Diary of September 3-৩ সেপ্টেম্বর এর দিনলিপি

3rd September, Saturday

আজ-শনিবার

১৯ই ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ,

০৩ সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,

৬ই সফর ১৪৪৪ হিজরি।


ভ’মিকাঃ Introduction:

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজকের দিনের তারিখ সময় লগ্নসহ সংক্ষিপ্ত বর্ণনা পঞ্জিকা থেকে। মঙ্গলবার, পহেলা (১লা) ডিসেম্বর ২০২২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।


জন্ম / Born:

১৯ই ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ,

০৩ সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,

৬ই সফর ১৪৪৪ হিজরি।

শনিবার, আজ যাদের শুভ জন্মদিন তাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। অনাবিল সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক তাদের জীবন। চারপাশ ঘিরে থাক খুশির আভা। সুস্থ্য সুন্দর জীবন নিয় বেঁচে থাকুন তারা হাজার বছর। 


     ১৮৫৬ সালের এই দিনে জস্ম গ্রহন করেন লুইস হেনরি সালিভ্যান। তিনি ছিলেন একজন সনাম ধন্য মার্কিন স্থপতি ।

     ভারতীয় বাঙালি দার্শনিক, শিক্ষাবিদ ও আচার্য ব্রজেন্দ্রনাথ শীল ভারতের হুগলী জেলার হরিপালে জন্ম গ্রহন করেন ১৮৬৪ সালের এই দিনে। তিনি ছিলেন একজন বাঙালি দার্শনিক ও বহুবিদ্যাবিশারদ পন্ডিত। অসামান্য মেধা ও পান্ডিত্যের অধিকারী ব্রজেন্দ্রনাথ তার আদর্শ চরিত্রের জন্য আচার্য্য উপাধিতে ভূষিত হয়েছিলেন। তার অসাধারণ মেধার জন্য তাকে চলমান বিশ্ববিদ্যালয় বলা হতো। তার মৃত্যুতে শোক জানাতে গিয়ে কবি সুধীন্দ্রনাথ দত্ত বলেন, ‘সক্রেটিসের পরিবারের শেষ প্রদীপও নিভে গেল!’

     ১৮৯৮ সালের আজকের এই দিনে জন্ম নেন বিশিষ্ট রাজনীতিক, সাংবাদিক ও লেখক আবুল মনসুর আহমদ

     নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রেলীয় জীববিজ্ঞানী ফ্র্যাঙ্ক ম্যাকফারলেন বার্নেট জন্ম গ্রহন করেন ১৮৯৯ সালের এই দিনে। তিনি ছিলেন একজন ভাইরাসবিদ , যিনি ১৯৬০ সালে ইমিউনোলজিক্যাল টলারেন্স (Immunological tolerance) বিষয়ে তার গবেষণা কর্মের জন্য চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পান।

     নোবেল পুরস্কার বিজয়ী কার্ল ডেভিড অ্যান্ডারসন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে এক সুয়েডীয় অভিবাসী পরিবারে জন্ম গ্রহন করেন ১৯০৫ সালের এই দিনে।  তিনি ছিলেন মার্কিন পরীক্ষণমূলক পদার্থবিজ্ঞানী। পজিট্রন আবিষ্কারের জন্য তিনি বিশ^ বিখ্যাত হয়ে আছেন। এই আবিষ্কারের জন্য তিনি ১৯৩৬ সালে বিজ্ঞানী ভিক্টর ফ্রান্ৎস হেস-এর সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেন।

     ১৯০৫ সালের এই দিনে জন্ম নেন নিউজিল্যান্ডীয়  ক্রিকেটার, জন মিলস। তিনি ছিলেন একজন  আন্তর্জাতিক ক্রিকেটার। ১৯৩০ থেকে ১৯৩৩ সময়কাল পর্যন্ত নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। তিনি দলে মূলতঃ বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতেন ।

     ভারতীয় সংস্কৃতির সর্বকালের অন্যতম জনপ্রিয় বাঙালি অভিনেতা মহানায়ক উত্তম কুমার ১৯২৬ সালের এই দিনে জন্ম গ্রহন করেন, তার প্রকৃত নাম অরুকুমার চট্টোপাধ্যায়। তিনি একাধারে একজন ভারতীয়-বাঙালি চলচ্চিত্র অভিনেতা, চিত্রপ্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার, সঙ্গীত পরিচালক ও গায়ক। বাংলা চলচ্চিত্র জগতে তাকে 'মহানায়ক আখ্যা দেওয়া হয়েছে। তিনি হলেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে  সফল ও সবচেয়ে জনপ্রিয় অভিনেতা। 

উত্তম কুমার 

উত্তম কুমার তাঁর চলচ্চিত্র জীবনে ১৯৫৭ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত  তিনি অগনিত পুরস্কার পেয়েছেন। যার মধ্যে পাঁচবার জাতীয় পুরস্কার, আটবার বিএফজেএ পুরস্কার ও তিনবার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন।  আর ১৯৭৫ সালে মহানায়ক উপাধি লাভ (সংসদে ঘোষিত হয়) লাভ করেন।

     ১৯৩৭ সালের এই দিনে জন্ম নেন ভারতীয় বাঙালি অভিনেতা তপেন চট্টোপাধ্যায়।  তিনি সত্যজিত রায়ের অনেক চলচ্চিত্রে অভিনয় করেছেন, বিশেষত গুপী গাইন বাঘা বাইন-এর (১৯৬৮) গুপী গাইনে'র চরিত্রে অভিনয় করেছেন। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন যোগ্যতাসম্পন্ন প্রকৌশলী  তিনি রাজস্থানে চাকরি করতেন। পরবর্তীতে কলকাতা ফিরে আসেন এবং সত্যজিত রায়ের বাংলা পত্রিকা সন্দেশে যোগদান করেন।

     ১৯৪০ সালের এই দিনে জন্ম নেন ইংরেজ অভিনেত্রী, নাইটহুড প্রাপক পলিন কলিন্স। তিনি ছিলেন মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের একজন অভিনেত্রী। তিনি আপস্টেয়ার্স, ডাউনস্টেয়াস এ সারা মোফাট চরিত্রে অভিনয় করে পরিচিতি অর্জন করেন। ১৯৯২ সালে তার আত্মজীবনী লেটার টু লুইস প্রকাশিত হয়। ২০০১ সালে তিনি অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ারের কমান্ডার উপাধিতে ভূষিত হন।

পলিন কলিন্স

কলিন্স শার্লি তার সেরা অভিনয়ের জন্য নানা পুরস্কার অর্জন করেন। তার মধ্যে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কার ও গোল্ডেন গেøাব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

     মার্কিন অভিনেত্রী ও মডেল ভ্যালেরি পেরিন ১৯৪৩ সালের এই দিনে টেক্সাস অঙ্গরাজ্যের গেল্ভস্টনে জন্ম গ্রহন করেন। ১৯৭০-এর দশকের অন্যতম যৌন আবেদনের প্রতীক ছিলেন পেরিন এবং তার সৌন্দর্য তাকে হলিউডে স্থান করে দেয়। তিনি লেনি (১৯৭৪) চলচ্চিত্রে হানি ব্রুস চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ সম্ভাবনাময় নবাগত অভিনেত্রী বিভাগে বাফটা পুরস্কার ও কান চলচ্চিত্র উৎসব হতে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার অর্জন করেন।

     ইংরেজ ক্রিকেটার জিওফ আর্নল্ড ১৯৪৪ সালের এই দিনেই জন্ম তিনি একজন  ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ও  ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য। ১৯৭১ সালে সারে দলের কাউন্টি চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় লাভে প্রভূতঃ ভূমিকা রাখেন।

     ম্যান বুকার পুরস্কার বিজয়ী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন সাহিত্যিক, কিরণ দেসাই ১৯৭১ সালের এই দিনে ভারতের চন্ডিগড়ে জন্ম গ্রহন করেন। তিনি দ্য ইনহেরিটেন্স অফ লস উপন্যাসের জন্য ২০০৬ সালে ম্যান বুকার পুরস্কার এবং ন্যাশনাল বুক ক্রিটিকস সার্কেল ফিকশন পুরস্কার লাভ করতে সক্ষম হন।

     ১৯৭৯ সালের এই দিনে জন্ম নেন হুলিও সিজার। তিনি ছিলেন একজন ব্রাজিলীয় ফুটবলার। তিনি বাজিল জাতীয় ফুটবল দলের হয়ে সর্ব মোট ৬৭টি খেলায় গোলরক্ষকের ভূমিকা পালন করেছেন। 

     ১৯৯০ সালের এই দিনে জন্ম গ্রহন করেন পল স্টার্লিং। তিনি একজন আয়ারল্যান্ডীয় ক্রিকেটার। পল উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে জন্ম গ্রহন করেন। আয়ারল্যান্ড ক্রিকেট দলের তিনি অন্যতম একজন সদস্য।


মৃত্যু /Death:

     ১৬৫৮ সালের এই দিনে অলিভার ক্রমওয়েলের মৃত্যু।

     ১৮৮৩ সালে মৃত্যু বরণ করেন রাশিয়ার বিশিষ্ট লেখক ইভান তুর্গেনেভ

     ১৯৩৩ সালের আজকের দিনে মারা যান মৃগেন্দ্রনাথ দত্ত (১৯১৫-১৯৩৩)। তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী। 

     মার্কিন কবি ই ই কামিংস মারা যান ১৯৬২ সালের আজকের ই এই দিনে। 

     ১৯৬৩ সালের এই দিনে মারা যান আইরিশ কবি ও নাট্যকার ফ্রেডেরিখ ম্যাকনিস।

     ভিয়েতনামের বিপ্লবী জননেতা হো-চি-মিন মৃত্যু বরণ করেন ১৯৬৯ সালের আজকের এই দিনে।

     ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা অনুপ কুমার (১৯৩০-১৯৮৮) মারা যান ১৯৯৮ সালের এই দিনে। মূলতঃ তিনি ছিলেন একজন থিয়েটারকর্মী। তিনি ১৯৬৪ খ্রিস্টাব্দে "পলাতক" ছাযাছবিতে শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে 'বিএফজেএ'পুরস্কার পান।

অনুপ কুমার

১৯৮৮ খ্রিস্টাব্দে স্টার থিয়েটার থেকে পান রূপার পদক। আরো নানা পুরষ্কার সহ ১৯৯৭ সালে শ্রেষ্ঠ পরিচালকের স্বীকৃতিও পান তিনি। 

     ভারতীয়  বাঙালি পদার্থবিজ্ঞানী অশেষ প্রসাদ মিত্র (১৯২৭ - ২০০৭) ২০০৭ সালের এই দিনে মৃত্যু বরণ করেন। তিনি ছিলেন একজন পদার্থ বিজ্ঞানী,  যিনি ভারতের দিল্লিতে জাতীয় পদার্থবিদ্যার পরীক্ষাগারের নেতৃত্ব দিয়েছিলেন এবং বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিলের (সিএসআইআর) মহাপরিচালক ছিলেন।

     ২০০৮ সালের এই দিনে মারা যান বাংলাদেশী কবি, সাহিত্যিক ও ভাষাবিজ্ঞানী মোহাম্মদ মনিরুজ্জামান (১৯৩৬-২০০৮)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ছিলেন তিনি। তার উল্লেখ যোগ্য নানা কাব্য গ্রন্থ- কিশোর সাহিত্য,জনপ্রিয় গান ও গবেষণা লব্ধ বই বিদ্যমান। অনন্য কৃতিত্বের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৯৭২ ও একুশে পদক, ১৯৮৭ সালে অর্জন করেন। 

মোহাম্মদ মনিরুজ্জামান 

     ২০১৮ সালের এই দিনে মারা যান বাংলাদের মহান মুক্তিযুদ্ধের একজন বীরাঙ্গনা যার নাম- রমা চৌধুরী (১৯৪১ - ২০১৮। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নির্যাতিত একজন বীরাঙ্গনা। ১৯৭১ সালের ১৩ মে ভোরে তিনি পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নিজ বাড়িতে নির্যাতনের শিকার হন ও সম্ভ্রম হারানোর পর পাকিস্তানি দোসরদের হাত থেকে পালিয়ে পুকুরে নেমে আত্মরক্ষা করেন।

 রমা চৌধুরী

পুরো পৃথিবীতে ঘটা উল্লেখ যোগ্য ঘটনাবলীর সারাংস / Summary of events:

     ৩৩ খ্রিস্টপূর্ব এই দিনে  নওলোচাসের যুদ্ধে অষ্টাভিয়ের অ্যাডমিরাল মার্কাস ভিপাসানিয়াস আগ্রিপ্পা পম্পরের পুত্র সেক্সটাস পম্পিকে পরাজিত করেন।

     ৩০১ খ্রিস্টপূর্ব এই দিনে সান মেরিনো, বিশ্বের অন্যতম ক্ষুদ্র দেশ এবং বিশ্বের বিদ্যমানতম প্রজাতন্ত্র এখনও বিদ্যমান, সেন্ট মেরিনাস প্রতিষ্ঠিা লাভ করে। 

     ৫৯০ খ্রিস্টাব্দে এই দিনে পোপ গ্রেগরি আইয়ের গ্রেপ্তার।

     ৬৭৩ খ্রিস্টাব্দের এই তারিখে ভিসিগথসের রাজা ওয়াম্বা নেমেসের (ফ্রান্স) গভর্নর ও সিংহাসনের প্রতিদ্বন্দ্বী হিল্ডারিকের বিদ্রোহ স্থাপন করেছিলেন।

     ৮৬৩ খ্রিস্টাব্দের এই দিনে আরব অভিযানের বিরুদ্ধে লালাকাঁর যুদ্ধে মেজর বাইজান্টাইন জয় পায়।

     ইংল্যান্ডের রিচার্ড প্রথম ওয়েস্টমিনস্টারে মুকুট পান ১১৮৯ সালের এই দিনে। 

     ১২৬০ সালের এই দিনে প্যালেস্টাইনের আইন জলুতের যুদ্ধে মামলুকরা মঙ্গোলদের পরাজিত করে। করে।

     ১৪১১ সালের আজকের দিনে সিলিম্ব্রিয়ার চুক্তি অটোমান সাম্রাজ্য এবং ভেনিস প্রজাতন্ত্রের মধ্যে সমাপ্ত হয়।

     ১৬৫০ সালের আজকের দিনে ডানবারের যুদ্ধে রাজতন্ত্রীদের বিরুদ্ধে বিজয়।

     ১৬৫১ সালের এই দিনে ওয়ার্সেস্টারের যুদ্ধ তিনটি কিংডমের যুদ্ধের সর্বশেষ উল্লেখযোগ্য ক্রিয়-কলাপ।  

       দ্য রয়্যাল এক্সচেঞ্জ লন্ডনের গ্রেট ফায়ারে জ্বলে উঠেছিল  ১৬৬৬ সালের এই দিনে।

     ১৭৫২ সালের এই দিনে  ব্রিটেনে জুলীয় ক্যালেন্ডারের জায়গায় জর্জীয় ক্যালেন্ডার প্রবর্তিত হয়।

     কোচ ব্রিজের যুদ্ধের সময়, মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা প্রথমবারের মতো যুদ্ধে উড়েছিল ১৭৭৭ সালের এই দিনে। 

     ১৭৮৩ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং গ্রেট ব্রিটেনের কিংডম প্যারিসের চুক্তি স্বাক্ষরের মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটে।

     ১৭৯৮ সালের এই দিনে সেন্ট জর্জের কেয়ের সপ্তাহব্যাপী যুদ্ধ সংঘটিত হয়েছিল স্পেন ও ব্রিটেনের মধ্যে বেলিজ উপকূলে।

     ইন্ডিয়ানাতে কবুতর রুস্ট গণহত্যাতে চব্বিশ জন বন্দী নিহত হয়েছিলেন ১৮১২ সালের এই দিনে। 

     আলবেনিয়ার প্রিন্স উইলিয়াম ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হন ১৮১৪ সালের এই তারিখে।

     ১৮৩৮ সালের এই দিনে দাসত্ব থেকে রক্ষা পেয়েছিল ভবিষ্যত বিলোপবাদী ফ্রেডরিক ডগলাস 

     ১৮৪৩ সালের এই দিনে  এথেন্সে এক বিদ্রোহের পরে গ্রিসের রাজা অটো একটি সংবিধান দিতে বাধ্য হয়।

     ১৮৫৫ সালে আমেরিকান ভারতীয় যুদ্ধসমূহ।  নেব্রাস্কাতে, মার্কিন যুক্তরাষ্ট্রের জেনারেল উইলিয়াম এস হার্নির নেতৃত্বে ৭০০ সেনা গ্রেটটেন গণহত্যার প্রতিশোধ নিতে একটি সাইউক্স গ্রামে আক্রমণ চালিয়ে ১০০ জন পুরুষ, মহিলা এবং শিশুদের নির্বিচারে হত্যা করেছিল এই দিনে। 

     ১৮৫৯ সালের এই দিনে  মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক ‘শর্মিষ্ঠা’ প্রথম অভিনীত হয়।

     ১৮৬১ সালের ৩ সেপ্টেম্বর তারিখে কনফেডারেট জেনারেল লিওনিদাস নিরপেক্ষ কেনটাকি আক্রমণ করেন

     ১৮৬৬ সালের এই দিনে জেনেভায় কার্ল মার্কসের নেতৃত্বে আন্তর্জাতিক শ্রমজীবী সংঘের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়।

     ১৮৭৫ সালের এই দিনে পোলো প্রথম অফিশিয়াল খেলা পরিচয় হওয়ার পরে আর্জেন্টিনায় খেলা হয়।

     ১৮৭৮ সালের আজকের দিনে  জনাকীর্ণ আনন্দের নৌকো প্রিন্সেস অ্যালিস থেমস নদীর বাইওয়াল ক্যাসেলের সাথে সংঘর্ষ বেধে গেলে তাতে ৬৪০ এর বেশি লোক মারা যান।

     ১৮৭৯ সালের এই দিনে ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার লুই কাভাগনারি এবং ৭২২ জন গাইডকে কাবুলে ব্রিটিশ রেসিডেন্সির পক্ষ থেকে রক্ষা করার সময় আফগান সেনারা হত্যা করেছিল।

     আলবেনিয়ার যুবরাজ উইলিয়াম তার শাসনের বিরোধিতার কারণে মাত্র ছয় মাস পরে দেশ ত্যাগ করেন ১৯১৪ সালের এই দিনে। 

     ১৯১৪ সালের এই দিনে ফরাসী সুরকার আলবারিক ম্যাগনার্ড জার্মান সৈন্যদের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে তাদের সম্পত্তি রক্ষার জন্য নিহত হন।

     ১৯১৪ সালের এই দিনে শুরু হয় পৃথিবীতে  প্রথম বিশ্বযুদ্ধ। ন্যানসি শহরের নিকটবর্তী উচ্চ স্থানে ফরাসি অবস্থানের বিরুদ্ধে জার্মান আক্রমণ।

     ১৯১৬ সালের এই দিনে লিফার রবিনসন লন্ডনের উত্তরে কাফলির উপর দিয়ে জার্মান বিমান চলাচল-ল্যাঞ্জ এসএল ১১ ধ্বংস করেছিলেন।  ব্রিটিশ মাটিতে প্রথম জার্মান বিমান চালানো হয়েছিল।

     ১৯১৮ সালের আজকের দিনে আমেরিকা চেকো¯øাভাকিয়াকে স্বীকৃতি দেয় ।

     ১৯১৮ সালের এই দিনে  ঐতিহাসিক দামেস্ক শহর বৃটিশ সৈনরা দখলে নেয়।

     ১৯২৫ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান, ইউএসএস শেনানডোহাকে নোবেল কাউন্টি, ওহাইওয়ের একটি স্কল লাইনে ধ্বংস করা হয়েছিল।

     ১৯৩৯ সালের এই দিনে শুরু হয় বিশে^ দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ফ্রান্স, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া, পোল্যান্ড আক্রমণ করার পরে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মিত্র দেশ গঠন করে। যুক্তরাজ্য এবং ফ্রান্স জার্মানির একটি নৌ অবরোধ শুরু করে যা যুদ্ধের শেষ অবধি স্থায়ীত্ব পায়। এটি আটলান্টিক যুদ্ধের সূচনাও চিহ্নিত করে।

     ১৯৪২ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এর আগত তরলকরণের খবরের প্রতিক্রিয়ায় ডভ লোপাটিন লখভা (বর্তমান বেলারুশ) এর ঘেটে একটি বিদ্রোহের নেতৃত্ব দেয়। 

     ১৯৪৩ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুেদ্ধ ব্রিটিশ এবং কানাডিয়ান সেনারা ইটালিতে অবতরণ করে।

     ১৯৪৪ সালের এই দিনে ডায়রিস্ট অ্যান ফ্র্যাঙ্ক এবং তার পরিবারকে ওয়েস্টারবার্কের ট্রানজিট শিবির থেকে আউশভিটস কনসেন্ট্রেশন ক্যাম্পের শেষ পরিবহণ ট্রেনে রেখে তিন দিন পরে পৌঁছে দেয়া হয়।

     ১৯৪৫ সালের আজকের দিনে জাপান দিবসকে কেন্দ্র করে বিজয়কে কেন্দ্র করে তিন দিনব্যাপী উদ্যাপন চীনে শুরু হয়।

     "নিনো" ফারিনা ১৯৫০ ইতালীয় গ্র্যান্ড প্রিক্স জয়ের পরে প্রথম ফর্মুলা ওয়ান ড্রাইভারের চ্যাম্পিয়ন হন ১৯৫০ সালের এই দিনে। 

     ১৯৫৪ সালের এই দিনে পিপলস লিবারেশন আর্মি কিউময়র প্রজাতন্ত্রের চীন-নিয়ন্ত্রিত দ্বীপপুঞ্জের গোলাবর্ষণ শুরু করে, তাইওয়ানের প্রথম সমুদ্র সঙ্কট অস্থিতিশীল করে তোলে।

     ১৯৫৫ সালের এই দিনে গাজায় রাষ্ট্রসংঘের যুদ্ধ বিরতি মেনে নেয় ইজরায়েল ।

     ১৯৬৪ মালয়েশিয়াযয় জরুরী অবস্থা জারি করা হয়।

     ১৯৭১ সালের এই দিনে কাতার একটি স্বাধীন রাষ্ট্র হয়।

     আমেরিকান ভাইকিং ২ মহাকাশযানটি মঙ্গলবার ইউটোপিয়া প্লানিতিয়ায় অবতরণ করে ১৯৭৬ সালের এই দিনে। 

     জাতিসংঘ দ্বারা মহিলাদের বিরুদ্ধে বৈষম্যের সমস্ত ফর্ম দূরীকরণ সম্পর্কিত কনভেনশন, মহিলাদের অধিকারের আন্তর্জাতিক বিল প্রতিষ্ঠিত হয় ১৯৮১ সালের এই তারিখে।

     ২০০৪ সালের এই দিনে  বেসলা স্কুল অবরোধের ফলে ১৮৬ শিশু সহ ৩৩০ জনেরও বেশি হতাহতের ঘটনা ঘটেছে।

     ২০০৭ সালের এই দিনে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো।

     ২০১৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন, একসাথে বিশ্বের ৪০% কার্বন নিঃসরণের জন্য দায়ী,  উভয়ই প্যারিসের বৈশ্বিক জলবায়ু চুক্তিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়।

     উত্তর কোরিয়া তার ষষ্ঠ এবং সবচেয়ে শক্তিশালী পারমাণবিক পরীক্ষা পরিচালনা করে ২০১৭ সালের এই দিনে। 

পালিত দিবস ঃ 

     এই দিনে আন্তর্জাতিক CEDAWদিবস পালিত হয় ।

সরকারী ছুিট / Official Holyday:

     অন্যান্য দেশে ছুটি না থাকলেও বাংলাদেশে নতুন নিয়ম অনুযায়ী সাপ্তাহিক ছুটি ২ দিন অর্থাৎ শুক্রবার ও আজ শনিবার  শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি সহ এ দুই দিন ছুুটির তালিকায়। 

অন্যান্য / Others:

     আজকের এই দিনে বিশে^ নামকরা লোকেদের মধ্যে বেশীর ভাগ ই জন্ম গ্রহন করেছেন ভাষা সাহিত্যিক- বিজ্ঞানি, নোবেল বিজয়ী, অভিনেতা ও খেলোয়ার। এই দিনে কয়েক জন ভাষা বিজ্ঞানিসহ কবি , বিপ্লবি ও বিরঙ্গনা মারা যান। 

৩সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪৬তম (অধিবর্ষে ২৪৭তম) দিন। বছর শেষ হতে আপনাকে গুনতে হবে আরো ১১৯ দিন।

পরিশেষ / Finally:

     ভুল ত্রæটি ক্ষমা যোগ্য। আমি শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্য গুলি সংগ্রহ করে একত্রিভুত করেছি আমার লেখার দ্বারা আমার বøগে, সবার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে। ভুল-ত্রæটি কিংবা সংযোজন-বিয়োজন প্রতি বছর আপডেট করব ইনশাল্লাহ্ আপনাদের সহযোগিতা পেলে। 




Comments