Diary OF 6th September-৬ সেপ্টেম্বর এর দিনলিপি
6th
September, Tuesday
আজ-মঙ্গলবার
২২ই ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ,
০৬ সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,
৯ই সফর ১৪৪৪ হিজরি।
f’wgKv/
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।
ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।
আজকের দিনের তারিখ সময় লগ্নসহ সংক্ষিপ্ত বর্ণনা পঞ্জিকা থেকে। মঙ্গলবার, পহেলা (১লা) ডিসেম্বর ২০২২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
জন্ম/Birth:
২২ই ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ,
০৬ সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,
৯ই সফর ১৪৪৪ হিজরি।
মঙ্গলবার, আজ যাদের শুভ জন্মদিন তাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। অনাবিল সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক তাদের জীবন। চারপাশ ঘিরে থাক খুশির আভা। সুস্থ্য সুন্দর জীবন নিয় বেঁচে থাকুন তারা হাজার বছর।
১৮৭৬ সালের আজকের এই দিনে জন স্কটিশ প্রাণরসায়নবিদ এবং শারীরতত্ত¡বিদ জেমস রিকার্ড ম্যাক্লিয়ড এর জন্ম। রয়েল সোসাইটি অব কানাডা, ওয়েল সোসাইটি পুরস্কার সহ ১৯২৩ সালে নোবেল পুরস্কারে ভ’ষিতহন তার অসামান্য কৃতিত্বের জন্য।
ভারতের স্বাধীনতা কর্মী শরৎচন্দ্র বসু’র জন্ম ১৮৮৯ সালের এই দিনে। তিনি ছিলেন বাঙালি জাতীয়তাবাদী, পেশায় ব্যারিস্টার । ভারতীয় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের একজন সমর্থক ।
নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী এডওয়ার্ড ভিক্টর অ্যাপলটন জন্ম গ্রহন করেন ১৮৯২ সালের এই দিনে। তার নোবেল পুরস্কার প্রাপ্তির কারণ ছিল আয়নমন্ডল বিষয়ক জ্ঞান ও তথ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান যার দরুন পরবর্তিতে রাডার নির্মাণ করা সম্ভব হয়েছিল। নোবেল পুরস্কার ছাড়াও তিনি আরো নানা পুরস্কার লাভ করেন।
![]() |
ভিক্টর অ্যাপলটন |
১৯১৩ সালের এই দিনে প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার লিওনিদাস এর জন্ম । ১৯৩৮ সালের বিশ্বকাপ ফুটবল খেলায় তিনি ০৮টি গোল করে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন।
১৯১৭ সালের আজকের এই দিনে ২ জন সেরা ব্যক্তিত্বের জন্ম, ০১। বাসন্তী দুলাল নাগচৌধুরী যিনি ছিলেন ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী,ভারত সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা ও পারমাণবিক পদার্থবিজ্ঞনী। নাগচৌধুরি ঢাকা জেলার বারোদি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ভারতে প্রথম সাইক্লোট্রন তৈরির জন্য সর্বাধিক পরিচিত।
আর ০২ ইংরেজ ক্রিকেটার জর্জ মান তিনিও জন্ম গ্রহন করেন আজকের দিনে।
সুরসাগর জগন্ময় মিত্র,ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী সুরসাগর জগন্ময় মিত্র কলকাতার এক সঙ্গীতমনস্ক পরিবারে ১৯১৮ সালে আজকের এই দিনে জন্ম গ্রহন করেন। শত শত গান , অসংখ্য কালজয়ী বাংলা গানের শিল্পী ছিলেন তিনি, তবে ১৯৪৮ সালে রেকর্ড করা “চিঠি” “তুমি আজ কত দূরে” গানটি তাকে গানের জগতে অমরত্ব এনে দেয়।
১৯২০ সালের এই দিনে বাঙালি কবি,কথা-সাহিত্যিক ও নাট্যকার শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কলকাতার কালীঘাটের ১০/১০ নেপাল ভট্টাচার্য স্ট্রিটের মামার বাড়িতে জন্ম গ্রহন করেন। তার রচনার ভান্ডাল বিশাল । তবে ১৮৮৮ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার 'বন্দরে বন্দরে’ উপন্যাসের জন্য তাকে বঙ্কিম পুরস্কারে সম্মানিত করে ।
১৯৪২ সালের এই দিনে জন্ম নেন রিচার্ড হাট। তিনি ছিলেন ইংরেজ ক্রিকেটার। ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন।
ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও চিত্র সম্পাদক রাকেশ রোশন ১৯৪৯ সালের এই দিনে মুম্বাইতে তৎকালীন বোম্বেতে জন্ম গ্রহন করেন। তিনি অসংখ ছবিতে অভিনয় ও পরিচালকের ভ’মিকা পালন করেছেন। আর তার অসামান্য কৃতিত্বের জন্য তিনি জাতীয় পুরস্কারসহ বহু পুরস্কার লাভ করেন।
![]() |
রাকেশ রোশন |
১৯৬৮ সালে এই দিনে জন্ম নেন সাঈদ আনোয়ার। তিনি ছিলেন একজন পাকিস্তানি ক্রিকেটার।
ইংরেজ অভিনেতা, প্রযোজক, সঙ্গীতজ্ঞ ও ডিজে ইদ্রিস এলবা ১৯৭২ সালের আজকের দিনে জন্ম গ্রহন করেন। বিবিসি ধারাবাহিক লুথার-এ জন লুথার এবং জীবনীনির্ভর চলচ্চিত্র ম্যান্ডেলাতে নেলসন ম্যান্ডেলা চরিত্রে অভিনয়ের জন্য বিশ^বাসীর কাছে পরিচিত হয়ে আছেন।
১৯৭৬ সালের এই দিনে লন্ডনের ইসলিংটনে জন্ম নেন ইংরেজ অভিনেত্রীনাওমি হ্যারিস । নাওমি হ্যারিস নয় (০৯) বছর বয়স থেকে টেলিভিশনে অভিনয় শুরু করেন। গোল্ডেন গেøাব পুরস্কার, বাফটা পুরস্কার ও একাডেমি পুরস্কার সহ বহু পুরস্কার পান তিনি।
![]() |
নাওমি হ্যারিস |
মৃত্যু/ Death:
নোবেল বিজয়ী ফরাসি সাহিত্যিক সুলি প্রæদোম /mywj cÖæ‡`vg(১৮৩৯ - ১৯০৭) ১৯০৭ সালের এই দিনে মারা যান।
১৯৫৯ সালের এই দিনে মারা যান এডমুন্ড গোয়েন, (১৮৭৭ - ১৯৫৯)তিনি ছিলেন একজন ইংরেজ অভিনেতা। অ্যালফ্রেড হিচকক পরিচালিত চারটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। তিনি একাডেমিক , গেøাব পুরস্কার সহ নানা পুরস্কার লাভ করেন।
প্রখ্যাত বাঙালি সেতার ও সানাই বাদক ও সঙ্গীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁ মারা যান ১৯৭২ সালের আজকের দিনে ।
খ্যাতনামা গণিতের অধ্যাপক অনিলেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় (১৮৯২ - ১৯৮২) ১৯৮২ সালের এই দিনে মারা যান। তিনি নোবেলজয়ী বিজ্ঞানী আবদুস সালামের শিক্ষক।
১৯৮৯ সালের এই দিনে মারা যান বাংলাদেশী চিকিৎসক এবং বাংলাদেশ ডায়াাবেটিক সমিতির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইব্রাহিম । ইব্রাহিম ১৯৬৫ সালে ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠা করেন যা বর্তমানে বারডেম হাসপাতাল নামে পরিচিত। ডায়াবেটিকস রোগ সম্পর্কে গনসচেতনতা ও এর প্রতিকারে তার অবদান অনস্বীকার্য। চিকিৎসা শাস্ত্রে বিশেষ অবদানের জন্য তৎকালীন পাকিন্তান সরকার ১৯৬৩ সালে তাকে সিতারা-ই-খিদমত উপাধীতে ভূষিত করেন। চিকিৎসাবিদ্যায় অসাধারণ অবদানের জন্য ১৯৭৮ সালে দেশের “সর্বোচ্চ বেসামরিক পুরস্কার” হিসাবে পরিচিত “স্বাধীনতা পুরস্কার” ও প্রদান করা হয়।
১৯৯০ সালের এই দিনে মারা যান স্যার লিওনার্ড লেন হাটন( লেন হাটন ( ১৯১৬ -১৯৯০ )। তিনি একজন ইংরেজ ক্রিকেটার। তিনি ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন। ১৯৫২ সালে বিংশ শতকের প্রথম পেশাদার ক্রিকেট অধিনায়নকত্ব করেন।
ভারতীয় সঙ্গীত পরিচালক সলিল চৌধুরী মারা যান ১৯৯৫ সালের আজকের এই দিনে।
১৯৯৬ সালের এই দিনে মারা যান বাংলাদেশী চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা সালমান শাহ (১৯৭১ - ১৯৯৬)। তার প্রকৃত নাম ছিল চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। কেয়ামত থেকে কেয়মত ছবির মধ্যে দিয়ে তার চলচিত্রে প্রবেশ। তিনি সর্বমোট ২৭ টি ছবিতে অভিনয় করেছেন এবং সবকটি ছবি ই তার ব্যবসা সফল।
![]() |
সালমান শাহ |
জাপানি চলচ্চিত্র পরিচালক আকিরা কুরোসাওয়া ( ১৯১০ - ১৯৯৮) মারা যান ১৯১৮ সালের আজকের এই দিনে। তিনি চলচিত্র একাডেমি পুরস্কার সহ আন্তর্জাতিক বহু পুরস্কার পান।
২০১৭ সালের এই দিনে মারা যান লতফি জাদেহ ( ১৯২১ - ২০১৭) । তিনি ছিলেন ইরানী ও আজারবাইজানী বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী। কম্পিউটার এর যুক্তিবিদ্যা শাখার জনক হিসেবে পরিচিত।
পৃথিবীতে ঘটা উল্লেখ যোগ্য ঘটনাবলীর সারাংস /Past Event Summary:
১৬৫৭ সালের এই দিনে মোগল সম্রাট শাহজাহান আকস্মিক অসুস্থ হয়ে পরলে সিংহাসন নিয়ে পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে সংঘর্ষ বাধে।
১৭১৬ সালের এই দিনে বোস্টনে প্রথম বাতিঘর স্থাপিত হয়।
ভারতের হুগলীতে প্রথম বাংলা ছাপাখানা স্থাপিত হয় ১৭৭৮ সালের এই দিনে।
লন্ডনে ব্রিটেনের প্রথম টেলিফোন একচেঞ্জ স্থাপিন করা হয় ১৮৭৯ সালের আজকের দিনে।
ইংল্যান্ডে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ শুরু হয় ১৮৮০ সালের এই দিনে।
১৯০৫ সালের এই দিনে আটলান্টা জীবন বীমা কম্পানি প্রতিষ্ঠিত হয়।
প্রথম পাক-ভারত যুদ্ধ সংঘটিত হয় ১৯৬৫ সালের আজকের এই দিনে।
১৯৬৮ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকার দেশ সোয়াজিল্যান্ড পরাধীনতার হাত থেকে বৃটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৯৮ সালের এই দিনে বঙ্গবন্ধুকে শেখ মজিবুর রহমানকে ডায়াবেটিক সোসাইটির মরণোত্তর স্বর্ণপদক প্রদান, প্রথমবারের মতো স্বর্ণপদক প্রদান শুরু হয় দেশে।
পালিত দিবস/Days:
এই দিনটি ডায়াবেটিস সেবা দিবস হিসেবে পালিত হয়।
miKvix QwzU/Official Holydays:
এই দিনে অন্যান্য দেশে ছুটি থাকলেও বংলাদেশে সরকারি কোন ছুটি নাই।
অন্যান্য/Others:
আজকের এই দিনে বিশে^ নামকরা লোকেদের মধ্যে বেশীর ভাগ ই জন্ম গ্রহন করেছেন নোবেল বিজয়ী ও বিজ্ঞানী এবং চলচিত্র অভিনেতা ও পরিচালক। এই দিনে মারা যান টিভি ব্যক্তিত্ব, অভিনেতা, পরিচালক ও সঙ্গিত শিল্পিসহ নোবেল বিজয়ীদের একজন। ৬ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪৯তম (অধিবর্ষে ২৫০তম) দিন। বছর শেষ হতে আপনাকে গুনতে হবে আরো ১১৬ দিন।
পরিশেষ/ Conclusion:
ভুল ত্রæটি( ÎæwU)ক্ষমা যোগ্য। আমি শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্য গুলি সংগ্রহ করে একত্রিভুত করেছি আমার লেখার দ্বারা আমার বøগে, সবার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে। ভুল-ত্রæটি কিংবা সংযোজন-বিয়োজন প্রতি বছর আপডেট করব ইনশাল্লাহ্ আপনাদের সহযোগিতা পেলে।
Comments
Post a Comment