Diary of 5th September-৫ সেপ্টেম্বর এর দিনলিপি
5th September, Monday
আজ-সোমবার
২১ই ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ,
০৫ সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,
৮ই সফর ১৪৪৪ হিজরি।
f’wgKvt / Introduction:
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।
ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।
আজকের দিনের তারিখ সময় লগ্নসহ সংক্ষিপ্ত বর্ণনা পঞ্জিকা থেকে। মঙ্গলবার, পহেলা (১লা) ডিসেম্বর ২০২২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
জন্ম /Birth:
২১ই ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ,
০৫ সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,
৮ই সফর ১৪৪৪ হিজরি।
সোমবার, আজ যাদের শুভ জন্মদিন তাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। অনাবিল সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক তাদের জীবন। চারপাশ ঘিরে থাক খুশির আভা। সুস্থ্য সুন্দর জীবন নিয় বেঁচে থাকুন তারা হাজার বছর।
৬৯৯ খ্রিস্টাব্দে ইরাকের কুফা নগরীতে আবু হানিফা আল-নোমান ইবনে সাবিত ইবনে যুতা ইবনে মারযুবান (ইমাম আবু হানিফা), ইরাকি বিশেষজ্ঞ এবং ইসলামী ব্যক্তিত্ব জন্ম গ্রহন করেন আজকের এই দিনে। উপনাম ইমাম আবু হানিফা নামেই অধিক পরিচিত। তিনি ছিলেন ফিকহশাস্ত্রের একজন প্রখ্যাত বিশেষজ্ঞ এবং হিজরী প্রথম শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ ইসলামী ব্যক্তিত্ব।
ফ্রান্সের রাজা অষ্টম লুইস জন্ম গ্রহন করেন ১১৮৭ সালের এই দিনে।
১৭৭৪ সালের এই দিনে জন্ম নেন জার্মান চিত্রকর, ক্যাস্পার ডেভিড ফ্রেডরিখ ।
ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি, আদর্শ শিক্ষক ও দার্শনিক ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ তামিলনাডুর তিরুট্টানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন ১৮৮৮ সালের আজকের এই দিনে। একাধারে তিনি ছিলেন রাজনীতিবিদ, দার্শনিক ও অধ্যাপক।
![]() |
ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ |
শান্ত এই মানুষটি ছাত্রজীবনে অতি মেধাবী ছিলেন এবং জীবনে কোন পরীক্ষায় তিনি দ্বিতীয় হননি। নানা বৃত্তির অর্থের দ্বারা তার ছাত্র জীবন এগিয়ে চলত। ১৯৩১ সালে তাকে ইৎরঃরংয শহরমযঃযড়ড়ফ-এ সম্মানিত করা হয়। ১৯৫৪তে ভারতরতœ উপাধি পান তিনি।
১৯২১ সালের এই দিনে বৃটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালিতে জন্ম নেন ভারতীয় খ্যাতনামা বাঙালি কার্টুনিস্ট রেবতীভূষণ ঘোষ। তিনিই ভারতের প্রথম অ্যামিনেশন ফিল্ম মিচকে-পটাশ-এর চরিত্রাঙ্কন করেছিলেন।
মোহিনী চৌধুরী খ্যাতনামা বাঙালি কবি, গীতিকার ও চিত্র পরিচালক , অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলার কোটালিপাড়ায় ১৯২৯ সালের এই দিনে জন্ম গ্রহন করেন।গ্রামোফোন রেকর্ড ও চলচ্চিত্রে তার অসংখ গান শ্রোতাদের ভেতর খুব জনপ্রিয়তা অর্জন করে। যার কিছু আজো বাঙালির মুখে মুখে ফেরে। 'মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান' নামক দেশাত্মবোধক গানটির জন্যে তিনি গানের জগতে চিরস্মরনীয় হয়ে আছেন যে গানটির সুরকার ছিলেন কৃষ্ণচন্দ্র দে।
১৯৩৯ সালের এই দিনে অস্ট্রেলীয় অভিনেতা ও সাবেক মডেল জর্জ লেজনবি জন্ম নেন। তিনি কাল্পনিক চরিত্র ব্রিটিশ গোয়েন্দা জেমস বন্ড চরিত্রে অন হার ম্যাজেস্টিস সিক্রেট সার্ভিস (১৯৬৬) চলচ্চিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত এবং গোল্ডেন গেøাব পুরস্কারের মনোনীত হন।
মার্কিন অভিনেত্রী ও গায়িকা রাকেল ওয়েলচ ১৯৪০ সালের এই দিনে জন্ম গ্রহন করেন। ফ্যান্ট্যাস্টিক ভয়েজ (১৯৬৬) চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি।
![]() |
রাকেল ওয়েলচ |
১৯৫১ সালের এই তারিখে মাইকেল কিটন, যিনি হলেন একজন মার্কিন অভিনেতা, প্রযোজক ও পরিচালক জন্ম গ্রহন করেন। তিনি সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গেøাব পুরস্কার, ও শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ হাস্যরসাত্মক অভিনেতা বিভাগে ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তাছাড়া একাডেমি পুরস্কার, বাফটা পুরস্কার, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারও লাভ করেন।
ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, গীতিকার, ও অভিনেতা বিধু বিনোদ চোপড়া ভারতের জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। তার কর্ম জীবনে তিনি অসামান্য সাফল্যের কারনে তিনি ৬টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ৫টি ফিল্মফেয়ার পুরস্কার, ২টি আইফা পুরস্কারসহ আরও বেশ কয়েকটি পুরস্কার লাভ করেন।
১৯৫৪ সালের এই দিনে জন্ম নেন রিচার্ড অস্টিন যিনি একজন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার।
১৯৭০ সালের এই দিনে জন্ম নেন মোহাম্মদ রফিক যিনি একজন বাংলাদেশী ক্রিকেটার।
ভারতীয় শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত শিল্পী আয়ান আলি খান জন্ম গ্রহন করেন ১৯৭৯ সালের এই দিনে।
১৯৯১ সালের এই দিনে জন্ম গ্রহন করেন বাংলাদেশি সংগীত শিল্পী ইমরান মাহমুদুল হক।
মৃত্যু /Death:
১১৬৫ সালের এই দিনে মারা যান জাপানের সম্রাট নিযো।
তুর্কী সুলতান সোলাইমান আজম মারা যান ১৫৬৬ সালের ৫ই সেপ্টেমব্বর অর্থাৎ আজকের এই দিনে।
১৭৮৬ সালের এই দিনে মারা যান ইংরেজ ব্যবসায়ী ও পর্যটক জন হ্যানয় ।
১৮৫৭ সালে ফরাসি সমাজ বিজ্ঞানী অগুস্ত কোঁত (১৭৯৮ -১৮৫৭) মৃত্যু বরণ করেন আজকের এই দিনে। তিনি ছিলেন বিজ্ঞানী ও লেখক। সর্ব প্রথম সোসিওলজি শব্দটি তিনিই ব্যবহার করেন। আর তাকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়। সমাজবিজ্ঞানে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের জন্য তিনি চিরস্মরনীয় বিশ^ দরবারে।
১৮৫৯ সুলেমান বন্দরনায়েক নিহত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী তিনি মারা যান ১৮৫৯ সালের আজকের এই দিনে।
বাঙালি অভিনেতা, নাট্য লেখক এবং মঞ্চ ব্যক্তিত্ব অর্ধেন্দুশেখর মুস্তফি (১৮৫০ -১৯০৮) মারা যান ১৯০৮ সালের এই দিনে। তিনি ১৮৭২ থেকে ১৯০৪ সাল পর্যন্ত ভারতীয় জাতীয় থিয়েটার সহ বিভিন্ন থিযয়েটরে অভিনয় করেছেন।
ভারতের জাতীয়তাবাদী স্বাধীনতা সংগ্রামী নিরালম্ব স্বামী- প্রকৃত নাম যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মৃত্যু বরণ করেন আজকের এই দিনে ১৯৩০ সাালে ।
বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে শহীদ হন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীর শ্রেষ্ঠ” উপাধিতে তাকে ভূষিত করা হয়।
![]() |
নূর মোহাম্মদ শেখ |
আব্দুল আলীম, লোক সঙ্গীতের কণ্ঠশিল্পী আব্দুল আলীম মারা যান ১৯৭৪ সালের এই দিনে। গ্রামীণ বাংলার লোক সঙ্গীতকে যিনি বিশ^ দরবারে পৌছে দিয়েছেন তার নামই হচ্ছে আব্দুল আলীম। তার লেখা ও সুরে এখনো অনেক গান নতুন প্রজন্মের শিল্পীরাও গাইছে। তৎকালীন বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ সহ অনেক বাংলা চলচ্চিত্রে আব্দুল আলীম গান করেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্রটি হলো ‘লালন ফকির’। সব মিলিয়ে তার প্রায় ৫০০টির মতো গান রেকর্ড হয়েছিল তার।
![]() |
আব্দুল আলীম |
১৯৯৫ সালের এই দিনে মারা যান খ্যাতনামা ভারতীয় সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার এবং গল্পকার সলিল চৌধুরী ( ১৯২৫ - ১৯৯৫)। তার মৌলিক কবিতাগুলোর জন্যে তিনি ব্যাপকভাবে নন্দিত এবং প্রশংসিত ও স্মরণীয়।
১৯৯৭ শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী আলবেনীয় ভারতীয় মিশনারী মাদার তেরেসা(১৯১০ -১৯৯৭) মৃত্যু বরণ করেন ১৯৯৭ সালের এই দিনে। তিনি ছিলেন একজন আলবেনীয় বংশোদ্ভুত ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী এবং ধর্মপ্রচারক। তার জন্মস্থান অটোমান সাম্রাজ্যের আলবেনিয়ার স্কপিয়ে। আঠারো বছর বয়স পর্যন্ত তিনি সেখানেই কাটান। ১৯২৮ সালে তিনি তৎকালীন ব্রিটিশ উপনিবেশ ভারতে খ্রিস্টধর্ম প্রচার অভিযানে আসেন। জীবনের বাকি অংশ তিনি ভারতেই থেকে যান। তেরেসা নানা পুরস্কার সহ ১৯৭৯ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পান।
![]() |
মাদার তেরেসা |
১৯৫০ সালে দ্য মিশনারিজ অফ চ্যারিটি নামে কলকাতায় তিনি একটি খ্রিস্ট ধর্মপ্রচারণাসংঘ প্রতিষ্ঠা করেন।
বাংলাদেশী অর্থনীতিবিদ সাইফুর রহমান ( ১৯৩২ - ২০০৯) ২০০৯ সালের এই দিনে মারা যান। তিনি ছিলেন বাংলাদেশের অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ। তিনি সেদেশের জাতীয় সংসদের সর্বোচ্চ ১২ বার বার্ষিক অর্থ বাজেট পেশকারী একজন অর্থমন্ত্রী। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতা ছিলেন এবং যিনি সবচেয়ে বেশী সময়কালীন বাংলাদেশের অর্থমন্ত্রর দায়িত্বে ছিলেন। ভাষা আন্দলোনের অবদানের জন্য তিনি একুশে পদক ও পান।
পুরো পৃথিবীতে ঘটা উল্লেখ যোগ্য ঘটনাবলীর সারাংস / Past Event:
১৬১২ সালের এই দিনে চারটি যুদ্ধজাহাজ নিয়ে ইষ্ট ইন্ডিয়া কোম্পানি নৌবাহিনী গঠন করে।
১৬৬৬ সালের এই দিনে লন্ডনে অগ্নিকান্ডের সমাপ্তি যার স্থায়িত্ব ছিল তিনদিন। ওই অগ্নিকান্ডে ১০০০০ ঘড়-বাড়ি পুড়ে যায় এবং প্রায় ১৬ জনের প্রাণহানি ঘটে।
ব্রিটিশ বাহিনী বাজমহলের কাছাকাছি উদয় নালায় মীর কাসিমকে পরাজিত করে ১৭৬২ সালের এই দিনে।
রাশিয়া ও জাপানের মধ্যেকার শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় ১৯০৫ সালের আজকের দিনে।
১৯১০ সালের এই দিনে ১৫৭ টি গান সহ কবিতার সংকলন গীতাঞ্জলি প্রথম বাংলায় প্রকাশিত হয়।
১৯৩৯ সালের আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন যুক্তরাষ্ট্র তার নিরপেক্ষতা ঘোষণা দেয়।
রোম অলিম্পিক আসরে মোহাম্মদ আলী বক্সিংয়ে স্বর্ণপদক বিজয়ী হন ১৯৬০ সালে এই দিনে।
১৯৬২ সালের এই দিনে প্রথম ভারতে শিক্ষক দিবস উদ্যাপন শুরু হয়।
১৯৭২ সালের এই দিনে প্যালেস্টাইন স্বাধীনতাকামী দল মিউনিখ অলিম্পিক গেমসে ১১ জন ইসরায়েলিকে জনতাকে হত্যা করে।
টাভালু জাতিসংঘে যোগ দেয় ২০০০ সালের আজকের দিনে।
পালিত দিবস / Days:
ভারতে এই দিনে শিক্ষক দিবস পালিত হয়।
৫ই সেপ্টেম্বও আন্তর্জাতিক দাতব্য দিবস।
এই দিনকে শকুন সচেতনতা দিবস হয়ে পালিত হয়ে থাকে কোন কোন দেশে।
miKvix QwzU / Official Holydays:
অন্যান্য দেশে ছুটি থাকলেও বাংলাদেশে কোন ছুুটি ঘোষনা নেই।
অন্যান্য /Others:
আজকের এই দিনে বিশে^ নামকরা লোকেদের মধ্যে বেশীর ভাগ ই জন্ম গ্রহন করেছেন অভিনেতা। এই দিনে মারা যান টিভি ব্যক্তিত্ব ও সঙ্গিত শিল্পিসহ শান্তিতে নোবেল বিজী মাদার তেরেসা মারা যান। ৫ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৪৮তম (অধিবর্ষে ২৪৯তম) দিন। বছর শেষ হতে আপনাকে গুনতে হবে আরো ১১৭ দিন।
পরিশেষ /Conclusion:
ভুল ত্রæটি ক্ষমা যোগ্য। আমি শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্য গুলি সংগ্রহ করে একত্রিভুত করেছি আমার লেখার দ্বারা আমার বøগে, সবার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে। ভুল-ত্রæটি কিংবা সংযোজন-বিয়োজন প্রতি বছর আপডেট করব ইনশাল্লাহ্ আপনাদের সহযোগিতা পেলে।
Comments
Post a Comment