Diary of 12th September-১২ ই সেপ্টেম্বরের দিনলিপি


12th September, Monday

আজ-সোমবার

২৮শে ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ,

১২ই সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,

১৫ই সফর ১৪৪৪ হিজরি।


ভুমিকা/ Introduction:

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজকের দিনের তারিখ সময় লগ্নসহ সংক্ষিপ্ত বর্ণনা পঞ্জিকা থেকে। মঙ্গলবার, পহেলা (১লা) ডিসেম্বর ২০২২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।


জন্ম/Birth:

২৮শে ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ,

১২ই সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,

১৫ই সফর ১৪৪৪ হিজরি।

সোমবার, আজ যাদের শুভ জন্মদিন তাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। অনাবিল সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক তাদের জীবন। চারপাশ ঘিরে থাক খুশির আভা। সুস্থ্য সুন্দর জীবন নিয় বেঁচে থাকুন তারা হাজার বছর। 

     ৭৮৬ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম গ্রহন করেন আব্বাসীয় খলিফা আল মামুন ইবনে হারুন। 

     ১০৮৭  সালের এই দিনে জন্ম নেন বাইজেনটাইন সম্রাট জন দ্বিতীয় কমনেনাস।

     কোরিয়ার শাসক ইয়ংজো জোসেওন জন্ম গ্রহন করেন ১৬৯৪ সালের আজকের দিনে। 

     ১৮৬৫ সালের এই দিনে জন্ম নেন আফ্রো-আমেরিকান বিজ্ঞানী জর্জ ওয়াশিংটন কার্ভার।

     ১৮৫৪ সালের আজকের এই দিনে যুক্তরাষ্ট্রে জন্ম গ্রহন করেন  ইস্টম্যান-কোডাকের প্রতিষ্ঠাতা জর্জ ইস্টম্যান

     নোবেলজয়ী ইংরেজ রসায়নবিদ রবার্ট রবিনসনের জন্ম ১৮৬৬ সালের এই দিনে।

     রসায়নে নোবেলজয়ী সুইস বিজ্ঞানী পিওপোল্ড রুৎসিকার জন্ম ১৮৮৭ সালের এই দিনে। 

     জনপ্রিয় বাঙালী কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়  ১৮৯৪ সালের এই দিনে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার কাঁচরাপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া-মুরাতিপুর গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। মূলত তিনি উপন্যাস ও ছোটগল্প লিখে সুখ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী ও অপরাজিত তাঁর সবচেয়ে বেশি পরিচিতি তাকে এনে দেয়। তার অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, চাঁদের পাহাড়, ইছামতী ও অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য।  ইছামতী উপন্যাসের জন্য ১৯৫১ (মরণোত্তর) রবীন্দ্র পুরস্কার লাভ করেন।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

     প্রখ্যাত ফরাসী রসায়ন ও পদার্থবিদ এরিন জুলিও কুরি ১৮৯৭ সালের আজকের দিনে জন্ম গ্রহন করেন।

     চিলির নোবেলজয়ী কবি পাবলো নেরুদার জন্ম ১৯০৪ সালের এই দিনে। 

     ১৯১৩ সালের এই দিনে জন্ম নেন  নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ উইলিস ইউগেন ল্যাম্ব

     ১৯১৩ সালের আজকের দিনে জন্ম নেন জেসি ওয়েন্স। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন  দৌড়বিদ।

     ১৯১৬ সালের এই দিনে জন্ম নেন ওয়েল্সীয় সাহিত্যিক রুয়াল দাল

     বাঙালি কবি এবং অনুবাদক অরুণাচল বসু জন্ম গ্রহন করেন ১৯২৩ সালের এই দিনে। তিনি ছোট বেলা থেকেই আঁকা এবং লেখালেখি করতেন। মাত্র ০৬-বছর বয়সেই কবিতা লেখা শুরু।

     ১৯৩১ সালের এই দিনে বৃটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গের হাওড়া জেলার রামকৃষ্ণপুরে জন্ম গ্রহন করেন বিশিষ্ট বাঙালি ইতিহাসবিদ নিমাইসাধন বসু। 

     ফ্রান্সের প্রধানমন্ত্রী লিওনেল জস্পাঁর জন্ম ১৯৩৭ সালের এই দিনে।

     বিশ্বের অন্যতম সেরা স্পিনার শেন ওয়ার্নের জন্ম ১৯৬৯ সালের এই দিনে।

     ইতালীয় ফুটবলার ফাভিয়ো কানাভারো জন্ম গ্রহন করেন ১৯৭৩ সালের এই দিনে।

     ১৯৭৭ সালের আজকের এই দিনে জন্ম নেন নাথান ব্রাকেন তিনি অস্ট্রেয়িার একজন ক্রিকেটার।

নাথান ব্রাকেন 

     মার্কিন অভিনেতার টোফার গ্রেস ১৯৭৮ সালের এই দিনে জন্ম গ্রহন করেন। 

     ১৯৮৯ সালের এই দিনে জন্ম নেন জার্মান ফুটবলার থমাস মুলার


মৃত্যু/Death:

     স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ মারা যান ১৫৯৮ সালের এই দিনে। 

     ১৮০৪ সালের এই দিনে মৃত্যু বরণ করেন মার্কিন রাজনীতিক আলেকজান্ডার হ্যামিলটন

     জার্মান বস্তুবাদী দার্শনিক ল্যুদভিক ফয়েরবাখের মুত্যু হয় ১৮৭২ সালের আজকের দিনে।

     ১৯০২ সালের এই দিনে মারা যান ইতালির সন্ত জোহানেস গোয়ালবার্তাস

     নোবেলজয়ী ইতালিয় কবি ও গল্পকার ইউজিনিও মন্তাল ১৯৮১ সালের এই দিনে মারা যান। 

     ১৯৯১ সালের এই দিনে মৃত্যু বরণ করেন ইরানের বিশিষ্ট মনীষী আল্লামা সাইয়্যেদ তাহের সাইয়্যেদযাদেহ হাশেমী

     ১৯৯২ মার্কিন অভিনেতা অ্যান্থনি পারকিন্স (১৯৩২ - ১৯৯২) মারা যান ১৯৯২ সালের আজকের দিনে। মার্কিন এই অভিনেতা তার দ্বিতীয় চলচ্চিত্র ফ্রেন্ডলি পারসুয়সন-এ অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার পান। লাভ করেন এবং বর্ষসেরা নতুন তারকা অভিনেতা বিভাগে গোল্ডেন গেøাব পুরস্কার ও লাভ করেন।

অ্যান্থনি পারকিন্স

       বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী শাহ আবদুল করিম ( ১৯১৬ -২০০৯) ২০০৯ সালের এই দিনে মারা যান। আব্দুল করিম একাধারে সুরকার, গীতিকার ও সঙ্গীত শিক্ষক। তিনি বাউল সঙ্গীতকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। শিল্পী জীবনে তিনি পাঁচশত এর উপরে গান  রচনা করেছেন। বাংলা সঙ্গীতে তাঁকে "বাউল সম্রাট" হিসাবে গন্য করা হয়। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে একুশে পদক পুরস্কারে ভূষিত করেন ২০০১ সালে। 

শাহ আবদুল করিম

      প্রখ্যাত ভারতীয় বাঙালি মৎসবিজ্ঞানী জনক ড.হীরালাল চৌধুরী ২০১৪  সালের এই দিনে মারা যান।

পুরো পৃথিবীতে ঘটা উল্লেখ যোগ্য ঘটনাবলীর সারাংস/ Past Events:

     ১১০৯ সালের এই দিনে  ক্রুসেডাররা ত্রিপোলি নগরী দখল করে।

     ১১২৫ সালের আজকের এই দিনে  ডিউক লোথারিয়াস জার্মানির রাজা হিসেবে অভিষিক্ত হন।

     ১২৩৩ সালের এই দিনে ক্রুসেডার নৌ-সেনারা মিশরের ঐতিহাসিক আলেক্সান্দার বন্দরটি অবরোধ করে।

     ১২৫০ সালের এই দিনে ক্রসেড যুদ্ধের ধারাবাহিকতায় খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে ঐতিহাসিক মানসুরিয়ে যুদ্ধ সংঘটিত হয়েছিল।

     আলফনসো নেপলসের রাজা হন ১৪৪২ সালের এই তারিখে।

     ১৫০১ সালের এই দিনে মাইকেল এঞ্জেলো বিখ্যাত ডেভিড মূর্তি নির্মান শুরু করেন।

     ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি ষষ্ঠবারের মতো বিয়ে করেন ১৫৪৩ সালের এই দিনে।

     ১৫৭৬ সালের এই দিনে বাংলার শাসক হিসেবে নিযুক্ত হন হোসেন কুলি খান।

     ১৬৭৪ সালের এই দিনে শিবাজি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মৈত্রী চুক্তি করেন।

     অষ্ট্রিয়া ও পোল্যান্ডের সেনাদের সাথে ওসমানীয় বাহিনীর রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয় ১৬৮৩ সালের এই দিনে।

     ১৭৮০ সালের আজকের দিনে উঁচুতলা ভবনে উঠানামা করার জন্য এলিভেটর বা লিফ্ট আবিস্কৃত হয়।

     ১৭৮৮ সালের এই দিনে নিউ ইয়র্ক সিটি আমেরিকার প্রথম রাজধানী হয়।।

     ১৮২৩ সালের এই দিনে ভারতের তৈরি প্রথম বাষ্পীয় জাহাজ ‘ডায়না’ আনুষ্ঠানিক ভাবে কলকাতা বন্দর থেকে যাত্রা শুরু করে।

     আমেরিকা ও মেক্সিকো”র মধ্যকার যুদ্ধে মেক্সিকো দখল করে আমেরিকা ১৮৪৭ সালের আজকের এই দিনে। 

     ১৮৭৮ সালের এই দিনে ব্রিটিশ সেনারা সাইপ্রাস দখল করে নেয়।

     প্যারিসের ২০ হাজার রাজমিস্ত্রি ধর্মঘটে নামে ১৮৯৮ সালের এই দিনে।

     ব্রিটিশবিরোধী সশস্ত্র অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে গদর পার্টির ২৪ জনকে ফাঁসি দেওয়া হয় ১৯১৫ সালের এই দিনে।

     ১৯১৯ সালের আজকের দিনে জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন অ্যাডলফ হিটলার।

     ১৯২০ সালে এই দিনে কাজী নজরুল ইসলাম ও মোজাফ্ফর আহমদের সম্পাদনায় দৈনিক ‘নবযুগ’ পত্রিকা প্রথম প্রকাশিত হয়।

     ১৯২৪ সালের এই দিনে চীনে গৃহযুদ্ধ বাঁধে।

     ১৯৪০ সালের এই তারিখে  বাকিংহাম প্যালেসে বোমাবর্ষণ করে জার্মানি। 

     মস্কোতে প্রথমবারের মতো জার্মান বাহিনী বোমা বর্ষণ করে ১৯৪১ সালের এই দিনে।

     জার্মানি মুসোলিনিকে বন্দীদশা থেকে মুক্ত করে ১৯৪৩ সালের এই দিনে। 

     ১৯৪৩ সালের এই তারিখে  জেনারেল চিয়াং কাইশেক চীনা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পদে পুনর্র্নিবাচিত হন।

     ১৯৫৯ সালের এই তারিখে সোভিয়েত মহাকাশযান লুনিক-২ চাঁদে অবতরণ করে।

     সামরিক অভুত্থানে ইথিওপিয়ার সম্রাট হাইলে সেলাসি ক্ষমতাচ্যুত হন ১৯৭৪ সালের এই দিনে। 

     ১৯৮০ সালের এই দিনে তুরস্কে সেনা অভ্যুত্থান হয়।

     রাশিয়া’র মস্কোতে দুই জার্মানির একত্রীকরণ চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯০ সালের এই তারিখে। 

     যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ইসরাইল ও পিএলও ফিলিস্তিনিদের মধ্যে সীমিত স্বায়ত্বশাসন সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৩ সালের এই দিনে। 

     ১৯৯৫ সালের এই দিনে  শ্রীলঙ্কাতে এক বিমান দুর্ঘটনায় ৭৫ জন নিহত হন।

     ১৯৯৮ সালের এই দিনে বুরকিনো যশো স্থলমাইন নিষিদ্ধ চুক্তিতে স্বাক্ষর করে।

     ১৯৯৮ সালের এই দিনে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্বকাপ ফুটবল এর ফাইনাল অনুষ্ঠিত হয় এবং সেই খেলায় ফ্রান্স ব্রাজিলকে ৩-০ গোলে পরাজিত করে। 

     ২০০০ সালের এই দিনে তুরস্কে ভূমিকম্পে ১০৮ জনের মৃত্যু।

     ২০০১ সালের এই দিনে পূর্ব তিমুরে পার্লামেন্ট সদস্যরা শপথ গ্রহণ করে।  গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে গঠিত এটাই প্রথম পার্লামেট সেদেশে। 

     ২০০৮ সালের এই দিনে দিল্লীতে এক সিরিজ বোমা হামলায় ৩০ নিহত ও ১৩০ জন আহত হয়।


পালিত দিবস/Days:

এই দিনে ওয়ার্ল্ড ফাস্ট এইড ডে  ও  বিশ্ব মনোসংযোগ দিবস 

সরকারী  ছুটি/ Gov. Holyday:

অন্যান্য দেশে ছুটি থাকলেও বাংলাদেশে কোন ছুটি নাই আজকে। 

অন্যান্য/ Others:

     আজকের  দিনে বিশে^ নানা প্রতিভার মধ্যে বেশির ভাগই সাহিত্যি ঔপন্যনাসিক ও বিজ্ঞানী ও খলিফা হারুন সহ খ্যাতনামা ব্যক্তির  জন্ম হয়। এই দিনে মারা যান তার মধ্যে রাজা দ্বিতীয় ফিলিপ সহ ২ জন নোবেল বিজয়ী ও আরো অনেকে। ১২ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৫৫তম (অধিবর্ষে ২৫৬তম) দিন। বছর শেষ হতে আপনাকে গুনতে হবে আরো ১১০ দিন।


পরিশেষ/Conclusion:

     ভুল ত্রæটি ক্ষমা যোগ্য। আমি শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্য গুলি সংগ্রহ করে একত্রিভুত করেছি আমার লেখার দ্বারা আমার বøগে, সবার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে। ভুল-ত্রæটি কিংবা সংযোজন-বিয়োজন প্রতি বছর আপডেট করব ইনশাল্লাহ্ আপনাদের সহযোগিতা পেলে। 

Read more


Comments

Popular posts from this blog

Diary of October 1-১ অক্টোবরের দিনলিপি

Kusumba Shahi Mosque at Naogaon-কুসুম্বা শাহী মসজিদ নওগাঁ

Diary of 30th September-৩০ সেপ্টেম্বরের দিনলিপি