Diary of 16th September-১৬ই সেপ্টেম্বরের দিন লিপি
16th
September, Friday
আজ-শুক্রবার
পহেলা (১লা) আশি^ন ১৪২৯ বঙ্গাব্দ,
১৬ই সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,
১৯ই সফর ১৪৪৪ হিজরি।
ভুমিকা/Introduction:
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।
ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।
আজকের দিনের তারিখ সময় লগ্নসহ সংক্ষিপ্ত বর্ণনা পঞ্জিকা থেকে। মঙ্গলবার, পহেলা (১লা) ডিসেম্বর ২০২২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
জন্ম/Birth:
১লা আশি^ন ১৪২৯ বঙ্গাব্দ,
১৬ই সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,
১৯ই সফর ১৪৪৪ হিজরি।
শুক্রবার, আজ যাদের শুভ জন্মদিন তাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। অনাবিল সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক তাদের জীবন। চারপাশ ঘিরে থাক খুশির আভা। সুস্থ্য সুন্দর জীবন নিয় বেঁচে থাকুন তারা হাজার বছর।
১৫০৭ সালের এই দিনে জন্ম গ্রহন করেন চীনের সম্রাট জিয়াজিং ।
রাশিয়ান ফিল্ড মার্শাল মিখাইল কুটুযোভ জন্ম গ্রহন করেন ১৭৪৫ সালের এই দিনে।
১৮৫৩ সালের এই দিনে জন্ম নেন জার্মান প্রাণরসন বিজ্ঞানী অ্যালব্রেচ্ট কোসেল তিনি ছিলেন জিনত্ত¡ গবেষনার অন্যতম পথিকৃৎ। ১৯১০ সালে, নিউক্লিক অ্যাসিডের রাসায়নিক গঠন আবিষ্কারের জন্য তিনি নোবেল পুরস্কার পান।
কানাডিয়ান স্কটস-মহাজন, রাজনীতিবিদ ও যুক্তরাজ্য প্রধানমন্ত্রী বোনার ল জন্ম গ্রহন করেন ১৮৫৮ সালের এই দিনে।
১৮৫৯ সালের এই দিনে জন্ম গ্রহন করেন ইউয়ান সিকাই, তিনি ছিলেন একজন চীনা সাধারণ ও রাজনীতিবিদ ও চীন প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি।
নোবেল পুরস্কার বিজয়ী ফিনিশ লেখক ফ্রান্স ঈমিল সিল্লানপা ১৮৮৮ সালের এই দিনে জন্ম গ্রহন করেন।
নোবেল পুরস্কার বিজয়ী আলবার্ট সযেন্ট-গায়র্গী ১৮৯৩ সালের এই দিনে জন্ম গ্রহন করেন। তিনি ছিলেন হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান শারীরবিজ্ঞানী ও প্রাণরসায়নবিদ।
বিজ্ঞান গবেষক ও সাহিত্যিক গিরিজাপতি ভট্টাচার্য এর জন্ম ১৮৯৩ সালের এই দিনে। অধুনা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটিতে তাদের আদি নিবাস ছিল ।
বিশ শতকের ভারতের বাঙালি কবি দীনেশ দাস এর জন্ম ১৯১৩ সালের আজকের দিনে। সপ্তম শ্রেণীতে পড়ার সময় থেকে দীনেশ দাস ছড়া লিখতেন । তার প্রথম কবিতা ‘শ্রাবণে’ দেশ পত্রিকায় প্রকাশিত হয় ১৯৩৪ সালে। তিনি প্রথম নজরুল পুরস্কার ও রবীন্দ্র পুরস্কার লাভ করেন বাাংলা একাডেমি থেকে।
১৯১৬ সালের এই দিনে দক্ষিণ ভারতের মাদুরাই নামক স্থানে জন্ম নেন কর্ণাটকী শাস্ত্রীয় সংগীত শিল্পী এম এস শুভলক্ষ্মী । তিনি ভারত রতœ পুরস্কারে পুরস্কৃত ও সম্মানিত । ১৯৯৮ সালে ভারত-রতœ পুরস্কার, পদ্মভূষণ, ১৯৫৪ সালে ও ১৯৭৪ সালে রামণ ম্যাগসেসে পুরস্কার লাভ করেন।
১৯২৩ সালের আজকের দিনি জন্ম গ্রহন করেন সিঙ্গাপুরের প্রথম প্রধান মন্ত্রী লি কুয়ান ইউ। তিনি ছিলেন একাধারে আইনজীবী, রাজনীতিবিদ ও সমাজ সেবক।
মার্কিন অভিনেত্রী লরেন বাকল নিউ ইয়র্কের দ্য ব্রন্ক্সে জন্ম গ্রহন করেন ১৯২৪ সালের এই দিনে। তিনি তার ভিন্নধর্মী কণ্ঠ ও চাহনীর জন্য পরিচিত।
লরেন বাকল |
১৯২৭ সালের এই দিনে জন্ম নেন পিটার ফক, তিনি একজন স্বনাম ধন্য আমেরিকান অভিনেতা, গায়ক ও প্রযোজক।
১৯৫৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মেতুচেন, নিউ জার্সিতে একটি ইহুদি পরিবারে জন্ম নেন বিখ্যাত জাদুকর ডেভিড কপারফিল্ড । তিনি একজন অভিনেতা ও । উল্লেখযোগ্য কৌশল গুলো মধ্যে Laser illusion , Portal, Vanishing the, Statue of Liberty, Walking Through the Great Wall of China , Death Saw , Flying, Squeeze box.
১৯৬৬ সালের এই দিনে জন্ম নেন শ্রীলংকান ক্রিকেটার অশঙ্কা প্রদীপ গুরুসিনহা।
আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার ওয়াল্ট বেকার এর জন্ম ১৯৬৮ সালের এই দিনে।
আমেরিকান গায়ক, গীতিকার, অভিনেতা ও প্রযোজক মার্ক এন্থনি ১৯৬৮ সালের এই দিনে।
১৯৭১ সালের আজকের দিনে জন্ম এমি পোয়েহলের, তিনি একজন আমেরিকান অভিনেত্রী, কৌতুকাভিনেতা ও প্রযোজক।
১৯৮১ সালের এই দিনে চীনা অভিনেত্রী, গায়ক ও প্রযোজক ফ্যান বিংবিং জন্ম গ্রহন করেন।
আমেরিকান অভিনেত্রী অ্যালেক্সিস বলেডেল এর জন্ম ১৯৮১ সালের এই দিনে।
মৃত্যু/Death:
০৩০৭ খ্রিস্টাব্দের এই দিনে মারা যান রোমান সম্রাট ফ্লাভিউস ভ্যালেরিয়স সেভেরাস।
১৭৩৬ সালের এই দিনে মারা যান ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট, তিনি ছিলেন থার্মোমিটার উদ্ভাবক ও পোলিশ ডাচ পদার্থবিদ, প্রকৌশলী।
ইতালীর গায়ক ফারিনেলি মারা যান ১৭৮২ সালের এই দিনে।
১৮৭৫ সালের এই দিনে মারা যান আনন্দচন্দ্র বেদান্তবাগীশ (১৮১৯ - ১৮৭৫) ব্রাহ্মসমাজের কর্মকর্তা ও বাঙালি লেখক। তিনি এশিয়াটিক সোসাইটির 'বিবলিওথেকা ইন্ডিকা'র কয়েকটি সংস্কৃত গ্রন্থ সম্পাদনা করেছিলেন।
রাশিয়ান পদার্থবিদ ও গণিতবিদ আলেক্সান্দ্র্ আলেক্সান্দ্রোভিচ ফ্রিদমান মারা যান ১৯২৫ সালের এই দিনে।
প্রখ্যাত লিবীয়ার স্বাধীনতাকামী যোদ্ধা ওমর মুখতার (১৮৫৮ – ১৯৩১)মারা যান ১৯৩১ সালের এই দিনে। ১৯১২ সাল থেকে শুরু করে প্রায় বিশ বছর তিনি লিবিয়ায় ইতালীয় ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াই করেন ্ ্এবং ১৯৩১ সালে তাদের হাতে গ্রেপ্তার হলে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যদন্ড দেওয়া হয়।
সন্তোষ কুমার মিত্র (১৯০০ - ১৯৩১) ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন বিপ্লবী শহীদ ছিলেন তিনি। ১৯৩১ সালের এই দিনে মারা যান তিনি।
ভারতের স্বাধীনতা আন্দোলনকারী,সূর্য সেনের বিপ্লবী দলের সদস্য ও চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের অন্যতম কর্মী তারকেশ্বর সেনগুপ্ত (১৯০৫ - ১১৯৩১) মারা যান ১৯৩১ সালের এই দিনে।
১৯৩২ সালের এই দিনে ৭৫ বছর বয়সে মারা যান নোবেল পুরস্কার বিজয়ী স্কটিশ চিকিৎসক রোনাল্ড রস (১৮৫৭ - ১৯৩২)। চিকিৎসক ও ব্যাকটেরিয়া বিজ্ঞানী ছিলেন। ম্যালেরিয়া কি এবং কিভাবে ছড়ায় তা নিয়ে গবেষণার জন্য ১৯০২ সালে তিনি নোবেল পুরস্কার পান।
খ্যাতিমান আইনজীবী, চিন্তাশীল লেখক এবং বিশিষ্ট পন্ডিত হীরেন্দ্রনাথ দত্ত মারা যান ১৯৪২ সাল এর এই দিনে।
১৯৪৪ সালের আজকের দিনে মৃত্যু বরণ করেন গুস্টাভ বাউয়ের, তিনি ছিলেন জার্মান সাংবাদিক, রাজনীতিবিদ ও ১১তম চ্যান্সেলর।
জেমস জিনসপ্রখ্যাত ইংরেজ প্রাবন্ধিক ও বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক জেমস জিনস মারা যান ১৯৪৬ সালে এই দিনে।
ফ্রেড কুইম্বি তিনি একজন প্রখ্যাত মার্কিন এ্যানিমেশন নির্মাতা, মারা যান ১৯৬৫ সালের আজকের দিনে।
রবার্ট জর্ডান, যিনি ছিলেন আমেরিকান প্রকৌশলী ও ‘হুইল অব টাইম’ সিরিজ বইয়ের লেখক, মারা যান ২০০৭ সালের এই দিনে।
ইংরেজ অভিনেতা টিমোথি বেটসন ২০০৯ সালের এই দিনে মারা যান।
২০২২ সালের এই দিনে মারা যান হিন্দী ছায়াছবি সহ বাংলা গানের গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও বিখ্যাত গায়ক হিসেবে ভারতীয় উপমহাদেশে বিশেষ পরিচিত ব্যক্তিত্ব বাপ্পী লাহিড়ী।
বাপ্পী লাহিড়ী |
পুরো পৃথিবীতে ঘটা উল্লেখ যোগ্য ঘটনাবলীর সারাংস/Past Events:
১৮১২ সালের এই দিনে মস্কো শহরে এক অগ্নিকান্ডে এক দিনে প্রায় তিন-চতুর্থাংশ শহর পুড়ে যায।
১৯০৮ সালের এই দিনে জেনারেল মোটরস কর্পোরেশনের প্রতিষ্ঠা লাভ করে।
১৯৩১ সালের এই দিনে হিজলি জেলে রাজবন্দিদের ওপর পুলিশ গুলি চালায়।
১৯৩৯ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর প্রথম মাসে জার্মানীর সেনারা পোল্যান্ডের রাজধানী ওয়ারশো অবরুদ্ধ করে।
মার্কিন যুক্তরাষ্ট্র ২১ থেকে ৩৫ বছরের পুরুষদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করা হয় ১৯৪০ সালের এই দিনে।
১৯৪১ সালের এই দিনে ই ইরানের রেজা শাহ পাহলভি সিংহাসন পরিত্যাগ করেন।
যুক্তরাষ্ট্রের রক্সি থিয়েটারে বিশ্বের প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র ‘দ্য রোব’ প্রদর্শিত হয় ১৯৫৩ সালের এই দিনে ।
১৯৫৫ সালের এই দিনে আন্তর্জাতিক কপিরাইট কনভেনশন চালু হয়।
পাপুয় নিউ গিনি স্বাধীনতা লাভ করে ১৯৭৫ সালের এই দিনে।
১৯৮৭ সালের এই দিনে বিশ্বের একসাথে ২৭টি দেশ ভূ-পৃষ্ঠের বায়ু মন্ডলকে রক্ষা করার জন্য ক্লোরোফ্লোরো কার্বন গ্যাস ব্যবহারে বিধিনিষেধ প্রয়োগে চুক্তিবদ্ধ হয়।
পালিত দিবস/Days:
আজকের এই দিনটি বিশ্ব ওজোন স্তর রক্ষা দিবস হিসেবে পালিত হয়।
পাপুয়া নিউ গিনি’র স্বাধীনতা দিবস। পাপুয় নিউ গিনি ১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার নিকট থেকে স্বাধীনতা লাভ করে এই দিনে।
সরকারী ছুটি/ Gov. Holydays:
অন্যান্য দেশে ছুটি থাকলেও বাংলাদেশে সাপ্তাহিক ছুটি ছাড়া কোন ছুটি নাই আজকে।
অন্যান্য/Others:
আজকের দিনে বিশে^ নানা প্রতিভার মধ্যে একজন স¤্রাট, প্রধান মন্ত্রী, লেখক ও ২ জন নোবেল বিজয়ী সহ কয়েকজন অভিনেতার জন্ম হয়। এই দিনে মারা যান একজন স¤্রাট, লেখক, বিজ্ঞানী ও স্বাধীনতাকামী বিপ্লবী সহ বিখ্যাত কিছু ব্যক্তি। ১৬ সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৫৯তম (অধিবর্ষে ২৬০তম) দিন। বছর শেষ হতে আপনাকে গুনতে হবে আরো ১০৬দিন।
পরিশেষ/Conclusion:
ভুল ত্রæটি ক্ষমা যোগ্য। আমি শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্য গুলি সংগ্রহ করে একত্রিভুত করেছি আমার লেখার দ্বারা আমার বøগে, সবার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে। ভুল-ত্রæটি কিংবা সংযোজন-বিয়োজন প্রতি বছর আপডেট করব ইনশাল্লাহ্ আপনাদের সহযোগিতা পেলে।
Comments
Post a Comment