয়া যাক একটা সাধারণ কীবোর্ডে কতগুলো কী বা সুইচ থাকে -

কীবোর্ডে মূলত ৮৪ থেকে ১০১টি আবার কোন কীবোর্ডে ১০৪ টি পর্যন্ত কী বা সুইচ আছে। ব্যবহার বিধির উপর ভিত্তি করে কীবোর্ড এর এসব কী বা সুইচকে ৫টি ভাগে ভাগ করা হয়ে থাকে।

     Ø ফাংশন কী।

     Øঅ্যারো কী।

     Øআলফাবেটিক কী বা আলফা-নিউমেরিক কী।

     Øনিউমেরিক কী বা লজিক্যাল কী।

     Øবিশেষ কী বা কমান্ড কী।

Read more

 

আজ আমি আলোচনা করছি ফাংশন কী এর সমন্ধে। পর্যায়ক্রমে কীবোর্ডের অন্যান্য কী বা সুইচ এর বিষয়ে বিস্তারিত লিখব।

Function Key F1,F2,F3......

ফাংশন কী / Function Key :

কী বোর্ডের উপরের দিকে বাম পাশে  কোনের Esc কী বা সুইচ বা Button  এর পাশে  F1থেকে F12 পর্যন্ত যে কীগুলো আছে এসবই হচ্ছে ফাংশন কী।  এদের ফাংশন কী বলার কারণ হলো এসব কী এর দ্বারা নির্দিষ্ট কিছু কাজ করা যয়

 যেমন- কোন প্রোগ্রামের জন্য  help অথবা কোন প্রোগ্রাম রান করানো ইত্যাদি কাজে এই কীগুলোর ব্যবহার করা হয়।

     Ø F1 হলো সহায্যকারী কী,  F1চাপলে চালু থাকা বা ওপেন থাকা প্রতিটি প্রোগ্রামের Help Menu চলে আসে।

     ØF2 কী এর অনেক কাজের মধ্যে সাধারণত কোনো ফাইল বা  Rename করতে ব্যবহার হয়।Alt + Ctrl + F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ফাইল খোলা, Ctrl+F2 চেপে মাইক্রোসফ্ট ওয়াডের্র প্রিন্ট প্রিভিউ দেখা যায়।

    ØF3 এর সাহায্যে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ অপশন চালু হয়। তাছাড়া Shift + F3 চেপে মাইক্রোসফ্ট ওয়ার্ডের লেখা বড় হাতের থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের অক্ষর দিয়ে আরম্ভ কাজ করা যায়।  .

    ØF4 মাইক্রোসফ্ট ওয়ার্ডের শেষ কাজের পুনরাবৃত্তি করা যায়। এই দুটি কী চেপে Alt + F4 চেপে চালু থাকা সব প্রোগ্রাম বন্ধ করা হয়।  Ctrl + F4 চেপে সক্রিয় সব ধরনের উইন্ডোও বন্ধ করা হয়।

    ØF5 এর মাধ্যমে মাইক্রোসফট উইন্ডোজ , ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি রিফ্রেশ করা হয়।  F5 চেপে পাওয়ার পয়েন্টের ¯øাইড শো দেখা যায়।

    ØF6  এর দ্বারা মাউস কারসারকে ওয়েব ব্রাউজারের ঠিকানা লেখার জায়গায় (Url Address ) নিয়ে যাওয়া যায়। তাছাড়া  Ctrl + Shift + F6 চেপে ওয়ার্ডে খোলা অন্য ডকুমেন্ট সক্রিয় করার কাজে ব্যবহার করা হয়।

     Ø F7 এই কী দ্বারা মাইক্রোসফ্ট ওয়ার্ডে লেখার বানান ব্যাকরণ ঠিক করা হয়ে থাকে Shift + F7 চেপে ওয়ার্ডে কোনো নির্বাচিত শব্দের প্রতিশব্দ , বিপরীত শব্দ , শব্দের ধরন ইত্যাদি বিষয়ে জানার অভিধান চালু করতে।

     Ø F8 কী সাধারণত অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে , উইন্ডোজ সেফ মোডে  চালাতে এটি ব্যবহার করতে হয়।

     Ø F9 এই কী সাধারণত কোয়ার্ক এক্সপ্রেস এর মেজারমেন্ট টুলবার খোলার কাজে ব্যবাহার হয়ে থাকে। 

     Ø F10 কী চেপে ওয়েব ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয়। আবার Shift + F10 চেপে কোনো নির্বাচিত লেখা বা সংযুক্তি, লিংক বা ছবির ওপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করার কাজ করা হয়।

     Ø F11 এই কী দিয়ে ওয়েব ব্রাউজার পর্দাজুড়ে অর্থাৎ পুরা স্ক্রীনে দেখা যায়।

     Ø F12 মাইক্রোসফট ওয়ার্ডের Save as উইন্ডো চালু করা হয়। মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল সেভ করাও যায়। কম্পিউটারে শুধু F12 চেপে বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা মুডে যাওয়া যায়। আর  ল্যাপটপে fn+f12 চাপতে হবে।তাছাড়াও  F12 + Shift এবং Ctrl + Shift + F12 চেপে ওয়ার্ড ফাইল প্রিন্ট করা

Read more

 

         


Comments