Diary of September 8-৮ সেপ্টেম্বর এর দিনলিপি
8th September, Thursday
আজ-বৃহস্পতিবার
২৪ই ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ,
০৮ সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,
১১ই সফর ১৪৪৪ হিজরি।
ভুমিকা/Inroduction:
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।
ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।
আজকের দিনের তারিখ সময় লগ্নসহ সংক্ষিপ্ত বর্ণনা পঞ্জিকা থেকে। মঙ্গলবার, পহেলা (১লা) ডিসেম্বর ২০২২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
জন্ম /Birth:
২৪ই ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ,
০৮ সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,
১১ই সফর ১৪৪৪ হিজরি।
বৃহস্পতিবার, আজ যাদের শুভ জন্মদিন তাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। অনাবিল সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক তাদের জীবন। চারপাশ ঘিরে থাক খুশির আভা। সুস্থ্য সুন্দর জীবন নিয় বেঁচে থাকুন তারা হাজার বছর।
১৫৮৮ সালের এই দিনে জন্ম গ্রহন করেন ফরাসি ধর্মযাজক, দার্শনিক, গণিতবিদ ও সঙ্গীতজ্ঞ মারাঁ মের্সেন। তিনি মের্সেন মৌলিক সংখ্যার জন্য বিখ্যাত। এগুলি কম্পিউটার প্রকৌশল এবং তথ্যগুপ্তিবিদ্যাতে ব্যবহৃত হয়।
জার্মান কবি, অনুবাদক ও সমালোচক আউগুস্ট ভিলহেল্ম ফন শ্লেগেল ১৭৬৭ সালের আজকের দিনে হানোফারে জন্মগ্রহণ করেন। ইউরোপ মহাদেশের প্রথম সংস্কৃত ভাষার অধ্যাপক এবং ভগবত গীতার প্রথম অনুবাদক তিনি।
১৮৩০ সালের আজকের এই দিনে ফ্রান্সের মাইয়ান গ্রামে জন্মগ্রহণ করেন নোবেল জয়ী ফরাসি কবি ফ্রেদেরিক মিস্ত্রাল। ১৯০৪ সালে ফ্রেদেরিক সাহিত্যে নোবেল পুরস্কার পান।
বিখ্যাত বাঙালি রাজনীতিবিদ ও আইনজীবী হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী ১৮৯২ সালের এই দিনে বর্তমান পশ্চিমবঙ্গের মেদিনীপুরের এক সমভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। গণতান্ত্রিক রীতি ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বলে সুধী সমাজ তাকে ‘গণতন্ত্রের মানসপুত্র’ বলে আখ্যা পান।
১৯০৩ সালের এই দিনে জন্ম নেন অমলেন্দু দাশগুপ্ত তিনি বাঙালি সাহিত্যিক ও ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দলোনের বিপ্লবী। তার জন্ম বৃটিশ ভারতের অধুনা বাংলাদেশের মাদারীপুরে। পৈতৃক বাড়ি ছিল ওই জেলারই খৈয়রভাঙাতে।
লেখক ও রাজনীতিক কমরুদ্দীন আহমদ ১৯১২ সালের এই দিনে জন্ম গ্রহন করেন ।
জৈব রসায়নবিদ নোবেলজয়ী বিজ্ঞানী ডেরেক রিচার্ড বার্টন ১৯১৮ সালের এই দিনে জন্ম গ্রহন করেন।
১৯১৯ আজকের এই দিনে দক্ষিণ চব্বিশ পরগণা জেলার ডায়মন্ড হারবারের হটুগঞ্জে জন্ম গ্রহণ করেন যুক্তিবাদী সমাজবিজ্ঞানী ও মানবতাবাদী ঐতিহাসিক নিরঞ্জন ধর।
স্বনামধন্য ভারতীয় বিখ্যাত সঙ্গীতশিল্পী ভুপেন হাজারিকা আসামের সদিয়ায় ১৯২৬ সালের আজকের দিনে জন্ম নেন। অত্যন্ত দরাজ গলার অধিকারী এই কণ্ঠশিল্পীর জনপ্রিয়তা সবার শির্ষে। ২০০৬ সালে বিবিসি বাংলার শ্রোতা জরিপে তার "মানুষ মানুষের জন্যে" গানটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশটি বাংলা গানের তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করে।
![]() |
ভুপেন হাজারিকা |
![]() |
আশা ভোঁসলে |
১৯৪৫ সালের এই দিনে বাংলাদেশি রাজনীতিবিদ ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কেকানিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভার ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন।
বাংলাদেশি বিখ্যাত কথাসাহিত্যিক ও নাট্যকার ইমদাদুল হক মিলন এর জন্ম ১৯৫৫ সালের এই দিনে বিক্রমপুরের মেদিনীমন্ডল গ্রামে নানার বাড়িতে। তিনি গল্প, উপন্যাস এবং নাটক এই তিন শাখাতেই জনপ্রিয় । কিশোর নামীয় বাংলা পত্রিকায় শিশুতোষ গল্প লিখে তার সাহিত্যজগতে আত্মপ্রকাশ ঘটান তিনি। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০১৯ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক উপহার দেন।
ইমদাদুল হক মিলন |
বাংলাদেশি অভিনেত্রী অঞ্জু ঘোষ এর জন্ম ১৯৫৯ সালের এই দিনে। তিনি মূলত বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী হলেও ভারত ও বাংলাদেশ উভয় দেশের মোট ৬টি ভাষার ওপর ৩০০টিরও বেশি চলচিত্রে অভিনয় করেছেন। তার ব্যবসা সফল ছায়াছবির সংখ্যা অনেক তার মধ্যে অন্যতম হলো- বেদের মেয়ে জোসনা। এই ছবিটি তাকে সর্বাধিক পরিচিতি এনে দেয়। তার আসল নাম অঞ্জলি ঘোষ। বাংলাদেশের স্বাধীনতার আগে অঞ্জু ঘোষ ব্রাহ্মণবাড়িয়ার ভোলানাথ অপেরা যাত্রাপালায় নৃত্য পরিবেশন করতেন ও গানও গাইতেন।
![]() |
AÄy ‡Nvl |
১৯৩৩ সালের এই দিনে মারা যান আরব বিদ্রোহের অন্যতম নেতা এবং ইরাকের প্রথম বাদশাহ প্রথম ফয়সাল / ফয়সাল বিন হুসাইন বিন আলী আল-হাশেমী (আরবী) ফয়সাল ইবন হুসাইন (১৮৮৫ - ১৯৩৩)। ১৯২০ সালে স্বল্প সময়ের জন্য অর্থাৎ ২৩ আগস্ট ১৯২১ থেকে ১৯৩৩ পর্যন্ত ইরাক রাজতন্ত্রের (বর্তমান ইরাক) বাদশাহ ছিলেন তিনি ।
![]() |
প্রথম ফয়সাল |
চেক লেখক, সমালোচক, সাংবাদিক ও বামপন্থী স্বাধীনতা সংগ্রামী জুলিয়াস ফুচিক (১৯০৩ - ১৯৪৩) ১৯৪৩ সালের এই দিনে মৃত্যু বরণ করেন। তিনি ছিলেন একজন চেকো¯েøাভাকিয়ান সাম্যবাদী বিপ্লবী, সাংবাদিক ও শহীদ।
১৯৪৯ সালের এই দিনে মারা যান রিচার্ড স্ট্রাউজ, তিনি ছিলেন একজন জার্মান সঙ্গীতজ্ঞ ।
বাঙালি সাহিত্যিক ও ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের নায়ক অমলেন্দু দাশগুপ্ত (১৯০৩- ১৯৫৫) ১৯৫৫ সালের এই দিন মারা যান। তার জন্ম তৎকালীন বৃহত্তর ফরিদপুরের মাদারীপুরে।
জার্মানীর বিখ্যাত সঙ্গীতজ্ঞ রিচার্ড ষ্ট্রোয়াচ এর মৃত্যু ১৯৬৪ সালের এই দিনে ।
নোবেলজয়ী জার্মান রসায়নবিদ হেরমান স্টাউডিংগার মারা যান ১৯৬৫ সারের আজকের দিনে।
১৯৮৭ সালের এই দিনে মারা যান শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী ( ১৯২৮ - ১৯৮৮) । তিনি ছিলেন বাঙালি বৈদিক পন্ডিত ও বৈদিক রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা।
পাকিস্তানি দেওবন্দি ইসলামি পন্ডিত ও দায়ী ইউসুফ মুতালা মারা যান ২০১৯ সালের এই দিনে
পুরো পৃথিবীতে ঘটা উল্লেখ যোগ্য ঘটনাবলীর সারাংস/Paat Evnts:
১৩৮০ সালের এই দিনে কুলিকভোর যুদ্ধে রুশ সৈন্যরা তাতার এবং মঙ্গল সৈন্যের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে।
‘তুমু’ যুদ্ধে মঙ্গোলিয়ানরা চায়নিজ রাজত্ব দখল করে ১৪৪৯ সালের এই দিনে।
মিকেলাঞ্জেলার ডেভিড চিত্রকর্মটি ফ্লোরেন্সে উন্মোচিত করা হয় ১৫০৪ সালের এই দিনে।
১৫১৪ সালের এই দিনে ‘শতাব্দীর সবচেয়ে বড় যুদ্ধ - অরসা’ যুদ্ধ, লিথুনিয়ন এবং পোল্স রুশ সেনাবাহিনীকে পরাজিত করেছিল।
১৭৬৩ সালের এই দিনে ব্যাপক সংঘর্ষ ও সহিংসতার পর কানাডা ফরাসী দখলদারিত্ব থেকে মুক্ত হয় এবং বৃটেন ঐ চুক্তির প্রতি সমর্থন জানায়।
১৮৩১ সালের অজকের দিনে চতুর্থ উইলিয়ম গ্রেট ব্রিটেনের সম্রাট পদে অধিষ্ঠিত হন।
১৮৮৬ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের পত্তন হয়।
বুলগেরিয়ার ৫০ হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে তুর্কিরা ১৯০৩ সালের এই দিনে।
১৯৪১ সালের এই দিনে জার্মানীর নাৎসী বাহিনী তিন মাস ধরে সাবেক সোভিয়েত ইউনিয়নে হামলা চালানোর পর লেলিনগ্রাড অবরোধ করতে সক্ষম হয় ।
মিত্র শক্তির কাছে ইতালি নিঃশর্ত আত্মসমর্পণ করে ১৯৪৩ সালের এই দিনে।
১৯৫১ সালের আজকের দিনে সান ফ্রান্সিসকো নগরিতে ৪৯টি দেশ জাপানের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করে।
১৯৫২ সালের এই দিনে জেনেভাতে ৩৫টি দেশের গ্রন্থস্বত্ব কনভেনশন অনুষ্ঠিত হয়।
১৯৫৪ সালের এই দিন ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার যৌথ প্রতিরক্ষা বিষয়যক চুক্তি সিটো স্বাক্ষরিত হয়।
১৯৬২ সালের এই দিনে চীন-ভারত সীমান্ত সংঘর্ষ শুরু হয়।
১৯৭৩ সালের এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় জায়ারে।
যুগোশ্লাভিয়া থেকে মেসিডোনিয়া স্বাধীনতা লাভ করে ১৯৮১ সালের আজকের দিনে।
১৯৯৩ সালের এই দিনে চীনের লাওনিং প্রদেশের ২০ বছর বয়সী যুবক ওয়াং জুনসিয়া এবং ইয়নন্নান প্রদেশের ২৬ বছর বয়সী খেলোয়াড় চোং হুয়াটি নারী ১০ হাজার মিটার দৌড় প্রতিযোগিতায় বিশ্ব রেকর্ড ভেঙ্গে ফেলেন ।
পালিত দিবস /Days:
আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস। জাতিসংঘের ই.এস.সি সংস্থার ১৪তম অধিবেশনে সিদ্ধান্ত প্রত্যেক বছরের ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়।
সরকারী ছুটি/Gov. Holyday:
অন্যান্য দেশে ছুটি থাকলেও বাংলাদেশে কোন ছুটি নাই আজকে।
অন্যান্য/Others:
আজকের এই দিনে বিশে^ নামকরা লোকেদের মধ্যে ২ জন নোবেল বিজয়ী ২ জন বিখ্যাত সঙ্গিত শিল্পী ২ জন অভিনয় শিল্পী জন্ম গ্রহন করেছেন, এছাড়াও একজন বিখ্যাত,রাজনৈতিক নেতার জন্ম এই দিনে। এই দিনে মারা যান একজন বাদশাহ , বিপ্লবী , সাংবাদিক ও নোবেল বিজয়ীদের একজন।
৮ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৫১তম (অধিবর্ষে ২৫২তম) দিন। বছর শেষ হতে আপনাকে গুনতে হবে আরো ১১৪ দিন।
পরিশেষ/Conclusion:
ভুল ত্রæটি ক্ষমা যোগ্য। আমি শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্য গুলি সংগ্রহ করে একত্রিভুত করেছি আমার লেখার দ্বারা আমার বøগে, সবার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে। ভুল-ত্রæটি কিংবা সংযোজন-বিয়োজন প্রতি বছর আপডেট করব ইনশাল্লাহ্ আপনাদের সহযোগিতা পেলে।
Comments
Post a Comment