Diary of 18th September-১৮ই সেপ্টেম্বরের দিনলিপি

18th September, Sunday

আজ-রবিবার

০৩ আশি^ন ১৪২৯ বঙ্গাব্দ,

১৮ই সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,

২১শে সফর ১৪৪৪ হিজরি।


ভুমিকা/Introduction:

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজকের দিনের তারিখ সময় লগ্নসহ সংক্ষিপ্ত বর্ণনা পঞ্জিকা থেকে। মঙ্গলবার, পহেলা (১লা) ডিসেম্বর ২০২২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।


জন্ম/Birth:

০৩ আশি^ন ১৪২৯ বঙ্গাব্দ,

১৮ই সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,

২১শে সফর ১৪৪৪ হিজরি।

রবিবার, আজ যাদের শুভ জন্মদিন তাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। অনাবিল সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক তাদের জীবন। চারপাশ ঘিরে থাক খুশির আভা। সুস্থ্য সুন্দর জীবন নিয় বেঁচে থাকুন তারা হাজার বছর। 

     ১৭০৯ সালের এই দিনে জন্ম গ্রহন করেন  লেখক ও অভিধান প্রণেতা ড. স্যামুয়েল জনসন

     ফরাসি পদার্থবিদ জাঁ বার্নার্ড লিওঁ ফুকো’র  জন্ম প্যারিস শহরে এক প্রকাশকের পরিবারে ১৮১৯ সালের এই দিনে। 

     ঊনবিংশ শতাব্দীর সেরা বাঙালি বিজ্ঞান কল্পকাহিনী লেখক জগদানন্দ রায় বর্তমান ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগরের একটি অভিজাত ও অবস্থাপন্ন পরিবারে জন্ম গ্রহন করেন ১৮৬৯ সালের এই দিনেন বিজ্ঞানকে জনপ্রিয় করার লক্ষ্যে তিনি অনেক বই লিখেছেন। 

     ১৮৮৪ সালের আজকের দিনে জন্ম নেন মন্মথনাথ ঘোষ তিনি ছিলেন একজন প্রখ্যাত জীবনীকার।

     ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী ও অবিসংবাদী নেতা যাদুগোপাল মুখোপাধ্যায় এর জন্ম ভারতের মেদিনীপুর জেলার তমলুকে ১৮৮৬ সালের এই দিনে। তিনি একজন বিখ্যাত চিকিৎসক ও ছিলেন। 

     সুয়েডীয়-মার্কিন অভিনেত্রী গ্রেটা গার্বো, জন্ম গ্রহন করেন ১৯০৫ সালের আজকের দিনে।

     নাবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী এডউইন মাটিসন ম্যাকমিলান জন্ম গ্রহন করেন ১৯০৭ সালের এই দিনে। রসায়ন শাস্ত্রে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৫১ সালে নোবেল পুরস্কার লাভ করেন।

     ১৯৫০ সালের এই দিনে ভারতের হায়দ্রাবাদে এক সৈয়দ মুসলমান পরিবারে জন্ম নেন শাবানা আজমি।। তিনি একজন ভারতীয় বিখ্যাত অভিনেত্রী। তিনি ৫ বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, পেয়েছেন সম্মানা। 

শাবানা আজমি

     মার্কিন মনোবিজ্ঞান স্টিভেন পিংকার এর জন্ম ১৯৫৪ সালের এই দিনে। 

     ব্রাজিলিয়ান ফুটবলাররোনালদো জন্ম গ্রহন করেন ১৯৭৬ সালের এই দিনে। তিনি একজন খ্যাতিমান ব্রাজিলিয়ান স্ট্রাইকার , তার পুরো নাম - রোনাল্দো লুইস নাজারিও ডি লিমা। তবে তিনি রোনালদো নামেই বেশী পরিচিত। ফিফা বিশ্বকাপ ফুটবল খেলায় ২০০৬ সালে তিনি ১৫তম গোল করে জার্মানির গার্ড মুলারের ১৪ গোলের রেকর্ড ভঙ্গ করে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন। 

মৃত্যু/Death:

     ১১৮০ সালের এই দিনে মারা যান ফ্রান্সের রাজা সপ্তম লুই

     সুইস গণিতজ্ঞ ও পদার্থবিদ লেওনার্ড অয়লার  (১৭০৭  -  ১৭৮৩) মারা যান ১৭৮৩ সালের আজকের এই দিনে।

     ১৮৯৯ সালের এই দিনে মৃত্যু বরণ করেন রাজনারায়ণ বসু (১৮২৬ - ১৮৯৯) তিনি ছিলেন একজন বাঙালি চিন্তাবিদ এবং সাহিত্যিক।

     প্রখাত বাংলাদেশি কথা সাহিত্যিক মোতাহের হোসেন চৌধুরী (১৯০৩-১৯৫৬) মারা যান ১৯৫৬ সালের এই দিনে।

     ২০২০ সালের এই দিনে ইস্তেকাল করেন শাহ আহমদ শফী (১৯১৬ -  ২০২০) হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও দারুল উলুম হাটহাজারীর আচার্য।

শাহ আহমদ শফী 

পুরো পৃথিবীতে ঘটা উল্লেখ যোগ্য ঘটনাবলীর সারাংস /Past Events:

     ১১৮০ সালের এই দিনে  ফিলিপ আগাস্তাস ফ্রান্সের রাজা হিসেবে নিযুক্ত হন।

     ১৪৩৭ সালের এই দিনে  ট্রানসালভাভিয়োাতে কৃষক বিদ্রোহ শুরু হয়।

     ক্রিস্টোফার কলম্বাস কোস্টারিকা আবিষ্কার করেন ১৫০২ সালের এই দিনে। 

     ১৬৩৫ সালের আজকের দিনে ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন সম্রাট দ্বিতীয় ফার্দিনান্দ

     ১৭৩০ সালের এই দিনে স্পেন ও  ফ্রান্স শান্তি চুক্তি হয়। 

     স্পেনীয় শাসন থেকে মুক্তিলাভের জন্য চিলির স্বাধীনতা ঘোষনা করা হয় ১৮১০ সালের এই দিনে।

     ১৮১৮ সালের এই দিনে  চিলি স্পেনের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নেয়।

     সর্বাধিক প্রচারিত  পত্রিকা ‘নিউ ইয়র্ক টাইমস’ ১৮৫১ সালের এই দিনে প্রথম প্রকাশিত হয়।

     ১৯০৬ সালের এই দিনে বিশাল টাইফুন ও সুনামিতে হংকংয়ে প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়।

     নেদারল্যান্ডস নারীদের ভোটাধিকার দেয় ১৯১৯ সালের এ্ই দিনে।।

     ১৯৩৪ সালের আজকের দিনে মুসোলিনির শাসনে ৮ থেকে ৫৫ বছরের ইতালীয়দের সামরিক প্রশিক্ষণ নেওয়া বাধ্যতামূলক ঘোষনা করা হয়।

     ১৯৮৮ সালের এই দিনে সামরিক অভ্যুত্থানের পর বার্মা রাষ্ট্রের পরিবর্তন করে নাম রাখা হয় মিয়ানমার।

     ১৯৯১ সালের এই দিনে  বাংলাদেশে সংসদীয় সরকার পদ্ধতি পুনঃপ্রবর্তিত।

     পাকিস্তানের সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফ নির্বাচনের পর সেনাবাহিনীর প্রধান পদ ছাড়ার ঘোষণা দেন ২০০৭ সালের আজকের দিনে। 

পালিত দিবস/Days:

     আজ ১৮ই সেপ্টেম্বর বিশ্ব জল পর্যবেক্ষণ দিবস ও  বিশ্ব নৌ দিবস পালিত হয়। তাছাড়া 

    এই দিনে আন্তর্জাতিক সফটওয়্যার স্বাধীনতা দিবস ও উৎযাপিত হয়। 

     প্রথম প্রেম দিবস আজ। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটির যাত্রা আরম্ভ হয় এটি।

সরকারী ছুটি/Gov. Holydays:

অন্যান্য দেশে ছুটি থাকলেও বাংলাদেশে সাপ্তাহিক ছুটি ছাড়া কোন ছুটি নাই আজকে। 

অন্যান্য/Others:

     আজকের  দিনে বিশে^ নানা প্রতিভার মধ্যে কয়েকজন লেখক, বিজ্ঞানী,  অভিনয় শিল্পী ও বিপ্লবীর জন্ম হয়। এই দিনে মারা যান একজন রাজা , একজন ইসলামী ব্যক্তিত্ব ও কথা সাহিত্যকসহ কিছু ব্যক্তি। ১৮ই সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৬১তম (অধিবর্ষে ২৬২তম) দিন। বছর শেষ হতে আপনাকে গুনতে হবে আরো ১০৪দিন।

পরিশেষ/Conclusion:

     ভুল ত্রæটি ক্ষমা যোগ্য। আমি শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্য গুলি সংগ্রহ করে একত্রিভুত করেছি আমার লেখার দ্বারা আমার বøগে, সবার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে। ভুল-ত্রæটি কিংবা সংযোজন-বিয়োজন প্রতি বছর আপডেট করব ইনশাল্লাহ্ আপনাদের সহযোগিতা পেলে। 

Read more                                                                                                              Read more

                                                                                                                                        


Comments