Diary of 11th September-১১ই সেপ্টেম্বরের দিনলিপি
11th
September, Sunday
আজ-রবিবার
২৭শে ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ,
১১ই সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,
১৪ই সফর ১৪৪৪ হিজরি।
ভুমিকা/ Introduction:
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।
ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।
আজকের দিনের তারিখ সময় লগ্নসহ সংক্ষিপ্ত বর্ণনা পঞ্জিকা থেকে। মঙ্গলবার, পহেলা (১লা) ডিসেম্বর ২০২২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
জন্ম/ Birth:
২৭শে ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ,
১১ই সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,
১৪ই সফর ১৪৪৪ হিজরি।
রবিবার, আজ যাদের শুভ জন্মদিন তাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। অনাবিল সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক তাদের জীবন। চারপাশ ঘিরে থাক খুশির আভা। সুস্থ্য সুন্দর জীবন নিয় বেঁচে থাকুন তারা হাজার বছর।
কেন্টর মেইডস্টোন এলাকায় এ জন্ম গ্রহন করেন অস্ট্রেলীয় ক্রিকেটার উইলিয়াম কুপার ১৮৪৯ সালের এই দিনে। তিনি লেগ ব্রেক বোলার ও ডানহাতে ব্যাটিংয়ে পারদর্শী ছিলেন ।
১৮৬২ সালের এই দিনে নর্থ ক্যারোলিনার গ্রিনসবরোতে জন্ম নেন প্রখ্যাত মার্কিন ছোট গল্পকার ও হেনরি। তিনি প্রায় ১০০ এর উপর ছোট গল্প লিখেছেন। তার লেখা ‘দ্য গিফট অব ম্যাজাই’ গল্পটি বাংলাদেশে খুবই পরিচিত ও জনপ্রিয় একটি ছোট গল্প।
প্রখ্যাত ইংরেজ প্রাবন্ধিক ও বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক জেমস জিনস ১৮৭৭ সালের এই দিনে জন্ম গ্রহন করেন।
১৮৮৫ সালের আজকের এই দিনে জন্ম নেন ডি. এইচ লরেন্স। তিনি ছিলেন একজন ইংরেজ সাহিত্যিক ও প্রসিদ্ধ লেখক, কবি, নাট্যকার, প্রাবন্ধিক ও সাহিত্য সমালোচক।
১৮৯৫ সালের এই দিনে বিনায়ক নরহরি ভাবে (বিনোবা ভাবে ) কোঙ্কণের, অধুনা যা মহারাষ্ট্র নামে পরিচিত, কোলাবার গাগোজি (বর্তমানে গাগোদে বুদরুক) নামে ছোটো একটি প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভারতের অহিংসা ও মানবাধিকারের প্রবক্তা ও সমর্থক।
কবি সুফী মোতাহার হোসেন এর জন্ম ১৯০৭ সালের এই দিনে।
১৯০৮ সালের আজকের দিনে বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার রোহিতভোগ গ্রামে জন্ম নেন ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী বিনয় বসু।
১৯২৪ সালের এই দিনে বেঙ্গল প্রেসিডেন্সির বর্তমানে ভারতের অসম রাজ্যের গোয়ালপায় জন্ম নেন তাপস সেন। তিনি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি আলোকসম্পাত ।
বাংলাদেশী চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ জন্ম গ্রহন করেন ১৯৫০ সালের এই দিনে। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আলগী গ্রামে।
![]() |
শাহাবুদ্দিন আহমেদ |
বাংলাদেশি বিশিষ্ট গল্পকার ও ঔপন্যাসিক শহীদুল জহির জন্ম নেন ১৯৫৩ সালের এই দিনে বাংলাদেশের পুরান ঢাকার নারিন্দার ভজহরি সাহা স্ট্রিট যা৩৬ ভূতের গলি নামে পরিচিত।
বাংলাদেশী প্রখ্যাত, জনপ্রিয় কন্ঠশিল্পী কনক চাঁপা ১৯৬৯ সালের এই দিনে ঢাকায় জন্ম গ্রহন করেন। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ৩ বার, বাচসাস চলচ্চিত্র পুরস্কার, প্রযোজক সমিতি পুরস্কার ১৯৯৫ ছাড়াও আরো অনেক সম্মান ও পুরস্কারে ভুষিত হয়েছেন।
![]() |
কনক চাঁপা |
১৯৭০ সালের আজকের দিনে জন্ম নেন ভারতীয় বাঙালি লোকসঙ্গীত শিল্পী ও লোকসঙ্গীত গবেষক কালিকাপ্রসাদ ভট্টাচার্য । উত্তরবঙ্গ এবং পূর্ববঙ্গের লোকসঙ্গিতের ঐতিহ্যকে পুনর্জাগরণের উদ্দেশ্যে লোকগানের ব্যান্ড দোহার সহপ্রতিষ্ঠা করেন। আসাম তথা উত্তর-পূর্ব ভারতের সিলেটি কিছু গান‚ বিহু‚ বাউল, কামরূপী‚ ভাওয়াইয়া গান তিনি দেশে-বিদেশে গেয়েছিলেন।
মৃত্যু/Death:
১৮২৩ সালের এই দিনে মারা যান ইংরেজ অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ ডেভিড রিকার্ডো রিকার্ডো। অর্থনীতিবিদ। ডেভিড রিকার্ডো তার থিওরি অফ রেন্ট-এর জন্য বিখ্যাত।
পাকিস্তানের প্রতিষ্ঠাতা ও ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রধান মুসলিম নেতা মুহাম্মদ আলী জিন্নাহ্(১৮৭৬ - ১৯৪৮) ১৯৪৮ সালের এই দিনে মারা যান। গুজরাটি বংশদ্ভুত আইনজীবী, রাজনীতিবিদ ও পাকিস্তানের অন্যতম এ নেতা ১৯১৩ সাল থেকে শুরু করে ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা পর্যন্ত জিন্নাহ নিখিল ভারত মুসলিম লীগের নেতা ছিলেন।
![]() |
মুহাম্মদ আলী জিন্নাহ্ |
১৯৫৮ সালের এই দিনে মারা যান বিখ্যাত কানাডীয়ান কবি রবার্ট সার্ভিস (১৮৭৪ -১৯৫৮) । কানাডার উত্তরাঞ্চলের পটভূমি নিয়ে লেখা বিভিন্ন সাহিত্যকর্মের জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন।
১৯৭১ সালের আজকের দিনে মৃত্যু বরণ করেনসোভিয়েত রাষ্ট্রনায়ক নিকিতা ক্রুশ্চেভ (১৮৯৪ - ১৯৭১)। তিনি একজন রুশ রাজনীতিবিদ ছিলেন, শীতল যুদ্ধ বা কোল্ড ওয়ারের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়েনের নেতৃত্ব ও দিয়েছিলেন তিনি।
প্রখ্যাত হিন্দি ভাষার কবি মহাদেবী বর্মা (১৯০৭- ১৯৮৭) মারা যান ১৯৮৭ সালের এই দিনে। নারী শিক্ষা প্রসারে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তাকে আধুনিক হিন্দি কাব্যধারার "ছাযাবাদ" ঘরাণার একজন উল্লেখযোগ্য কবি মানা হয়।
প্রগতিবাদী রাজনৈতিক নেত্রী মণিকুন্তলা সেন মারা যান ১৯৮৭ সালের এই দিনে।
পুরো পৃথিবীতে ঘটা উল্লেখ যোগ্য ঘটনাবলীর সারাংস/ Past Events Summary:
১৩০৪ সালের এই দিনে তৃতীয় উইলিয়াম হল্যান্ডের আর্ল হিসেবে মনোনীত হন।
প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ চালু হয় ১৮৫৩ সালের এই দিনে।
১৮৭৫ সালের এই দিনটিতেই সংবাদপত্রে প্রথম কার্টুন স্ট্রিপ প্রকাশিত হয়।
১৮৯৩ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে বিশ্ব মহা ধর্ম সম্মেলনে ভারতবর্ষের প্রতিনিধি হয়ে স্বামী বিবেকানন্দ তার ঐতিহাসিক বক্তৃতাটি দিয়েছিলেন।
বার্মিংহাম থেকে এফএ কাপ চুরি হয়ে যায় ১৮৯৫ সালের এই দিনে।
১৯০৯ সালের আজকের দিনে ম্যাক্স উলফ হ্যালির ধূমকেতু নতুন কারে আবিষ্কার করেন।
১৯২৬ সালের এই দিনে ভারতের কলকাতায় নাখোদা মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়।
নিজামের হায়দারাবাদ রাজ্যের দখল নেয় ১৯৪৮ সালের এই দিনে ,ভারত সরকার।
১৯৭০ সালের এই দিনে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি)।
চিলির সরকারের প্রধান ও দেশনায়ক সালভেদর আলেন্দেকে হত্যা করে প্রতিবিপ্লবীরা ক্ষমতা দখল কওে ১৯৭৩ সালের এই দিনে।
২০০১ সালের এই দিন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এ দুটি ও পেন্টাগনে ১টি উগ্রবাদী জঙ্গি সংগঠন আল কায়েদার বিমান হামলায় ৩০০০ এর অধিক লোকের প্রাণহানি ঘটে।
২০০৭ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকায় প্রথম টুয়েন্টি ২০ বিশ্বকাপ ক্রিকেট আরম্ভ হয়।
পালিত দিবস /Days:
এই দিনে পালিত হয় প্যাট্রিয়ট দিবস। বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস।
সরকারী ছুটি/ Gov. Holydays:
অন্যান্য দেশে ছুটি থাকলেও বাংলাদেশে কোন ছুটি নাই আজকে।
অন্যান্য/Others:
আজকের দিনে বিশে^ নানা প্রতিভার মধ্যে বেশির ভাগই সাহিত্যি ঔপন্যনাসিক ও ১ জন সংগ্রামী নেতার জন্ম হয়। এই দিনে মারা যান তার মধ্যে পাকিস্তান প্রতিষ্ঠার নেতা মুহাম্ম্দ আলী জিন্নাহ্ ও বেশ কজন কবি। ১১ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৫৪তম (অধিবর্ষে ২৫৫তম) দিন। বছর শেষ হতে আপনাকে গুনতে হবে আরো ১১১ দিন।
পরিশেষ/ Conclusion:
ভুল ত্রæটি ক্ষমা যোগ্য। আমি শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্য গুলি সংগ্রহ করে একত্রিভুত করেছি আমার লেখার দ্বারা আমার বøগে, সবার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে। ভুল-ত্রæটি কিংবা সংযোজন-বিয়োজন প্রতি বছর আপডেট করব ইনশাল্লাহ্ আপনাদের সহযোগিতা পেলে।
Comments
Post a Comment