Diary of 20 September
20th
September, Twesday
আজ-মঙ্গলবার
০৫ আশি^ন ১৪২৯ বঙ্গাব্দ,
২০শে সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,
২৩শে সফর ১৪৪৪ হিজরি।
ভুমিকা/Introduction:
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।
ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।
আজকের দিনের তারিখ সময় লগ্নসহ সংক্ষিপ্ত বর্ণনা পঞ্জিকা থেকে। মঙ্গলবার, পহেলা (১লা) ডিসেম্বর ২০২২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
জন্ম/Birth:
০৫ আশি^ন ১৪২৯ বঙ্গাব্দ,
২০শে সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,
২৩শে সফর ১৪৪৪ হিজরি।
মঙ্গলবার, আজ যাদের শুভ জন্মদিন তাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। অনাবিল সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক তাদের জীবন। চারপাশ ঘিরে থাক খুশির আভা। সুস্থ্য সুন্দর জীবন নিয় বেঁচে থাকুন তারা হাজার বছর।
১৪৮৬ সালের এই দিনে জন্ম গ্রহন করেন ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরির পুত্র আর্থার।
শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ইতালীয় মানব-হিতৈষী এর্নেস্তো তেওদরো মোনেতার জন্ম ১৮৩৩ সালের আজকের এই দিনে।
১৯৪৩ সালের এই দিনে হাউসা গোত্রের কান উপগোত্রে জন্ম নেন নাইজেরিয়ার সাবেক রাষ্ট্রপতি সানি আবাচা ।
ভারতের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার মহেশ ভাট এর জন্ম ১৯৪৮ সালের এই দিনে পাকিস্তান এর লাহোর রাজ্য লাহোর শহরে। মাত্র২৬ বছর বয়সে ভাট মঞ্জিলেঁ অউর ভি হ্যাঁয় (১৯৭৪) চলচ্চিত্র দিয়ে পরিচালক হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন। শ্রেষ্ঠ সংলাপ ও শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে তিনি পুরস্কার লাভ করেন।
মহেশ ভাট |
১৯৫২ সালের আজকের এই দিনে ভারতের বিহার রাজ্যের মজঃফরপুরে জন্ম নেন ভারতীয় বাঙালি পরমাণু বিজ্ঞানী শেখর বসু।
‘মন কি আওয়াজ প্রতীজ্ঞা’ খ্যাত ভারতীয় হিন্দী ছবির অভিনেতা অনুপম শ্যাম এর জন্ম ১৯৫৭ সালের এই দিনে।
মৃত্যু/Death:
১২৪৬ সালের এই দিনে মারা যান কিয়েভের শাসক মিখাইল।
১৮৬৩ সালের এই দিনে মারা যায় ইয়াকপ গ্রিম ( ১৭৮৫ - ১৮৬৩) তিনি ছিলেন জার্মান ভাষাতাত্ত্বিক, আইনজ্ঞ ও পুরাণবেত্তা।
অবিভক্ত দুই বাংলার ইংরাজী শিক্ষার প্রথম যুগের খ্যাতনামা সাংবাদিক গিরিশচন্দ্র ঘোষ (১৮৪৪ - ১৯১২) মারা যান ১৮৬৯ সালের এই দিনে। ১৮৭৭ সালে মেঘনাদবধ কাব্যে রামচন্দ্র ও মেঘনাদ উভয় চরিত্রে অভিনয়ের সাফল্যের জন্য সাধারণী পত্রিকার সম্পাদক অক্ষয়চন্দ্র সরকার তাকে 'বঙ্গের গ্যারিক' আখ্যায়িত করেন।
১৯৩৩ সালের এই দিনে মারা যান অ্যানি বেসান্ত, (১৮৪৭ - ১৯৩৩)ব্রিটিশ সমাজতান্ত্রিক, ব্রহ্মজ্ঞানী, নারী অধিকার আন্দোলনকারী, লেখক, বাগ্মী, এবং আইরিশ ও ভারীয় স্বায়ত্ব শাসনের সমর্থক।
নোবেলজয়ী গ্রিক কবি জর্জ সেফেরিসের মৃত্যু হয় ১৯৭১ সালের এই দিনে।
১৯৭৫ সালের এই দিনে মারা যান নোবেলজয়ী ফরাসি সাহিত্যিক স্যঁ জন পেরসের ।
বাঙালি ঐতিহাসিক, ছন্দবিশারদ ও রবীন্দ্রবিশেষজ্ঞ প্রবোধচন্দ্র সেন ( ১৮৯৭ - ১৯৮৬ ) মারা যান ১৯৮৬ সালের এই দিনে। বাংলা সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে অবদানের জন্য তিনি নানা সময়ে নান পুরস্কার ও সম্মানে ভূষিত হয়েছেন। তন্মধ্যে প্রফুল্ল-স্মৃতি পুরস্কার, পশ্চিমবঙ্গ সরকারের 'বঙ্কিম পুরস্কার' উল্লেখ যোগ্য।
১৯৯৬ সালের এই দিনে মারা যান পল এর্ডশ, (১৯১৩ - ১৯৯৬) তিনি ছিলেন একজন হাঙ্গেরীয়ান গণিতবিদ।
২০১১ সালের আজকের দিনে মৃত্যু বরণ কনে আফগানিস্তানের প্রেসিডেন্ট বুরহানউদ্দিন রব্বানী (১৯৪০ - ২০১১)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। বুরহানউদ্দিন রব্বানী ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত প্রথম মেয়াদে এবং ২০০১ সালে দ্বিতীয় মেয়াদে আফগান রাষ্ট্রপ্রধান ছিলেন।
বুরহানউদ্দিন রব্বানী |
পুরো পৃথিবীতে ঘটা উল্লেখ যোগ্য ঘটনাবলীর সারাংস/Past Events:
১৬২০ সালের এই দিনে তুরস্কের কাছে পোল্যান্ড যুদ্ধে পরাজিত হয়।
বাষ্পচালিত প্রথম বাস নির্মাণ করা হয় ১৮৩১ সালের এই দিনে।
১৮৩৯ সালের এই দিনে নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে হার্লেম পর্যন্ত রেলপথ খুলে দেওয়া হয়।
১৮৫৪ সালের এই দিনে অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকেট বিক্রি চালু হয়। ডাকটিকেটের চিত্রশিল্পী ছিলেন নুমারউদ্দীন।
১৮৫৭ সালের আজকের দিনে বিদ্রোহী সিপাহিদের হাত থেকে ব্রিটিশ সেনারা দিল্লি পুনর্দখল করে নেয়।
ইতালির সেনাবাহিনী ফ্রান্সের কাছ থেকে রোম এর দখল নেয় ১৮৭০ সালের এই দিনে।
দ্য হিন্দু ইংরাজী ভাষার সংবাদপত্র জি এস আয়ারের সম্পাদনায় ভারতের চেন্নাই শহরে প্রথম প্রকাশিত হয় ১৮৭৮ সালের এই দিনে।
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তথা কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত প্রথম হয়েছিল ১৯৪৬ সালের এই দিনে।
১৯৬৪ সালের এই দিনে আফগানিস্তান তার জাতীয় সংসদ এর নতুন সংবিধান অনুমোদন করে।
১৯৭০ সালের এই দিনে সোভিয়েত রকেট লুনা-১৬ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে।
১৯৯২ সালের এই দিনে আহসান মঞ্জিল জাদুঘর সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হয়।
বিল ক্লিনটন ৯ দিনের রাষ্ট্রীয় সফরে চীনে আসেন ১৯৯৯ সালের এই দিনে।
২০০০ সালের এই দিনে ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রে সফল একটি নির্বাচন অনুষ্ঠিত হয়।
২০০৫ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্র ও কিউবায় হ্যারিকেন রিটার তান্ডব শুরু হয়।
পালিত দিবস/Days:
২০ সেপ্টেম্বর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হয়।
সরকারী ছুটি/ Gov Holydays:
অন্যান্য দেশে ছুটি থাকলেও বাংলাদেশে কোন ছুটি নাই আজকে।
অন্যান্য/Others:
আজকের দিনে বিশে^ নানা প্রতিভার মধ্যে একজন নোবেল বিজয়ী, একজন রাজা ও একজন পরমানু বিজ্ঞানী’ জন্ম গ্রহন করেন। এই দিনে মারা যান ০২ জন প্রেসিডেন্ট , একজন নোবেল বিজয়ী ও কয়েকজন খ্যাতনামা ব্যক্তি। ২০ই সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৬৩তম (অধিবর্ষে ২৬৪তম) দিন। বছর শেষ হতে আপনাকে গুনতে হবে আরো ১০২ দিন।
পরিশেষ/Conclusion:
ভুল ত্রæটি ক্ষমা যোগ্য। আমি শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্য গুলি সংগ্রহ করে একত্রিভুত করেছি আমার লেখার দ্বারা আমার বøগে, সবার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে। ভুল-ত্রæটি কিংবা সংযোজন-বিয়োজন প্রতি বছর আপডেট করব ইনশাল্লাহ্ আপনাদের সহযোগিতা পেলে।
Comments
Post a Comment