Diary of 13th September-১৩ই সেপ্টেম্বরের দিনলিপি

 13th September, Tuesday

আজ-মঙ্গলবার

২৯শে ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ,

১৩ই সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,

১৬ই সফর ১৪৪৪ হিজরি।

ভুমিকা/Introduction:

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজকের দিনের তারিখ সময় লগ্নসহ সংক্ষিপ্ত বর্ণনা পঞ্জিকা থেকে। মঙ্গলবার, পহেলা (১লা) ডিসেম্বর ২০২২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।


জন্ম/Birth:

২৯শে ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ,

১৩ই সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,

১৬ই সফর ১৪৪৪ হিজরি।

মঙ্গলবার, আজ যাদের শুভ জন্মদিন তাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। অনাবিল সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক তাদের জীবন। চারপাশ ঘিরে থাক খুশির আভা। সুস্থ্য সুন্দর জীবন নিয় বেঁচে থাকুন তারা হাজার বছর। 


     ১০৮৭ সালের এই দিনে জন্ম গ্রহন করেন বাইজেনটাইন সম্রাট জন দ্বিতীয় কমনেনাস

     ১৬৯৪ সালের এই দিনে জন্ম নেন ভারতের হুগলী জেলার ত্রিবেণীতে জগন্নাথ তর্কপঞ্চানন তিনি ছিলেন একজন বাঙালী শ্রæতিধর ও পন্ডিত। 

     ও আরো একজন এই একই দিনে জন্ম নেন আর তিনি হলেন কোরিয়ার শাসক ইয়ংজো জোসেওন

     নোবেলজয়ী ইংরেজ রসায়নবিদ রবার্ট রবিনসন ১৮৮৬ সালের আজকের এই দিনে জন্ম গ্রহন করেন। তার অসাম্য কৃতিত্বের দরুন তিনি অর্ডার অব মেরিট,ফেলো অব দ্য রয়েল সোসাইটি অব এডিনবার্গ ও ১৯৪৭ সালে রসায়নে  নোবেল পুরস্কার লাভ করেন।

রবার্ট রবিনসন 

     রসায়নে নোবেলজয়ী সুইস বিজ্ঞানী পিওপোল্ড রুৎসিকা ১৮৮৭ সালের এই দিনে জন্ম নেন।   

     ১৯০৪ সালের এই দিনে জন্ম নেন বাংলাদেশের প্রখ্যাত বাঙালি সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী তার জন্ম স্থান অবিভক্ত ব্রিটিশ ভারতে আসামের অন্তর্ভুক্ত সিলেটের করিমগঞ্জে।  আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম ঔপন্যাসিক, ছোট গল্পকার, অনুবাদক ও রম্য রসাত্মক রচয়িতা ছিলেন তিনি। ভ্রমণকাহিনি লেখার জন্যও বিশেষভাবে জনপ্রিয় তিনি।  সাহিত্যে বিশেষ অবদনের জন্য তিনি নরসিংহ দাস পুরস্কার, আনন্দ পুরস্কার ও একুশে পদক পান। 

সৈয়দ মুজতবা আলী

     ১৯১৬ সালের এই দিনে ওয়েল্সের রাজধানী কার্ডিফে জন্ম গ্রহণ করেন রুয়াল দাল তিনি ছিলেন ওয়েল্সীয় সাহিত্যিক। উপন্যাস ও ছোট গল্প তিনি সব বয়সীদের জন্যই লিখতেন। তার বই বিশ্বব্যাপী ২৫০ মিলিয়নেরও বেশি বিক্রি হয়েছে।

     অস্ট্রেলীয় ক্রিকেটার শেন ওয়র্ন এর জন্ম ১৯৬৯ সালের এই দিনেভিক্টোরিয়ার ফার্নট্রি গুল্লি এলাকায়।  শেন ওয়র্ন, অস্ট্রেলীয় ক্রিকেটার, এবং হ্যাম্পশায়ারের অধিনায়ক।

     ১৯৭৩ সালের এই দিনে জন্ম নেন ইতালীয় ফুটবলার ফাভিয়োা কানাভারো।

  

মৃত্যু/Death:

     জার্মানীর বস্তুবাদী দার্শনিক লুডউইগ ফয়েরবাক  ১৮৭২সালের এই দিনে মৃত্যু বরণ করেন।  

     ১৯১০ সালের এই দিনে কলকাতায় মারা যান বাঙালি কবি, গিতীকার ও সুরকার  রজনীকান্ত সেন (১৮৬৫ - ১৯১০)। ঈশ্বরের আরাধনা ও ভক্তিমূলক,  স্বদেশ প্রেমই তাঁর গানের প্রধান বৈশিষ্ট্য ও উপজীব্য বিষয় ছিল।

     ভারতীয় রাজনীতিবিদ, আইনজীবী ভূপেন্দ্রনাথ বসু ১৯২৪ সালের এই দিনে মারা যান। তিনি  ১৯১৪ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি পদে আসিন ছিলেন। 

     ১৯২৯ সালের আজকের দিনে যতীন্দ্র নাথ দাস ( ১৯০৪ -  ১৯২৯) মারা যান,  যিনি ছিলেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের এক লড়াকু বিপ্লবী। আত্মত্যাগী,  মহৎ প্রাণের সাহসী এই মানুষটি লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হলে জেলবন্দীদের অধিকারের দাবিতে ওই বছরই ১৩ই জুলাই অনশন শুরু করেন ও ৬৩ দিন অনশনের পর আজকের তারিখে মাত্র ২৪ বছর বয়সে জেলের মধ্যেই তার মৃত্যু হয়।

     ২০১৩ সালের এই দিনে মারা যান বাংলা চলচ্চিত্রের ‘নবাব সিরাজউদ্দৌলা’ খ্যাত কিংবদন্তি অভিনেতা  আনোয়ার হোসেন (১৯৩১ - ২০১৩)। চলচ্চিত্র জগতে তিনি নবাব সিরাজউদ্দৌলা ও মুকুটহীন নবাব নামে খ্যাত।তার  ৫২ বছরের অভিনয় জীবনে তিনি পাঁচ শতাধিক চলচ্চিত্রে কাজ করেছেন। নানা পুরস্কারের মধ্যে তিনি ১৯৭৫ সালে প্রথম প্রবর্তন ও প্রদানকৃত বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় চলচ্চিত্র পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 

 আনোয়ার হোসেন

পুরো পৃথিবীতে ঘটা উল্লেখ যোগ্য ঘটনাবলীর সারাংস/Past Events:

     ১১২৫ সালের এই দিনে ডিউক লোথারিয়াস জার্মানির রাজা হিসেবে দায়িত্ব পান। 

     ১৬০৯ সালের এই দিনে অভিযাত্রী হেনরী হাডসন আমেরিকার নিউ জার্সিতে একটি নদী খুঁজে পায় এবং পরবর্তীতে নদীটির নাম তার নাম অনুসারে রাখা হয় হাডসন নদী।

     ১৯৪৩ সালের এই দিনে জেনারেল চিয়াং কাইশেক চীনা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পদে পুনর্র্নিবাচিত হন।

     ভারতের ডেপুটি প্রধানমন্ত্রী বল্লভভাই পাতিল স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যকে ভারতের সাথে যুক্ত করতে হায়দ্রাবাদে সেনাবাহিনীকে প্রবেশের অনুমতি দেন ১৯৪৮ সালের এই দিনে। 

     ১৯৫৯ সালের এই দিনে চাঁদের উদ্দেশে রাশিয়ার লুনিক-২ নামক রকেট উৎক্ষেপণ করা হয়।

     ওয়শিংটনে পিএলও নেতা ইয়াসির আরাফাত ও ইসরাইলের তৎকালীন প্রধানমন্ত্রী আইজ্যাক রবিনের মধ্যে জেরিকো-গাযা’ ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৩ সালের আজকের দিনে। 

     ১৯৯৮ সালের এই দিনে বুরকিনো যশো স্থলমাইন নিষিদ্ধ চুক্তিতে স্বাক্ষর করে।

     ২০০১ পূর্ব তিমুরে পার্লামেন্ট সদস্যরা শপথ গ্রহণ করেন ২০০১ সালের এই দিন। গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে গঠিত এটাই প্রথম পার্লামেট।

পালিত দিবস/Days:

আজকের দিন তেমন গুরত্বপুর্ণ কোন দিবস পরিলক্ষীত হয়না ।

সরকারী ছুটি/ Gov. Holydays:

অন্যান্য দেশে ছুটি থাকলেও বাংলাদেশে কোন ছুটি নাই আজকে। 

অন্যান্য/Others:

     আজকের  দিনে বিশে^ নানা প্রতিভার মধ্যে ২ জন নোবেল বিজয়ী ও নামকরা লেখকের  জন্ম হয়। এই দিনে মারা যান গীতিকার ,সুরকার , অভিনেতা ও দার্শনিক । ১৩ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৫৬তম (অধিবর্ষে ২৫৭তম) দিন। বছর শেষ হতে আপনাকে গুনতে হবে আরো ১০৯ দিন।

পরিশেষ/Conclusion:

     ভুল ত্রæটি ক্ষমা যোগ্য। আমি শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্য গুলি সংগ্রহ করে একত্রিভুত করেছি আমার লেখার দ্বারা আমার বøগে, সবার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে। ভুল-ত্রæটি কিংবা সংযোজন-বিয়োজন প্রতি বছর আপডেট করব ইনশাল্লাহ্ আপনাদের সহযোগিতা পেলে। 


Read more


Comments

Popular posts from this blog

Diary of October 1-১ অক্টোবরের দিনলিপি

Kusumba Shahi Mosque at Naogaon-কুসুম্বা শাহী মসজিদ নওগাঁ

Diary of 30th September-৩০ সেপ্টেম্বরের দিনলিপি