Diary of 14th September-১৪ই সেপ্টেম্বরের দিনলিপি
14th September, Wednesday
আজ-বুধবার
৩০শে ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ,
১৪ই সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,
১৭ই সফর ১৪৪৪ হিজরি।
ভুমিকা/Introduction:
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।
ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।
আজকের দিনের তারিখ সময় লগ্নসহ সংক্ষিপ্ত বর্ণনা পঞ্জিকা থেকে। মঙ্গলবার, পহেলা (১লা) ডিসেম্বর ২০২২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
জন্ম/Birth:
৩০শে ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ,
১৪ই সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,
১৭ই সফর ১৪৪৪ হিজরি।
বুধবার, আজ যাদের শুভ জন্মদিন তাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। অনাবিল সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক তাদের জীবন। চারপাশ ঘিরে থাক খুশির আভা। সুস্থ্য সুন্দর জীবন নিয় বেঁচে থাকুন তারা হাজার বছর।
১৭৬৯ সালের আজকের দিনে জন্ম গ্রহন করেন জার্মানীর খ্যাতনামা সমাজ বিজ্ঞানী আলেক্সান্ডার ভন হাম্বুল্ড।
জার্মান ভাষাবিজ্ঞানী ফ্রান্ৎস বপ এর জন্ম ১৭৯১ সালের এই দিনে। তিনি ইন্দো-ইউরোপীয় ভাষাসমূহের গবেষণার একজন অগ্রপথিক ছিলেন। এ বিষয়ে তিনি অনেক কাজ করেন।
নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজি আইনজীবী ও রাজনীতিবিদ রবার্ট সীসিল ১৮৬৪ সালের এই দিনে জন্ম গ্রহন করেন। তিনি ছিলেন একজন জার্মান সমাজতান্ত্রিক সাংবাদিক এবং জার্মানির সমাজ-গণতান্ত্রিক দলের সবচেয়ে প্রভাবশালী ডানপন্থী ব্যক্তি। একটি গোঁড়া ইহুদি পরিবারে তার জন্ম।
১৮৭১ সালের এই দিনে জন্ম নেন ইয়োসেফ বøক। তিনি ছিলেন একজন জার্মান সমাজতন্ত্রবাদী সাংবাদিক।
বাঙালি হিন্দু ধর্ম সংস্কারক অনুকূলচন্দ্র ঠাকুর ১৮৮৮ সালের এই দিনে ব্রিটিশ ভারতের বঙ্গ প্রদেশের পাবনা জেলার হিমায়তপুরে জন্মগ্রহণ করেন, যা বর্তমানে বাংলাদেশের অন্তর্গত। তিনি ছিলেন একজন বাঙালি ধর্মগুরু ও অনুকূলচন্দ্র সৎসঙ্গ নামক সংগঠনের প্রবর্তক।
১৯০৯ সালের আজকের এই দিনে বিহারের হাজারিবাগে জন্ম নেন সুবোধ ঘোষ। তাদের পৈত্রিক নিবাস অধুনা বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুরের বহর গ্রামে। তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক ও বিশিষ্ট কথাসাহিত্যিক। তার কৃতিত্বের কারনে তিনি আনন্দ পুরস্কার ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক লাভ করেন।
নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ লরেন্স রবার্ট ক্লাইন এর জন্ম ১৯২০ সালের এই দিনে ।
কিউবান আলোকচিত্র শিল্পী আলবের্তো কোর্দা ১৯২৮ সালের এই দিনে হাভানা, কিউবায় জন্ম গ্রহন করেন। ১৯৬০ সালের মার্চ মাসে অনুষ্ঠিত এক শোকসভায় তিনি বিপ্লবী নেতা চে গেভারার একটি ছবি তুলে ব্যাপক পরিচিতি লাভ করেন। অনেক সমালোচকের মতে সেই প্রতিকৃতিটি হচ্ছে আলোকচিত্রের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত ছবি এবং বিংশ শতাব্দীর একটি অসামান্য প্রতীকও ।
![]() |
আলবের্তো কোর্দা |
নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান চিকিৎসক ও ফার্মাকোলজিস্ট ফরিদ মুরাদ জন্ম গ্রহন করেন ১৯৩৬ সালের আজকের এই দিনে ।
১৯৪১ সালের এই দিনে জন্ম নেন রাম চাঁদ গোয়ালা, যিনি একজন ক্রিকেট খেলোয়ার ও বাংলাদেশের প্রথম বাম-হাতি স্পিনার।
আইরিশ নিউজিল্যান্ড অভিনেতা ও পরিচালক স্যাম নিইল এর জন্ম ১৯৪৭ সালের এই দিনে।
১৯৫৬ সালের এই দিনে জন্ম গ্রহন করেন কোস্তাস কারামানলিসের। তিনি গ্রিক আইনজীবী ও রাজনীতিবিদ এবং ১৮১ তম সেখানকার প্রধানমন্ত্রী।
রাশিয়ান আইনজীবী, রাজনীতিবিদ ও ৩য় রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেভ ১৯৬৫ সালের এই দিনে জন্ম নেন।
১৯৮৫ সালের এই দিনে জন্ম নেন জাপানি অভিনেত্রী ও গায়ক আয়া উএট।
২০০৮ মিস আমেরিকা কার্স্টেন হাগলুন্ড এর জন্ম ১৯৮৮ সালের এই দিন ।
মৃত্যু/Death:
১৩২১ সালের এই দিনে মারা যান ইতালিয় কবি দান্তে আলিগিয়েরি।
ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান মন্ত্রী ও সমাজসেবী জন হার্ভাড মারা যান ১৬৩৮ সালের আজকের দিনে ।
ইতালীয় ফরাসি গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও প্রকৌশলী জিওভান্নি ডোমেনিকো ক্যাসিনি মৃত্যু বরণ করেন ১৭১২ সালের এই দিনে।
১৮৫১ সালের এই দিনে মারা যান জেমস ফেনিমরে কুপার, তিনি ছিলেন একজন আমেরিকান সৈন্য ও লেখক।
মার্কিন যুক্তরাষ্ট্রের (আমেরিকা) ২৫তম রাষ্ট্রপতি উইলিয়াম ম্যাকিন্লি (১৮৪৩ Ñ ১৯০১) মারা যান ১৯০১ সালের এই দিনে । ১৮৯৭ থেকে ১৯০১ সালে আততায়ীর গুলিতে নিহত হরার পুর্ব পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন।
![]() |
উইলিয়াম ম্যাকিন্লি |
১৯১৬ সালের এই দিনে মারা যান নোবেল পুরস্কার বিজয়ী স্প্যানিশ প্রকৌশলী, গণিতবিদ ও নাট্যকার হোসে এচেগারাই।
১৯৪০ সালের এই দিনে মারা যান খ্যাতনামা সেতার বাদক নীরদাকান্ত লাহিড়ী চৌধুরী ।
জার্মান দার্শনিক রুডলফ করেনাপ মারা যান ১৯৭০ সালের এই দিনে।
১৯৭১ সালের এই দিনে মারা যান বাঙালি কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় (১৮৯৮-১৯৭১)। তিনি অনেক উপন্যাস, ছোটোগল্প-সংকলন, নাটক, ৪টি প্রবন্ধ-সংকলন, ৪টি স্মৃতিকথা, ২টি ভ্রমণকাহিনি, একটি কাব্যগ্রন্থ ও একটি প্রহসন রচনা করেন। তিনি ১৯৫৫ সালে রবীন্দ্র পুরস্কার ও ১৯৫৬ সালে সাহিত্য একাডেমি পুরস্কার এবং ১৯৬৭ সালে গণদেবতা উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার অর্জন করেন। এছাড়াও তিনি ১৯৬২ সালে পদ্মশ্রী এবং ১৯৬৮ সালে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন।
আমেরিকান অভিনেতা ও গায়ক ওয়াারেন হুল মারা যান ১৯৭৪ সালের এই দিনে।
১৯৭৫ সালের এই দিনে মৃত্যু বরণ করেন বাংলা ভাষার একজন অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক ও গল্পলেখক নরেন্দ্রনাথ মিত্র । সাহিত্যে কর্মের জন্য ১৯৬২ সালে তিনি আনন্দ পুরস্কার পান।
আফগান সাংবাদিক, রাজনীতিবিদ ও ৩য় প্রেসিডেন্ট প্রেসিডেন্ট নূর মোহাম্মদ তারাকি ১৯৭৯ সালের আজকের দিনে মারা যান।
১৯৮২ সালের এই দিনে মারা যান লেবাননের রাষ্ট্রপতি বাসির গামায়েল।
মার্কিন অভিনেত্রী ও চিত্রশিল্পী জ্যানেট গেনর মারা যান ১৯৮৪ সালের এই দিনে।
২০০৫সালের এই দিনে মারা যান ভøাদিমির ভল্কঅফ, তিনি ছিলেন ফরাসি লেখক।
২০১২ সালের এই দিনে মারা যান নিউজিল্যান্ড চিত্রশিল্পী ডন বিননি।
বাংলাদেশী বর্ষীয়ন চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চু মারা যান ২০২০ সালের আজকের এই দিনে।
পুরো পৃথিবীতে ঘটা উল্লেখ যোগ্য ঘটনাবলীর সারাংস/Past Events:
আল হাদির মৃত্যুর পর তার ভাই হারুন অর রশিদ আব্বাসীয় খলিফা নিযুক্ত হন ০৭৮৬ খ্রিস্টাব্দের এই দিনে ।
১৮০৪ সালের এই দিনে আবহাওয়া গবেষণার কাজে প্রথম বেলুনকে ব্যবহার করা হয়।
পৃথিবীর ইতিহাসের অন্যতম একটি ভয়াবহ অগ্নীসংযোগের ঘটনা ঘটে ১৮১২ সালের এই দিনে রাশিয়ার রাজধানী মস্কোয়।
১৮৬৭ সালের আজকের দিনে কার্ল মার্ক্স দাস কাপিটাল প্রকাশিত হয় ।
রাশিয়াকে রিপাবলিক ঘোষণা করা হয় ১৯১৭ সালের এই দিনে।
১৯৪৯ সালের এই দিনে ড. অ্যাডেনর জার্মানির প্রথম চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হন।
১৯৫৯ সালের এই দিনে প্রথম মহাশূন্যযান সোভিয়েতের লুনিক-২ চাঁদে অবতরণ করে।
১৯৮৯ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হিসেবে এফ ডবøু ডি ক্লার্ক নির্বাচিত হন।
১৯৯৫ সালের এই দিনে কলকাতায় পাতাল ট্রেন চালু হয়।
২০০৩ সালের এই দিনে ইউরোপীয় ইউনিয়নে এস্তেনিয়াকে সংযুক্তির অনুমতি।
পালিত দিবস/Days:
ভারতে আজকের এই দিন কে হিন্দী দিবস হিসেবে উৎযাপিত হয়।
সরকারী ছুটি/Gov. Holydays:
অন্যান্য দেশে ছুটি থাকলেও বাংলাদেশে কোন ছুটি নাই আজকে।
অন্যান্য/Others:
আজকের দিনে বিশে^ নানা প্রতিভার মধ্যে ২ জন নোবেল বিজয়ী ও কবি,সাহিত্যিক, লেখক , ধর্মগরু ও সমাজ বিজ্ঞানীর জন্ম হয়। এই দিনে মারা যান মন্ত্রী, রাষ্ট্রপতি , সঙ্গীতজ্ঞ, লেখক সহ বিখ্যাত কিছু ব্যক্তি। ১৪ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৫৭তম (অধিবর্ষে ২৫৮তম) দিন। বছর শেষ হতে আপনাকে গুনতে হবে আরো ১০৮ দিন।
পরিশেষ/Conclusion:
ভুল ত্রæটি ক্ষমা যোগ্য। আমি শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্য গুলি সংগ্রহ করে একত্রিভুত করেছি আমার লেখার দ্বারা আমার বøগে, সবার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে। ভুল-ত্রæটি কিংবা সংযোজন-বিয়োজন প্রতি বছর আপডেট করব ইনশাল্লাহ্ আপনাদের সহযোগিতা পেলে।
Comments
Post a Comment