Diary of September 7-৭ সেপ্টেম্বর এর দিনলিপি
7th
September,
Wednesday
আজ-বুধবার
২৩ই ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ,
০৭ সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,
১০ই সফর ১৪৪৪ হিজরি।
ভুমিকা/Introduction:
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।
ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।
আজকের দিনের তারিখ সময় লগ্নসহ সংক্ষিপ্ত বর্ণনা পঞ্জিকা থেকে। বুধবার, ০৭ সেপ্টেম্বর, ২০২২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
জন্ম/Birth:
২৩ই ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ,
০৭ সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,
১০ই সফর ১৪৪৪ হিজরি।
বুধবার, আজ যাদের শুভ জন্মদিন তাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। অনাবিল সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক তাদের জীবন। চারপাশ ঘিরে থাক খুশির আভা। সুস্থ্য সুন্দর জীবন নিয় বেঁচে থাকুন তারা হাজার বছর।
১৫৩৩ সালের এই দিনে ইংল্যান্ডের রাণী প্রথম এলিজাবেথ ইংল্যান্ডের গ্রিনউইচে জন্মগ্রহণ করেন । টিউডর রাজবংশের পঞ্চম ও সর্বশেষ রানী ছিলেন তিনি। ১৫৫৮ থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত ইংল্যান্ডের রাণী, ফ্রান্সের রাণী (পদাধিকার অনুসারে) ও আয়ারল্যান্ডের রাণী ছিলেন। মৃত্যুর ২০ বছর পরও সোনালি যুগের শাসক হিসেবে বেশ সমাদৃত ছিলেন তিনি।
১৭০৭ সালের এই দিনে ফরাসি প্রকৃতিবিদ, গণিতজ্ঞ, জীববিজ্ঞানী, বিশ্বতত্ত্ববিদ এবং লেখক জর্জ-লুই ল্যক্লের কোঁত দ্য বুফোঁ জন্ম গ্রহন করেন।
১৮২৬ সালের এই দিনে বাঙালি চিন্তাবিদ এবং সাহিত্যিক রাজনারায়ণ বসু বর্তমান পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার বোড়াল গ্রামে জন্ম গ্রহন করেন। তার পূর্ব পুরুষদের আদিনিবাস ছিল গড় গোবিন্দপুর, কলকাতা।
রুশ কথাসাহিত্যিক আলেকসান্দর কুপ্রিনের জন্ম ১৮৭০ সালের এই দিনে।
১৮৭০ সালের এই দিনে আমেরিকান ক্রীড়াাবিদ টমাস কার্টিস জন্মগ্রহন করেন ।
আইরিশ বেসবল প্লেয়ার মাইক নিল জন্মগ্রহন করেন ১৮৭৭ সালের আজকের এই দিনে।
১৮৮৭ সালের আজকের এই দিনে জন্ম নেন বাঙালি সংস্কৃত- তন্ত্র পন্ডিত ও দার্শনিক গোপিনাথ কবিরাজ তৎকালীন বৃটিশ ভারতের বর্তমানের বাংলাদেশের ময়মনসিংহ জেলার টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা গ্রামে।নানা পুরস্কার ও সাহিত্যের সর্বচ্চ সম্মাননা সহ ১৯৬৪ সালে তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন।
প্রখ্যাত চিকিৎসাবিজ্ঞানী কুমুদশঙ্কর রায় বৃটিশ ভারতের অধুনা বাংলাদেশের ঢাকা জেলার তেঁওতা গ্রামে এক জমিদার পরিবারে জন্ম গ্রহন করেন ১৮৯২ সালের এই দিনে। চিকিৎসা বিজ্ঞানে যক্ষা গবেষনা ও নিরাময়ের জন্য তার অবদানের কারনে স্মরনীয় হয়ে আছেন।
১৮৯৪ সালের এই দিনে অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্রিকেটার ভিক রিচার্ডসন (ভিক্টর ইয়র্ক রিচার্ডসন) ওবিই দক্ষিণ অস্ট্রেলিয়ার পার্কসাইড এলাকায় জন্মগ্রহণ করেন । তিনি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়কত্ব করেন।
হিউলেট প্যাকার্ড কোম্পানির অন্যতম প্রতিষ্ঠাতা , মার্কিন প্রকৌশলী ও ব্যবসায়ী ডেভিড প্যাকার্ড জন্ম নেন ১৯১২ সালের এই দিনে। তিনি ১৯৮৮ সালে ন্যাশনাল মেডেল অব টেকনোলজি অর্জন করেন।
১৯১৩ সালের এই দিনে ল্যাঙ্কাশায়ারের সাউথপোর্টের এইন্সডেলে এক মানক্স পরিবারে জন্মগ্রহণ করেন স্যার জন অ্যান্থনি কোয়েল। তিনি একজন ইংরেজ অভিনেতা ও মঞ্চ নির্দেশক। তিনি মঞ্চ ও টেলিভিশনে ত্রিশের অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ে কৃতিত্বের কারনে তিনি গেøাব পুরস্কার অভিনেতা একাডেমি পুরস্কার সহ আরও অনেক পুরস্কার লাভ করেন।
১৯১৭ সালের এই দিনে জন্ম গ্রহন করেন নোবেলজয়ী অস্ট্রেলীয় জৈবরসায়নবিদ জন কর্নফোর্থ।
১৯২০ সালের এই দিনে বাঙালি সাহিতি আশুতোষ মুখোপাধ্যায় অধুনা পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী শহর কলকাতার বৌবাজারের মলঙ্গা লেনে একটি ভাড়াটিয়া বাড়িতে সেসময়ের ভবানীপুর অঞ্চলের বিখ্যাত চিকিৎসক গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায় ও জগত্তারিণী দেবীর ঘরে জন্মগ্রহণ করেন।তাদের পুর্বপুরুষদের আদিবাস ছিল অধুনা পশ্চিমবঙ্গের হুগলী জেলার জিরাট-বলাগড় গ্রামে। তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ছিলেন।
ভারতীয় অভিনয় শিল্পী, গায়ক, এবং পরিচালক ভানুমতি রামকৃষ্ণ ১৯২৫ সালের আজকের এই দিনে জন্মগ্রহন করেন।
১৯২৭ সালের এই দিনে জন্ম নেন ইংরেজি লেখক এবং চিত্রকর এরিক হিল।
১৯৩৪ সালের আজকের দিনে জন্ম নেন ভারতের পশ্চিমবঙ্গের একজন জনপ্রিয় বাঙালি লেখক এবং কবি সুনীল গঙ্গোপাধ্যায় বাংলাদেশের মাদারীপুর জেলায়,কালকিনি থানার মাইজপাড়া গ্রামে। জন্ম বাংলাদেশে হলেও তিনি বড় হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গে।তার লেখায় তিনি সুনীল গঙ্গোপাধ্যায় ছাড়াও "নীললোহিত", "সনাতন পাঠক", "নীল উপাধ্যায়" ইত্যাদি ছদ্মনাম ব্যবহার করতেন। তার অনেক কবিতা সাধারণ মানুষের মুখস্থ। তিনি ১৯৭২ ও ১৯৮৯ খ্রিষ্টাব্দে আনন্দ পুরস্কার এবং ১৯৮৫ খ্রিষ্টাব্দে সাহিত্য একাডেমী পুরস্কারে ভূষিত হন।
![]() |
সুনীল গঙ্গোপাধ্যায় |
১৯৬২ সালের এই দিনে জন্ম নেন বাংলাদেশী রাজনীতিবিদ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অষ্টম জাতীয় সংসদে তিনি বাংলাদেশের উপ মন্ত্রীর দায়িত্বে ছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর একজন সদস্য হিসাবে সক্রিয় ছিলেন।
১৯৬৮ সালের এই দিনে জন্ম নেন মার্সেল দেসায়ি। তিনি একজন ফরাসি ফুটবলার।
মার্কিন অভিনেত্রী, মডেল ও সঙ্গীতজ্ঞ ইভান রেচেল উড জন্ম গ্রহন করেন ১৯৮৭ সালের এই দিনে। ইভান ২০০৩ সালে নাট্যধর্মী চলচ্চিত্র থার্টিন-এ ট্রেসি ফ্রিল্যান্ড চরিত্রে অভিনয় করে সমাদৃত হন এবং চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গেøাব পুরস্কার অর্জন করেন।
![]() |
ইভান রেচেল উড |
মৃত্যু/Death:
১৯০৭ সালের এই দিনে প্রথম সাহিত্যে নোবেলজয়ী ফরাসি কবি সুলি প্রুদহোমের মৃত্যু হয়।
ইংরেজি চিত্রশিল্পী উইলিয়াম হলমেন হান্ট মৃত্যুবরণ করেন ১৯১০ সালের আজকের এই দিনে।
বিশিষ্ট বাঙালি সাংবাদিক, দেশপ্রেমিক ও বক্তা শ্যামসুন্দর চক্রবর্তী মারা যান ১৯৩২ সালের এই দিনে।
১৯৪৯ সালের এই দিনে মারা যান মেক্সিকান চিত্রশিল্পী হোস ওরোস্কার ।
১৯৭৬ সালের এই দিনে স্বাধীনতা সংগ্রামী ও যুগান্তর দলের কান্ডারি সুরেন্দ্রমোহন ঘোষ (১৮৯৩ - ১৯৭৬) ৮৩ বছর বয়সে মারা যান। তিনি ছিলেন ভারতের লোকসভার ও রাজ্যসভার একজন সদস্য। তিনি দীর্ঘ ২৪ বছর ব্রিটিশ রাজের কারাদন্ড ভোগ করেছিলেন এবং জেলে অনশন করেন মোট ৯৬ দিন।
১৯৯১ সালের এই দিনে মারা যান মার্কিন পদার্থবিজ্ঞানী ও নোবেল বিজয়ী এডউইন মাটিসন ম্যাকমিলান। তিনি ১৯৫১ সালে রসায়নে নোবেল পুরস্কার অর্জন করেন।
![]() |
এডউইন মাটিসন ম্যাকমিলান |
জায়ারের একনায়ক মবুতু সেসে সেকো মৃত্যুবরণ করেন ১৯৯৭ সালের এই দিনে।
১৯৯৯ সালের এই দিনে মারা যান পুলক বন্দ্যোপাধ্যায় (১৯৩৪ - ১৯৯৯)। তিনি ভারতীয় বাঙালি গীতিকার ও সুরকার। বাংলা চলচিত্র শাখায় ও তার ছিল অনন্য অবদান।
২০১০ সালের আজকের দিনে মারা যান আমেরিকান লেখক বারবারা হল্যান্ড।
পাকিস্তানি ফুটবলার আব্দুল গাফুর মৃত্যুবরণ করেন ২০১২ সালের আজকের এই দিনে।
পুরো পৃথিবীতে ঘটা উল্লেখ যোগ্য ঘটনাবলীর সারাংস/ Past Events:
৭০ খ্রিস্টাব্দের এই দিনে তিতের অধীনে একটি রোমান সেনাবাহিনী জেরু জালেম দখল করে এবং লুণ্ঠন করেছিল।
লুই দ্য স্ট্যামেরারকে পশ্চিম ফ্রান্সিয়ার রাজা হিসাবে পোপ জন পঞ্চম জন দ্বারা নিযুক্ত হয়ছিল ৮৭৮ খ্রিস্টাব্দের এই দিনে।
১১৫৯ সালের এই দিনে পোপ আলেকজান্ডার তৃতীয় নির্বাচিত হয়ছিল।
১১৯১ সালের এই দিনে আরসুফের কাছে সালাউদ্দিনকে পরাজিত করেছিলেন ইংল্যান্ডের রিচার্ড প্রথম।
১২২৮ সালের এই দিনে রোমান সম্রাট ফ্রেডেরিক দ্বিতীয় ইস্রায়েলের একরে অবতরণ করেন।
নরফোকের চতুর্থ ডিউক টমাস হাওয়ার্ডকে ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথকে হত্যার ষড়যন্ত্রের জন্য এবং তাকে স্কটসের রানী মেরির সাথে প্রতিস্থাপনের জন্য গ্রেপ্তার করা হয়েছিল ১৫৭১ সালের আজকের এই দিনে।
১৫,০০০ হান কৃষক এবং মিলিশিয়া তাইওয়ানের ডাচ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল ১৬৫২ সালের আজকের দিনে।
১৭০৬ সালের এই দিনে তুরিনের অবরোধের অবসান ঘটে, যার ফলে উত্তর ইতালি থেকে ফরাসি বাহিনীকে প্রত্যাহার করা হয়েছিল।
আমেরিকার বিপ্লব যুদ্ধ শুরু হয় ১৭৭৮ সালের এই দিনে।
১৮১২ সালের এই দিনে রাশিয়ায় ফরাসী আগ্রাসন।
সুইডেনের তৃতীয় কার্ল – নরওয়ে ট্রানড্রিমের নরওয়ের রাজা হন ১৮১৮ সালের এই দিনে।
১৮২২ সালের এই দিনে ডম পেড্রো প্রথম সাও পাওলোতে ইপিরাঙ্গা ব্রুকের তীরে ব্রাজিলকে পর্তুগাল থেকে স্বাধীন ঘোষণা করে।
১৮৫৭ সালের আজকের দিনে মাউন্টেন মেডোস গণহত্যা। মরমন বন্দোবস্তকারীরা শান্তিপূর্ণ, অভিবাসী ওয়াগন ট্রেনের বেশিরভাগ সদস্যকে জবাই করে।
১৮৬৩ সালের এই দিন আমেরিকান গৃহ যুদ্ধ। কুইনসি এ গিলমোরের অধীনে ইউনিয়ন সৈন্যরা-সপ্তাহের অবরোধের পরে মরিস দ্বীপে ফোর্ট ওয়াগনারকে ধরে ফেলল।
আমেরিকান গৃহযুদ্ধ। ইউনিয়ন জেনারেল উইলিয়াম টেকুমসেহ শেরম্যানের আদেশে আটলান্টা সরিয়ে নেওয়া হয় ১৮৬৪ সালের এই দিনে।
১৯০৪ সালের এই দিনে দলাইলামার সঙ্গে ব্রিটেনের চুক্তি হয়।
লুভের যাদুঘর থেকে মোনা লিসা চুরির অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দী হন ফরাসি কবি গিলাউম আপোলিনিয়ার ১৯১১ সালের এই দিনে।
১৯১৯ সালের এই দিনে প্রকাশিত হয় মহাত্মা গান্ধীর সম্পাদনায় প্রথম "নবজীবন" গুজরাটি মাসিক পত্রিকা ।
১৯২১ সালের আজকের দিনে আটলান্টিক সিটিতে, নিউ জার্সিতে, প্রথম মিস আমেরিকা পেজেন্ট, দুই দিনের ইভেন্ট অনুষ্ঠিত হয়।
১৯২১ সালের আজকের দিনে ক্যাথলিক গির্জার জনগণের দ্বারা তৈরী বৃহত্তম প্রেরণিক সংগঠন, মেরি অফ লেজিয়ান আয়ারল্যান্ডের ডাবলিনে প্রতিষ্ঠিত হয়েছিল।
১৯২৩ সালের এই দিনে আন্তর্জাতিক অপরাধী পুলিশ সংস্থা (ইন্টারপোল) গঠিত হয়।
১৯২৭ সালের এই দিনে প্রথম ইলেকট্রনিক টেলিভিশন সিস্টেম ফিলো ফার্নস ওয়ার্থ অর্জন করে।
লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় ১৯৩১ সালের এই দিনে।
১৯৩২ সালের এই দিনে চকো যুদ্ধের প্রথম বৃহত্তম যুদ্ধ বোকারেরেনের যুদ্ধ শুরু হয়।
১৯৪০ সালের এই দিনে জার্মান লুফটওয়াফ বিøটজ শুরু করে, লন্ডন এবং ব্রিটিশের অন্যান্য শহরগুলিতে একটানা ৫০ টির বেশি বোমা মেরেছিল।
১৯৪২ সালের এই দিনে দ্বিতীয় বিশ^ যুদ্ধের সময় জাপানি সামুদ্রিকরা সরে যেতে বাধ্য হয়।
১৯৪৩ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির ১৭ তম আর্মি দক্ষিণ রাশিয়ার কুবান ব্রিজহেড উপদ্বীপে সরিয়ে নেওয়ার কাজ শুরু করে।
১৯৪৫ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪১ সালের ডিসেম্বরের পর থেকে ওয়েক আইল্যান্ডে জাপানী বাহিনী আমেরিকা সামুদ্রিকদের কাছে আত্মসমর্পণ করেছিল।
১৯৪৫ সালের এই দিনে ১৯৪৫ এর বার্লিন বিজয় প্যারেড অনুষ্ঠিত হয়।
নিকিতা ক্রুশ্চেভ সোভিয়েত ইউনিয়েনের কমিউনিস্ট পার্টির প্রথম সচিব নির্বাচিত হন ১৯৫৩ সালের আজকের দিনে।
১৯৬৫ সালের এই দিনে ভারত-পাকিস্তান যুদ্ধের সময়, চীন ঘোষণা করেছিল যে তিনি ভারতের সীমান্তে তার সেনা আরও শক্তিশালী করবে।
১৯৬৫ সালের এই দিনে ভিয়েতনাম যুদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিনস এবং দক্ষিণ ভিয়েতনামী বাহিনী বাতাঙ্গান উপদ্বীপে অপারেশন পিরানহা শুরু করে।
জর্ডানে আরব গেরিলা এবং সরকারী বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়েছিল ১৯৭০ সালের এই দিন।
১৯৭০ সালের এই দিনে বিল শোয়েমর জনি লংডেনের রেকর্ডকে পরাজিত করে ডেল মার রেসট্র্যাকের ঘোড় দৌড়ের ইতিহাসের বিজয়ী জকি হয়ে ওঠে।
পানামা খালের অবস্থা নিয়ে পানামা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে টরিরিওস – কার্টার চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৭৭ সালের আজকের দিনে।
১৯৮১ সালের এই দিনে ব্রিটিশ উদ্ভিদ সংস্থা, গুথ্রি সফলভাবে শেয়ার কেনার পরে প্রধান শেয়ারহোল্ডার হওয়ার পরে মালয়েশিয়ার সরকার তার দায়িত্ব গ্রহণ করেছিল।
১৯৮৮ সালের এই দিনে মহাকাশের প্রথম আফগান আবদুল আহাদ মহম্মদ মহাকাশ স্টেশনে মীর এ নয় দিন কাটানোর পর পৃথিবীতে ফিরে আসেন।
১৯৯৯ সালের এই দিনে .০.০ মেগাওয়াট এথেন্সের ভূমিকম্পে অঞ্চলটি আইএক্স (সহিংস) সর্বাধিক মার্কাল্লি তীব্রতায় প্রভাবিত হয়। এবং তার ফলে ১৪৩ জন মারা গিয়েছিল।
মিশরে তার প্রথমবারের মতো বহুদলীয় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত করে ২০০৫ সালের এই দিনে।
২০০৮ সালের আজকের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার যুক্তরাষ্ট্রের বৃহত্তম বন্ধকী অর্থ সংস্থাগুলি, ফ্যানি মে এবং ফ্রেডি ম্যাকের নিজ নিয়ন্ত্রণ নেয়।
২০১২ সালের এই দিনে কানাডা আনুষ্ঠানিকভাবে তেহরানে তার দূতাবাস বন্ধ করে ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
২০১৯ সালের এই দিনে ইউক্রেনীয় চলচ্চিত্র নির্মাতা ওলেগ সেন্টসভ এবং ৬৬ ৬৬ জনকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বন্দী বিনিময়ে মুক্তি দেওয়া হয়।
পালিত দিবস / Days:
আজকের এই দিনটি হলো ব্রাজিলের স্বাধীনতা দিবস।
সরকারী ছুটি/ Gov. Holyday:
এই দিনে অন্যান্য দেশে ছুটি থাকলেও বংলাদেশে সরকারি কোন ছুটি নাই।
অন্যান্য/ Others:
আজকের এই দিনে বিশে^ নামকরা লোকেদের মধ্যে বেশীর ভাগ ই জন্ম গ্রহন করেছেন বিজ্ঞানী ,রাজনৈতিক নেতা , রাণী প্রথম এলিজাবেথ সহ কবি সাহিত্যিক। এই দিনে মারা যান চিত্র শিল্পী , অভিনেতা, পরিচালক, সাংবাদিক ও নোবেল বিজয়ীদের একজন।
৭ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৫০তম (অধিবর্ষে ২৫১তম) দিন। বছর শেষ হতে আপনাকে গুনতে হবে আরো ১১৫ দিন।
পরিশেষ/Conclusion:
ভুল ত্রæটি ক্ষমা যোগ্য। আমি শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্য গুলি সংগ্রহ করে একত্রিভুত করেছি আমার লেখার দ্বারা আমার বøগে, সবার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে। ভুল-ত্রæটি কিংবা সংযোজন-বিয়োজন প্রতি বছর আপডেট করব ইনশাল্লাহ্ আপনাদের সহযোগিতা পেলে।
Comments
Post a Comment