Diary of 17th September-১৭ই সেপ্টেম্বরের দিনলিপি

     17th September, Saturday

আজ-শনিবার

০২ আশি^ন ১৪২৯ বঙ্গাব্দ,

১৭ই সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,

২০শে সফর ১৪৪৪ হিজরি।


ভুমিকা/Introduction:

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজকের দিনের তারিখ সময় লগ্নসহ সংক্ষিপ্ত বর্ণনা পঞ্জিকা থেকে। মঙ্গলবার, পহেলা (১লা) ডিসেম্বর ২০২২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।


জন্ম/Birth:

০২ আশি^ন ১৪২৯ বঙ্গাব্দ,

১৭ই সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,

২০শে সফর ১৪৪৪ হিজরি।

শনিবার, আজ যাদের শুভ জন্মদিন তাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। অনাবিল সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক তাদের জীবন। চারপাশ ঘিরে থাক খুশির আভা। সুস্থ্য সুন্দর জীবন নিয় বেঁচে থাকুন তারা হাজার বছর। 

      ১৫৭৭ সালের এই দিনে জন্ম গ্রহন করেন ইতালীয় চিত্রশিল্পী ক্রিস্টফানো আলরি

     বিখ্যাত জার্মান গণিতবিদ বের্নহার্ট রিমান  এর জন্ম ১৮২৬ সালের এই দিনে।  

     ভারতীয় চিত্রশিল্পী, শিল্পরসিক এবং মঞ্চাভিনেতা গগনেন্দ্রনাথ ঠাকুর, জন্ম গ্রহন করেন ১৮৬৭ সালের এই দিনে।

     ১৯০০ সালের আজকের দিনে জন্ম নেন জাঁ আর্থার, তিনি ছিলেন একজন আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।

     জনপ্রিয় ভারতীয়  চিত্রশিল্পী  মকবুল ফিদা হুসেন, ১৯১৫ সালের এই দিনে জন্ম গ্রজন করেন।  চিত্র শিল্পী হিসেবে তিনি পরিচিতি লাভ করেন ১৯৪০ সালে । তার প্রথম একক চিত্র প্রদর্শনী হয় ১৯৫২ সালে জুরিখে এবং পরের কয়েক বছরে তার কর্ম ব্যাপক ভাবে বিস্তার লাভ করে ইউরোপ এবং আমেরিকায়  এবং ১৯৫৫ সালে তিনি ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী পুরস্কার লাভ করেন।

মকবুল ফিদা হুসেন

     ১৯১৫ সালের এই দিনে জন্ম গ্রহন করেন মার্কিন নাট্যকার, প্রবন্ধকার ও লেখক

       আর্থার মিলার।

      প্রখ্যাত বাঙালি সঙ্গীতশিল্পী ও সুরকার  সত্য চৌধুরী এর জন্ম ১৯১৮ সালের এই দিনে, বৃটিশ ভারতের কলকাতার ৩১ নম্বর গ্রে স্ট্রীটে।"পৃথিবী আমারে চায়,রেখো না বেঁধে আমায়" – গানটির জন্য তিনি বেশ পরিচিত হন। শুধু গানই নয় তিনি  অভিনয় করেছেন, করেছেন আকাশবাণীতে ঘোষকের চাকরিও । তার বিখ্যাত গান গুলির মধ্যে 'মোর প্রিয়া হবে এস রানি', 'নয়নভরা জল' ইত্যাদি। 

     ১৯২০ সালের আজকের দিন এ জন্ম নেন মিগুয়েল ডেলিবেস, তিনি ছিলেন স্প্যানিশ সাংবাদিক ও লেখক।

     বাংলাদেশী কৃষক ও হরি ধানের উদ্ভাবক হরিপদ কাপালী’র জন্ম ১৯২২ সালের এই দিনে ঝিনাইদহের সদর উপজেলার এনায়েতপুর গ্রামে।

     মার্কিনী ভাষাবিজ্ঞানী পিটার ল্যাডিফোগিড, জন্ম গ্রহন করেন ১৯২৫ সালের এই দিনে। 

     ১৯৩৩ সালের এই দিনে জন্ম গ্রহন করেন আমেরিকান জেনারেল ও মহাকাশচারী উইলিয়াম অ্যান্ডার্স, তিনি হংকং বংশোদ্ভূত ।

     ১৯৩৪ সালের এই দিনে মায়ানমারের মিকটিলা জেলার টোডো নামক শহরে জন্ম নেন বিনয় মজুমদার, তিনি একজন বাঙালি কবি।

     ১৯৪৪ সালের আজকের দিনে জন্ম নেন ২ জন বিখ্যাত ব্যক্তি (১) বিভু ভট্টাচার্য, তিনি একজন বাঙালি অভিনেতা। (২) রেইনহোল্ড মেসনার,তিনি একজন ইতালিয়ান পর্বতারোহী এবং অভিযাত্রী।তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ পর্বতারোহী হিসেবে অভিহিত করা হয় কেননা তিনি মাউন্ট এভারেস্ট পর্বতশৃঙ্গে সম্পূর্ণ এককভাবে ও বাড়তি অক্সিজেন ছাড়াই সর্বপ্রথম আরোহণ করেন। 

     ১৯৫০ সালের আজকের দিনে বম্বে প্রেসিডেন্সির (বর্তমান গুজরাত রাজ্যের) মহেসানা জেলার বড়নগর নামক স্থানে ঘাঞ্চী তেলী সম্প্রদায়ের এক নিম্নবর্গের পরিবারে জন্ম নেন ভারতের বিজেপি দলের নেতা ও  ১৫দশ প্রধানমন্ত্র নরেন্দ্র মোদী। কেশুভাই শঙ্কর সিং দ্বন্দ্বর সময়ে তিনি প্রথম দিল্লীর রাজনীতিতে আসলেও তেমন চোখে পরার মত কোন প্রভাব বিস্তার করতে পারেননি। পরে ২০১৩ তে তাকে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হয় ও নির্বাচনে জয় লাভ করে ২৬শে মে ২০১৪ সালে নরেন্দ্র মোদী ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রীর পদে শপথ নেন ।

নরেন্দ্র মোদী

      গ্রিক অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ জর্জ আলগস্কউফিস এর জন্ম ১৯৫৫ সালের এই দিনে। 

     মোহাম্মদ হাফিজ, পাকিস্তানি ক্রিকেটার - মোহাম্মদ হাফিজ ১৯৮০ সালের এই দিনে জন্ম গ্রহন করেন। 

মৃত্যু/Death:

     ১৫৮৬ সালের এই দিনে মারা যান ইংরেজ সভাসদ ও কবি ফিলিপ সিডনি

     ১৬৬৫ সালের এই দিন মৃত্যু বরণ করেন স্পেনের রাজা চতুর্থ ফিলিপ

     অস্ট্রিয়ান পিয়নোবাদক ও সুরকার জহান নেপমুক হুমেল মারা যান ১৮৩৭ সালের এই দিনে । 

     ১৮৪৯ সালের এই দিনে মারা যান ফ্রেদেরিক ফ্রান্সিস শোপাঁ, তিনি ছিলেন একজন পোলিশ পিয়ানোবাদক ও সুরকার।

     ১৮৮৯ সালের আজকের দিনে মারা যান বিখ্যাত রুশ সাহিত্যিক নিকোলাই চেরনিশেভস্কি

     নোবেলজয়ী স্পেনীয় জীববিজ্ঞানী শান্তিয়াগো রামন হাই কাজাল মৃত্যুবরণ করেন ১৯৩৪ সালের এই দিনে। 

     ১৯৩৮ সালের এই দিনে মারা যান চেক বংশোদ্ভূত জার্মান সাংবাদিক, দার্শনিক ও তাত্ত্বিক কার্ল কাউটস্কয়

     ১৯৪৮ সালের এই দিনে মৃত্যু বরণ করেন জার্মানীর খ্যাতনামা জীবনী লেকক এমিল লুধউইক ।    

     ১৯৫৪ সালের আজকের দিনে মারা যান  যতীন্দ্রনাথ সেনগুপ্ত (১৮৮৭ - ১৯৫৪) । তিনি ছিলেন একজন বাংলা ভাষার কবি।

     তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী আদনান মেন্দেরেস (১৮৯৯ - ১৯৬১) মারা যান ১৯৬১ সালের এই দিনে। 

     ফরাসি গণিতবিদ জাক আদামার ১৯৬৩ সালের এই দিনে মারা যান। 

     ১৯৬৪ সালের আজকের এই দিনে মারা যান বিশিষ্ট কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক নরেশচন্দ্র সেনগুপ্ত (১৮৮৩ -  ১৯৬৪)।

     ১৯৬৯ সালের এই দিনে চীনের ছিং রাজবংশের শেষ রাজা মারা যান।

     ১৯৭৭ সালের এই দিনে মারা যান উইলিয়াম টলবোট। তিনি একজন ইংরেজ উদ্ভাবক ও ফটোগ্রাফির জনক।

     ফ্রান্সের বিশিষ্ট সমাজবিজ্ঞানী রেমন্ড এ্যারন মারা যান ১৯৮৩ সালের এই দিনে। 

     পাকিস্তানি পন্ডিত ও রাজনীতিবিদ হাকিম সাইদ মারা যান ১৯৯৮ সালের এই দিনে।  

     আমেরিকান ইতিহাসবিদ ও লেখক হেনরি ফ্রিডলাডের,যিনি ছিলেন জার্মান বংশোদ্ভূত, মারা যান ২০১২ সালের আজকের এই দিনে। 

     ২০১২ সালের এই দিনে আরো একজন বিখ্যাত ব্যক্তি মারা যান , তিনি হলেন- আলেক্সান্দ্র কশক্যন, তিনি ছিলেন রাশিয়ন মুষ্টিযোদ্ধা।

     ২০২১ সালের এই দিনে মারা যান আলজেরীয়  সৈনিক, রাজনীতিক ও ৫ম প্রেসিডেন্ট  আব্দেল-আজিজ বউটেফ্লিকা

আব্দেল-আজিজ বউটেফ্লিকা

পুরো পৃথিবীতে ঘটা উল্লেখ যোগ্য ঘটনাবলীর সারাংস/Past Events:

     আমেরিকার বোস্টন শহর প্রতিষ্ঠিত হয় ১৬৩০ সালের এই দিনে।

     ১৮৪৬ সালের এই দিনে সাপ্তাহিক ‘দর্পণ’ প্রকাশিত হয়।

     সাপ্তাহিক সংবাদপত্র ‘সাপ্তাহিক অরুণোদয়’ প্রকাশিত হয় ১৮৪৮ সালের এই দিনে। 

     ১৮৭১ সালের এই দিনে সুইজারল্যান্ড মন্ট সেনিস রেলওয়ে টানেল উদ্বোধন করা হয়।

     মার্কিন যুক্তরাষ্ট্রের দুই ভাই অরভিল রাইট ও উইলবার রাইট সাফল্যের সঙ্গে উড়োাজাহাজ ওড়ান ১৯০৩ সালের এই দিনে।

     ১৯২০ সালের আজকের দিনে তাসখন্দে ভারতের রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি গঠিত হয়।

     হিন্দু মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধী অনশন করে ১৯২৪ সালের এই দিনে। 

     ১৯৩৬ সালের এই দিনে ইরান-তুরস্ক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

     ১৯৪৪ সালের ১৭ই সেপ্টেম্বর অর্থাৎ আজকের দিনে ওস্টল্যান্ড হতে এস্তেনিয়া স্বাধীনতা লাভ করে।

     ১৯৫৭  সালের আজকের দিনে মালয়েশিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

     ১৯৬৩ সালের এই দিনে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে জেনিভা নিরস্ত্রীকরণ সম্মেলনে অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্র আর সোভিযয়েত ইউনিয়নসহ ১৭টি দেশের উত্থাপিত একটি প্রস্তাব সভায় পাস বা অনুমোদিত হয়।

     জর্দান সেনা বাহিনী ফিলিস্তিনীদের উপর ব্যাপক গণহত্যা অভিযান শুরু করেছিল ১৯৭০ সালের আজকের দিনে। 

     ১৯৭৪ সালের আজকের দিনে বাংলাদেশ, গ্রানাডা এবং গিনি-বিসাউ জাতিসংঘে যোগদান করে।

     ১৯৮২ সালের এই দিনে হানাদার ইসরাইলী সেনারা লেবাননের সাবরা ও শাতিলা শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণকারী অসহায় ফিলিিিস্তনীদের উপর গণহত্যা চালায়।

     ভ্যানেসা উইলিয়াম প্রথম কৃষ্ণাঙ্গ মিস আমেরিকান নির্বাচিত হন ১৯৮৩ সালের এই দিনে। 

     ১৯৮৮ সালের এই দিনে সিউলে ১৬০টি দেশের অংশ গ্রহণে ২৪তম অলিম্পিক গেমসের উদ্বোধন ঘোসনা করা হয়। 

     কম্পিউটার অপারেটিং সিস্টেম লিনাক্স কার্নেলের প্রথম সংস্করণ (০.০১ ঠবৎংরড়হ) ইন্টারনেটে প্রকাশ করা হয় ১৯৯১ সালের এই দিনে। 

     ১৯৯১ সালের এই দিনে এস্তেনিয়া, লাটভিয়াা, লিথুয়ানিয়া, উত্তর ও দক্ষিণ কোরিয়া, মাইক্রোনেশিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

     চীনের শিনচিয়াংএর চিওহো প্রাচীন নগরে চীনের হ্যান রাজবংশের সমাধি সংগ্রহশালা আবিষ্কার করা হয় ১৯৯৪ সালের এই দিনে।

     বাংলাদেশে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে বাণিজ্যিক ভাবে কয়লা উত্তোলন শুরু হয় ২০০৫ সালের আজকের দিন থেকে।

পালিত দিবস/Days:

   আজকের এই দিনে পালিত হয় ঐতিহাসিক শিক্ষা দিবস ও বিশ্ব সাইক্লিং দিবস।

সরকারী ছুটি/ Gov. Holydays:

অন্যান্য দেশে ছুটি থাকলেও বাংলাদেশে সাপ্তাহিক ছুটি ছাড়া কোন ছুটি নাই আজকে। 

অন্যান্য/Others:

     আজকের  দিনে বিশে^ নানা প্রতিভার মধ্যে কয়েকজন চিত্রশিল্পী, অভিনয় শিল্পী, ভাষা বিজ্ঞানী ও অর্থনিতীবিদ এর  জন্ম হয়। এই দিনে মারা যান স্পেনের রাজা , তুরস্কের প্রধান মন্ত্রীসহ বিখ্যাত কিছু ব্যক্তি। ১৭ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৬০তম (অধিবর্ষে ২৬১তম) দিন। বছর শেষ হতে আপনাকে গুনতে হবে আরো ১০৫দিন।

পরিশেষ/Conclusion:

     ভুল ত্রæটি ক্ষমা যোগ্য। আমি শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্য গুলি সংগ্রহ করে একত্রিভুত করেছি আমার লেখার দ্বারা আমার বøগে, সবার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে। ভুল-ত্রæটি কিংবা সংযোজন-বিয়োজন প্রতি বছর আপডেট করব ইনশাল্লাহ্ আপনাদের সহযোগিতা পেলে। 

Read more

Read more


Comments