Diary of September 10-১০ সেপ্টেম্বরের দিনলিপি-
10th
September, Saturday
আজ-শনিবার
২৬শে ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ,
১০ই সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,
১৩ই সফর ১৪৪৪ হিজরি।
ভুমিকা/ Introduction:
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।
ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।
আজকের দিনের তারিখ সময় লগ্নসহ সংক্ষিপ্ত বর্ণনা পঞ্জিকা থেকে। মঙ্গলবার, পহেলা (১লা) ডিসেম্বর ২০২২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
জন্ম/Birth:
২৬শে ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ,
১০ই সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,
১৩ই সফর ১৪৪৪ হিজরি।
শনিবার, আজ যাদের শুভ জন্মদিন তাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। অনাবিল সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক তাদের জীবন। চারপাশ ঘিরে থাক খুশির আভা। সুস্থ্য সুন্দর জীবন নিয় বেঁচে থাকুন তারা হাজার বছর।
১৭৭১ সালের আজকের এই দিনে জন্ম গ্রহন করেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা আবিষ্কারক অভিযাত্রী মঙ্গো পার্ক।
মার্কিন পদার্থবিজ্ঞানী ও দার্শনিক চার্লস স্যান্ডার্স পেয়ার্স জন্ম নেন ১৮৩৯ সালের এই দিনে
১৮৭২ সালের এই দিনে জন্ম গ্রহন করেন কিংবদন্তী ক্রিকেটার ও ভারতীয় রাজা - কুমার শ্রী রঞ্জিতসিংজী । ১৮৯৬ সালে অসামান্য ক্রীড়াশৈলী দেখানোর কারণে ১৮৯৭ উইজডেন কর্তৃক তিনি বর্ষসেরা ক্রিকেটার মনোনীত হন।
ভারতের স্বাধীনতা সংগ্রামী ও আধুনিক ভারতের রূপকার গোবিন্দবল্লভ পন্থ ১৮৮৭ সালের এই দিনে জন্ম নেন।
বাঙালি শিশুসাহিত্যিক পুণ্যলতা চক্রবর্তী ১৮৮৯ সালের আজকের এই দিনে জন্ম গ্রহন করেন। তার আদি বাস ছিল বর্তমান বাংলাদেশের কিশোরগঞ্জের মসুয়ায়। তার পিতা বিখ্যাত শিশুসাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী ও যন্ত্রকুশলী উপেন্দ্রকিশোর রায়চৌধুরী।
১৮৯০সালের এই দিনে জন্ম নেন অসিত কুমার হালদার। তিনি বাংলা স্কুলের ভারতীয় চিত্রশিল্পী এবং শান্তিনকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম সহকারী ছিলেন।
মার্কিন পদার্থবিজ্ঞানী আর্থার কম্পটন ১৮৯২ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে জন্ম গ্রহন করেন। ১৯২৭ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন তকম্পটন ক্রিয়া আবিষ্কারের জন।
প্রখ্যাত বাঙালী সঙ্গীতশিল্পী ও সুরকার ধনঞ্জয় ভট্টাচার্য ১৯২২ সালের এই দিনে জন্ম গ্রহন করেন।
১৯৪১ সালের এই দিনে জন্ম নেন বাংলাদেশের প্রবীণ অভিনয় শিল্পী ও একুশে পদকে ভ’ষিত এটিএম শামসুজ্জামান। তিনি বাংলা ছায়াছবিতে মূলত রম্যরসাত্মক চরিত্রে বেশি অভিনয় করতেন। তিনি অসংখ ছবিতে কাজ করেছেন।
১৯৮৬ সালের এই দিনে জন্ম আয়ারল্যান্ডে নেন ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ইয়ন মর্গ্যান।
![]() |
ইয়ন মর্গ্যান |
ইংরেজ নারীবাদী লেখিকা মেরি ওলস্টোনক্রাফট (১৭৫৯ - ১৭৯৭) ১৭৯৭ সালের এই দিনে মারা যান । তিনি ছিলেন একজন ইংরেজ নারীবাদী লেখিকা। তার সাহিত্য জীবন ছিল ক্ষণস্থায়ী, মাত্র ৯ বছর জুড়ে ছিল তার ব্যাপ্তি। এই স্বল্প সময়ে তিনি নারীবাদ সহ দর্শন, শিক্ষা, রাজনীতি, ধর্ম, ইতিহাস, ইত্যাদি বিষয় নিয়ে লেখালেখি করে খ্যাতি লাভ করেছেন।
![]() |
মেরি ওলস্টোনক্রাফট |
১৮০৬ সালের এই দিনে মারা যান ইয়োহান ক্রিস্টফ আডেলুং( ১৭৩২ - ১৮০৬)। তিনি ছিলেন একজন জার্মান ব্যাকরণবিদ ও ভাষাবিজ্ঞানী।
১৯১৫ সালের এই দিনে মারা যান ভারতের একজন বাঙালী বিপ্লবী যার নাম বাঘা যতীন।
বাংলা ভাষার শ্রেষ্ঠ শিশু সাহিত্যিক সুকুমার রায় (১৮৮৭ - ১৯২৩) ১৯২৩ সালের আজকের এই দিনে মারা যান। ভারতীয় বাংলা সাহিত্যে "ননসেন্স ছড়া"র প্রবর্তক।
![]() |
সুকুমার রায় |
সুকুমার রায় ছিলেন একাধারে লেখক, ছড়াকার, শিশুসাহিত্যিক, রম্যরচনাকার, প্রাবন্ধিক, নাট্যকার ও সম্পাদক। তিনি ছিলেন জনপ্রিয় শিশুসাহিত্যিক উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর সন্তান ও তার সন্তান খ্যাতিমান ভারতীয় চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। তার লেখা কবিতার বই আবোল তাবোল, গল্প হ-য-ব-র-ল, গল্প সংকলন পাগলা দাশু জগৎ বিখ্যাত।
১৯৭৫ সালের আজকের দিনে মৃত্যু বরণ করেন ইংরেজ পদার্থ বিজ্ঞানী ও নোবেল বিজয়ী জর্জ প্যাগেট থমসন । ইলেকট্রন অপবর্তন আবিষ্কারের মাধ্যমে স্মরণীয় হয়ে আছেন।
পুরো পৃথিবীতে ঘটা উল্লেখ যোগ্য ঘটনাবলীর সারাংস/Past Events:
১৭৯৪ সালের এই দিনে কলকাতায় বিলাতের অনুরূপ মিউনিসিপ্যাল স্বাস্থ্যবিধি নিয়ম চালু হয়।
দক্ষিণ আমেরিকার একাধিক দেশের স্বাধীনতার অগ্রাধিনায়ক সিমন বলিভার পেরুর রাষ্ট্রপতি হন ১৮২৩ সালের এই দিেেন।
অষ্ট্রিয়ার সম্রাজ্ঞী এলিজাবেথকে হত্যা করা হয় ১৮৯৮ সালের এই দিনে।
১৯১৯ সালের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্র ও সহযোগী শক্তিদের সাথে অস্ট্রিয়ার সাঁ-জের-মা চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৩৯ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কানাডা জার্মানীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে । এবং এ জোটে যোগ দেয় যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড।
১৯৭৪ সালের আজকের দিনে আফ্রিকার দেশ গিনি-বিসাউ স্বাধীনতা লাভ করে পর্তুগালের কাছ থেকে ।
যুগোশ্লাভিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে ম্যাসিডোনিয়া তাদের স্বাধীনতা ঘোষণা করে ১৯৯১ সালের এই দিনে।
দীর্ঘ ৪৫ বছরের বৈরিতার অবসান ঘটিয়ে ইসরাইল ও পিএলও পরস্পরকে স্বীকৃতি দেয় ১৯৯৩ সালের আজকের দিনে।
২০০২ সালের এই দিনে সুইজারল্যান্ড জাতিসংঘের ১৯০তম সদস্য পদ লাভ করে।
বিজ্ঞানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত লার্জ হ্যাড্রন কলাইডার চালু করা হয় ২০০৮ সালের এই দিনে।
পালিত দিবস/Days:
এই দিনটিকে আন্তর্জাতিক আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসেবে পালিত করা হয় ।
দারিদ্রের বিরুদ্ধে সাদা ফি দিবস বলা হয় এই দিনটিকে।
সরকারী ছুটি/ Gov. Holydays:
অন্যান্য দেশে ছুটি থাকলেও বাংলাদেশে আজকে কোন ছুটি নাই, শিক্ষা প্রতিষ্ঠান ব্যতিত।
অন্যান্য/ Others:
আজকের দিনে বিশে^ নানা প্রতিভার মধ্যে সঙ্গতি শিল্পী,অভিনয় শিল্পী, সাহিত্যি, বিজ্ঞানীর জন্ম হয়। এই দিনে মারা যান বিখ্যাত শিশু সাহিত্যি সুকুমার সহ একজন লেখিকাও ভাষা বিজ্ঞানী ও একজন নারীবাদী লেখিকা। ১০ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৫৩তম (অধিবর্ষে ২৫৪তম) দিন। বছর শেষ হতে আপনাকে গুনতে হবে আরো ১১২ দিন।
পরিশেষ/ Conclusion:
ভুল ত্রæটি ক্ষমা যোগ্য। আমি শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্য গুলি সংগ্রহ করে একত্রিভুত করেছি আমার লেখার দ্বারা আমার বøগে, সবার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে। ভুল-ত্রæটি কিংবা সংযোজন-বিয়োজন প্রতি বছর আপডেট করব ইনশাল্লাহ্ আপনাদের সহযোগিতা পেলে।
Comments
Post a Comment