Diary of September 19-১৯ সেপ্টেম্বর এর দিনলিপি
19th
September, Monday
আজ-সোমবার
০৪ আশি^ন ১৪২৯ বঙ্গাব্দ,
১৯ই সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,
২২শে সফর ১৪৪৪ হিজরি।
ভুমিকা/Introduction:
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।
ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।
আজকের দিনের তারিখ সময় লগ্নসহ সংক্ষিপ্ত বর্ণনা পঞ্জিকা থেকে। মঙ্গলবার, পহেলা (১লা) ডিসেম্বর ২০২২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
জন্ম/Birth:
০৪ আশি^ন ১৪২৯ বঙ্গাব্দ,
১৯ই সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,
২২শে সফর ১৪৪৪ হিজরি।
সোমবার, আজ যাদের শুভ জন্মদিন তাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। অনাবিল সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক তাদের জীবন। চারপাশ ঘিরে থাক খুশির আভা। সুস্থ্য সুন্দর জীবন নিয় বেঁচে থাকুন তারা হাজার বছর।
১৫৬৩ সালের আজকের এই দিনে জন্ম গ্রহন করেন পোলান্ডের রাজা তৃতীয় হেনরি।
ইংরেজ পতঙ্গবিদ উইলিয়াম কিরবি এর জন্ম ১৭৫৯ সালের আজকের এই দিন ।
১৯০৩ সালের এই দিনে পিতার কর্মস্থল নোয়াখালী শহরে জন্ম গ্রহন করেন অচিন্তকুমার সেনগুপ্ত । তিনি ছিলেন কল্লোল যুগের প্রখ্যাত বাঙালি কবি, ঔপন্যাসিক ও সম্পাদক। তিনি অসংখ্য গল্প, কাব্য, জীবনী, নাটক রচনা করেন। সাহিত্য ও সাংবাদিকায় বিশেষ অবদানের জন্য তিনি নানা পুরস্কার অর্জন করেন।
নোবেলজয়ী উইলিয়াম গোল্ডিং এর জন্ম ১৯১১ সালের এই দিনে। তিনি একজন ইংরেজ কথাসাহিত্যিক ।
ভারতীয় বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা কৌতুক অভিনেতা জহর রায় এর জন্ম বরিশালের (বর্তমান বাংলাদেশের) মহিলারায় একটি বাঙালি বৈদ্য পরিবার ১৯১৯ সালের আজকের এই দিনে।
১৯২১ সালের এই দিনে ২ জন বিখ্যাত ব্যক্তির জন্ম - (১) পাওলো ফ্রেইরি তিনি একজন ব্রাজিলের খ্যাতনামা শিক্ষাবিদ ও দার্শনিক, (২) ভারতীয় বাঙালি লেখক ও ঔপন্যাসিক বিমল কর। পাওলো ফ্রেইরি’র জন্ম ব্রাজিলের উত্তর-পূর্ব প্রদেশ পারনামবুকোর রাজধানী শহর রেসিফের এক মধ্যবিত্ত পরিবারে। বয়স্ক শিক্ষা ব্যবস্থায় অনন্য অবদানের জন্য তিনি দেশে ও বিদেশে বহু পুরস্কার ও সম্মাননা লাভ করেন। এদের মধ্যে ১৯৮৬ সালে ইউনেস্কো প্রাইজ ফর পিস এডুকেশন অন্যতম। এছাড়াও তিনি ২৯টি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি লাভ করেন। আর বিমল কর এর জন্ম ভারতের উত্তর ২৪ পরগণার টাকীতে। তার রচিত বেশ কয়েকটি গল্প চলচ্চিত্র নির্মিত হয়েছে । যেমন বসন্ত বিলাপ, বালিকা বধূ, ছুটি ইত্যাদি। লেখায় তার বিশেষ অবদানের জন্য তিনি নানা পুরস্কারে ভ’ষিত হন।
সুচিত্রা মিত্র |
১৯৩৪ সালের এই দিনে বৃটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শিবপুরে জন্ম নেন বাঙালি অধ্যাপক, লেখক,সঙ্গীত-গবেষক এবং লোকসংস্কৃতি বিশেষজ্ঞ সুধীর চক্রবর্তী। তার নানা বিষয়ে অবদানের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার, আনন্দ পুরস্কার , শিরোমণি পুরস্কারসহ নানা পুরস্কার অর্জন করেন।
১৯৫৫ সালের এই দিনে জন্ম একজন বাংলাদেশী কবি এবং বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের ১৩ম চেয়ারম্যান যার নাম মোহাম্মদ সাদিক।
বাংলাদেশের প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহ এর জন্ম ১৯৭১ সালের এই দিনে। তার তার প্রকৃত নাম ''চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন। টেলিভিশনে নাটক দিয়ে অভিনয় জীবন শুরু হলেও ১৯৯০-এর দশকে তিনি চলচ্চিত্রে অন্যতম জননন্দিত শিল্পী হয়ে ওঠেন শ্রোতাদের কাছে। তার অভিনীত প্রথম চলচ্চিত্র কেয়ামত থেকে কেয়ামত। তিনি সর্বমোট ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন এবং সবকটি ছায়াছবি ই ছিল ব্যবসাসফল।
সালমান শাহ |
মৃত্যু/Death:
১৩৩৯ সালের এই দিনে মারা যান জাপানের সম্রাট গো-দিয়গো।
মার্কিন যুক্তরাষ্ট্রের বিংশতম রাষ্ট্রপতি জেমস গারফিল্ড (১৮৩১ ১৮৮১) মারা যায় ১৮৮১ সালের এই দিনেই।
১৯৮৭ সালের এই দিনে মারা যায় লোকগীতি সংগ্রাহক ও সম্পাদক মুহম্মদ মনসুর উদ্দীন।
২০১৬ সালের এই দিনে মৃত্যু হয় সাউন্ড অফ মিউজিক তারকা চার্মিয়ান কার এর।
পুরো পৃথিবীতে ঘটা উল্লেখ যোগ্য ঘটনাবলীর সারাংস/Past Events:
১৫৫৯ সালের এই দিনে ০৫টি স্প্যানিশ জাহাজডুবে প্রায় ৬০০ জনের মৃত্যু হয়
ইংল্যান্ড ও রাশিয় সামরিক চুক্তি করে ১৭৫৫ সালের এই দিনে।
১৭৯৬ সালের আজকের দিনে জর্জ ওয়াশিংটন একজন প্রেসিডেন্ট হিসেবে বিদায় ভাষণ দেন।
১৮৬৫ সালের আজকের দিনে প্রতিষ্ঠিত হয় আটলান্টা বিশ্ববিদ্যালয়।
১৮৭০ সালের এই দিনে জার্মানী ফ্রান্সের রাজধানী প্যারিস অবরোধ করে।
১৯০৭ সালের আজকের দিনে প্রথম আবিস্কৃত হয় তাপ ও জ্বালানী উৎপাদনকারী উপাদান।
পাকিস্তান ও ভারতের মধ্যে পানিচুক্তি স্বাক্ষরিত হয় ১৯৬০ সালের এই দিন।
১৯৬২ সালের এই দিনে ভারত ও চীন সীমান্তে সংঘর্ষ শুরু হয়।
১৯৭২ সালের এই দিনে বুর্কিনা ফাসো বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ।
১৯৮১ সালের আজকের দিনে বাংলাদেশে আটটি ব্যাংকে কর্মচারী ইউনিয়ন বাতিল করা হয়।
১৯৮৩ সালের এই দিনে সোভিয়েত আকাশসীমা লঙ্ঘনের কারণে দক্ষিণ কোরিয়ার বোয়িং ৭৪৭ বিমানে গুলি করা হলে ২৬৯ জন যাত্রীসহ সেটি জাপান সাগরে বিধস্থ হয়ে পরে ।
১৯৮৫ সালের এই দিনে মেক্সিকোয় স্মরণকালের এক ভূমিকম্পে ২০ হাজার লোকের প্রাণহানী ঘটে।
যুক্তরাষ্ট্র ও কুয়েতের মধ্যে সামরিক সহযোগিতা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯১ সালের আজকের এই দিনে।
যুগোশ্লাভিয়া জাতিসংঘ থেকে বহিষ্কৃত হয় ১৯৯২ সালের এই দিন।
১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ২০ হাজার সৈন্য দক্ষিণ ক্যারিবিয় সাগর তীরবর্তী ক্ষুদ্র একটি দেশ হাইতিতে হামলা চালিয়ে দেশটি দখল করে ।
পালিত দিবস/ Days:
সরকারী ছুটি/Gov. Holydays:
অন্যান্য দেশে ছুটি থাকলেও বাংলাদেশে সাপ্তাহিক ছুটি ছাড়া কোন ছুটি নাই আজকে।
অন্যান্য/Others:
আজকের দিনে বিশে^ নানা প্রতিভার মধ্যে একজন নোবেল বিজয়ী , লেখক, অভিনেতা ও রাজা জন্ম গ্রহন করেন। এই দিনে মারা যান একজন রাজা , একজন রাস্ট্রপতি ও কয়েকজন খ্যাতনামা ব্যক্তি। ১৯ই সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৬২তম (অধিবর্ষে ২৬৩তম) দিন। বছর শেষ হতে আপনাকে গুনতে হবে আরো ১০৩ দিন।
পরিশেষ/Others:
ভুল ত্রæটি ক্ষমা যোগ্য। আমি শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্য গুলি সংগ্রহ করে একত্রিভুত করেছি আমার লেখার দ্বারা আমার বøগে, সবার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে। ভুল-ত্রæটি কিংবা সংযোজন-বিয়োজন প্রতি বছর আপডেট করব ইনশাল্লাহ্ আপনাদের সহযোগিতা পেলে।
Comments
Post a Comment