Functions Key - কম্পিউটার কীবোর্ড এর ফাংশন কী’র কাজ
কম্পিউটার কীবোর্ড এর ফাংশন কী’র কাজ - Functions
Key
কম্পিউটার এর কীবোর্ড এমন একটি ডিভাইস, যাতে কিছু বাটন সাড়িবদ্ধ ভাবে বিন্যস্ত করা থাকে, যা একেকটি ইলেক্ট্রনিক সুইচের মতো কাজ করে। কীবোর্ড হচ্ছে কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস। কীবোর্ডের কীসমূহে কী ছাপানো থাকে। কম্পিউটার স্ক্রীনে কোন চিহ্ন প্রদর্শন করতে চাইলে বা তৈরি করতে হলে এক বা একাধিক কী চাপতে হয় বা কোন কোন ক্ষেত্রে চেপে ধরে রাখতে হয়।
এবার জেনে নেওয়া যাক একটা সাধারণ কীবোর্ডে কতগুলো কী বা সুইচ থাকে -
কীবোর্ডে মূলত ৮৪ থেকে ১০১টি আবার কোন কীবোর্ডে ১০৪ টি পর্যন্ত কী বা সুইচ আছে। ব্যবহার বিধির উপর ভিত্তি করে কীবোর্ড এর এসব কী বা সুইচকে ৫টি ভাগে ভাগ করা হয়ে থাকে।
Øঅ্যারো কী।
Øআলফাবেটিক কী বা আলফা-নিউমেরিক কী।
Øনিউমেরিক কী বা লজিক্যাল কী। ও
Øবিশেষ কী বা কমান্ড কী।
আজ আমি আলোচনা করছি ফাংশন কী এর সমন্ধে। পর্যায়ক্রমে কীবোর্ডের অন্যান্য কী বা সুইচ এর বিষয়ে বিস্তারিত লিখব।
Function Key F1,F2,F3...... |
ফাংশন কী / Function
Key :
কী বোর্ডের উপরের দিকে বাম পাশে
কোনের
Esc কী বা সুইচ বা Button
এর পাশে
F1থেকে F12 পর্যন্ত যে কীগুলো আছে এসবই হচ্ছে ফাংশন কী।
এদের ফাংশন কী বলার কারণ হলো এসব কী এর দ্বারা নির্দিষ্ট কিছু কাজ করা যয় ।
যেমন- কোন প্রোগ্রামের জন্য help
অথবা কোন প্রোগ্রাম রান করানো ইত্যাদি কাজে এই কীগুলোর ব্যবহার করা হয়।
ØF2 কী এর অনেক কাজের মধ্যে সাধারণত কোনো ফাইল বা Rename করতে ব্যবহার হয়।Alt + Ctrl + F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ফাইল খোলা, ওCtrl+F2 চেপে মাইক্রোসফ্ট ওয়াডের্র প্রিন্ট প্রিভিউ ও দেখা যায়।
ØF3 এর সাহায্যে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ অপশন চালু হয়। তাছাড়া Shift + F3 চেপে মাইক্রোসফ্ট ওয়ার্ডের লেখা বড় হাতের থেকে ছোট হাতের বা প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের অক্ষর দিয়ে আরম্ভ কাজ করা যায়। .
ØF4 মাইক্রোসফ্ট ওয়ার্ডের শেষ কাজের পুনরাবৃত্তি করা যায়। এই দুটি কী চেপে Alt + F4 চেপে চালু থাকা সব প্রোগ্রাম বন্ধ করা হয়। Ctrl + F4 চেপে সক্রিয় সব ধরনের উইন্ডোও বন্ধ করা হয়।
ØF5 এর মাধ্যমে মাইক্রোসফট উইন্ডোজ , ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি রিফ্রেশ করা হয়। F5 চেপে পাওয়ার পয়েন্টের ¯øাইড শো দেখা যায়।
ØF6 এর দ্বারা মাউস কারসারকে ওয়েব ব্রাউজারের ঠিকানা লেখার জায়গায় (Url Address ) নিয়ে যাওয়া যায়। তাছাড়া Ctrl + Shift + F6 চেপে ওয়ার্ডে খোলা অন্য ডকুমেন্ট সক্রিয় করার কাজে ব্যবহার করা হয়।
Comments
Post a Comment