Diary of 22 September-২২ সেপ্টেম্বরের দিনলিপি

22nd September, Thursday

আজ-বৃহস্পতিবার

০৭ আশি^ন ১৪২৯ বঙ্গাব্দ,

২২শে সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,

২৫শে সফর ১৪৪৪ হিজরি।

ভুমিকা/Introduction:

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।

আজকের দিনের তারিখ সময় লগ্নসহ সংক্ষিপ্ত বর্ণনা পঞ্জিকা থেকে। মঙ্গলবার, পহেলা (১লা) ডিসেম্বর ২০২২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।


জন্ম/Birth:

০৭ আশি^ন ১৪২৯ বঙ্গাব্দ,

২২শে সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,

২৫শে সফর ১৪৪৪ হিজরি।

বৃহস্পতিবার, আজ যাদের শুভ জন্মদিন তাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। অনাবিল সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক তাদের জীবন। চারপাশ ঘিরে থাক খুশির আভা। সুস্থ্য সুন্দর জীবন নিয় বেঁচে থাকুন তারা হাজার বছর। 

     ১৭৯১ সালের আজকের এই দিনে ইংল্যান্ডে নিউইংটন বাটস অঞ্চলে জন্ম গ্রহন করেন ইংরেজ রসায়নবিদ এবং পদার্থবিজ্ঞানী মাইকেল ফ্যারাডে

     ১৮০০ সালের এই দিনে বেনথামের জন্ম প্লাইমাউথ এর অন্তর্গত স্টোক এ জন্ম নেন জর্জ বেনথাম, তিনি ছিলেন একজন ইংরেজ উদ্ভিদবিজ্ঞানী । তিনি নানা পুরস্কার সম্মাননা পান তার মধ্যে বেনথাম রয়্যাল সোসাইটি প্রদত্ত রয়্যাল পদক ১৮৫৯ সালে এবং ১৮৬২ সালে রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন। 

     ওসমানীয় সাম্রাজ্যের দ্বিতীয় শাসক আবদুল হামিদ এর জন্ম ১৮৪২ সালের এই দিনে। 

     ১৮৮৫ সালের আজকের এই দিনে জন্ম গ্রহন করেন মার্কিন অভিনেতা ও  চলচ্চিত্র পরিচালক এরিশ ফন স্ট্রোহাইম

     মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা পল মুনি অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্যের গালিসিয়া লেমবের্গ প্রদেশে এক ইহুদি পরিবারে জন্ম গ্রহন করেন ১৮৯৫ সালের এই দিনে। তিনি তার ক্যারিয়ার জীবনে পাঁচটি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একটি পুরস্কার পান।

     ১৯০২ সালের এই দিনে জন্ম নেন ব্রিটিশ মার্কিন অভিনেতা ও প্রযোজক জন হাউজম্যান।

     মার্কিন চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশন অভিনয় শিল্পী মার্থা স্কট এর জন্ম মিজুরির জেমসপোর্টে ১৯১২ সালের অঅজকের এই দিনে। 

     ইংরেজ টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা আর্থার লো ডার্বিশায়ারের হেফিল্ডে জন্ম গ্রহন করেন ১৯১৫ সালের এই দিনে।

     ১৯৩২ সালের এই দিনে পাবনা জেলার হেমায়েতপুর থানার ছাতিয়ানী গ্রামে জন্ম নেন শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ ফজলে রাব্বী। তিনি ছিলেন একজন বাংলাদেশী চিকিৎসক এবং ১৯৭১ সালের বাংলাদেশের মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধে শহীদ হন।

     ১৯৩৯ সালের এই দিনে জাপানে জন্ম গ্রহন করেন বিশ্বের প্রথম এভারেস্ট জয়ী নারী জুনকো তাবেই।  জুনকো এভারেস্ট  জয়ের পাশাপাশি ১৯৯২ সালে প্রথম নারী হিসেবে "সপ্তশিখর" অর্থাৎ পৃথিবীর সাতটি মহাদেশের ৭টি সর্বোচ্চ পর্বতচুড়া আরোহণ করার কৃতিত্ব অর্জন করেন।

জুনকো তাবেই

     ১৯৪৫ সালের এই দিনে জন্ম নেন পল ল্য ম্যাট। তিনি একজন মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।

     ১৯৫৬ সালের আজকের দিনে জন্ম নেন বাংলাদেশী শিক্ষাবিদ ও সমাজকর্মী আনু মুহাম্মদ

     মার্কিন জ্যোতিঃ পদার্থ বিজ্ঞানী সল পার্লমাটারের জন্ম ১৯৫৯ সালের এই দিনে।

     নিউজিল্যান্ডের ক্রিকেট খেলোয়ার ও  ধারাভাষ্যকার এবং লেখক মার্টিন ক্রো এর জন্ম ১৯৬২ সালের এই দিনে। 

     ১৯৭০ সালের আজকের এ্ই দিনে জন্ম নেন ফরাসি ফুটবলার এমানুয়েল পতি।

     ১৯৭৬ সালের এই দিনে জন্ম নেন শ্রীলঙ্কান ক্রিকেটার থিলান সামারাবীরা

     ১৯৭৮ সালের এই দিনে জন্ম নেন ২ জন সেরা খেলোয়ার (১) এড জয়েস, তিনি একজন আইরিশ ক্রিকেটার, (২) মেহরাব হোসেন তিনি  বাংলাদেশী ক্রিকেটার।

     ব্রাজিলীয়ান ফুটবলার থিয়াগো সিলভা জন্ম গ্রহন করেন ১৯৮৪ সালের এই দিনে।


মৃত্যু/Death:

     ৭১৬ খ্রিস্টাব্দের এই দিনে মারা যান দামেস্কের সম্রাট সুলায়মান

     জুলু জাতির নেতা শাকা জুলু  (১৭৮৭ - ১৮২৮) এর মৃত্যু হয় ১৮২৮ সালের এই দিনে। একটি জাতি একটি ছোট গোত্র থেকে জুলু উপজাতিতে রূপান্তরিত করার ক্ষেত্রে তার বিশেষ ভুমিকার জন্য তিনি চির স্মরনীয়। 

     ১৮৯১ সালের এই দিনে মারা যান ঊনবিংশ শতাব্দীর একজন বাঙালি লেখক তারকনাথ গঙ্গোপাধ্যায় ( ১৮৪৫ - ১৮৯১)। তারকনাথ ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যয় এর পত্রিকায় তিনি লেখা আরম্ভ করেন এবং তার রচিত স্বর্ণলতা উপন্যাসটিতে প্রথম গ্রামের গরিব ভদ্র বাঙালির সাংসারিক সুখদুঃখের অনুজ্জ্বল জীবনের ফুটে ওঠে। 

     ইংরেজ রসায়নবিদ ফ্রেডেরিক সডি (১৮৭৭ - ১৯৫৬) মারা যান ১৯৫৬ সালের এই দিনে। 

     ১৯৭০ সালের এই দিনে মারা যান ভারতীয় বাঙালি সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় (১৮৯৯ - ১৯৭০)। তিনি রবীন্দ্র পুরস্কার ১৯৬৭ সালে ও শরৎচন্দ্র স্মৃতি পুরস্কার লাভ করেন। 

     সাম্যবাদী বাঙালি বিপ্লবী, লেখক ও চিন্তাবিদ সৌমেন্দ্রনাথ ঠাকুর (১৯০১ - ১৯৭৪) মারা যান ১৯৭৪ সালের এই দিনে। 

     ১৯৭৯ সালের এই দিনে মারা যান একজন বাঙালি শিল্পী এবং আধ্যাত্মিক বিষয়ক লেখক প্রমোদকুমার চট্টোপাধ্যায় (১৮৮৫ - ১৯৭৯)।

     ১৯৯১ সালের এই দিনে মারা যান মারাঠি ও হিন্দি চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী পদ্মশ্রী দুর্গা খোট

 পদ্মশ্রী দুর্গা খোট

     ১৯৯৯ মার্কিন অভিনেতা, পরিচালক ও প্রযোজক জর্জ সি. স্কট (১৯২৭- ১৯৯৯) মারা যান ১৯৯৯ সালের এই দিনে। মঞ্চে তার কাজের জন্য তিনি সর্বাধিক পরিচিতি লাভ করেন।

     ২০০৩ সালের এই দিনে মারা যান ইংরেজ সাংবাদিক ও লেখক হুগো ইয়াং (১৯৩৮ -  ২০০৩)

     ২০১১ সালের এই দিনে মারা যান ২ জন বিশেষ ব্যক্তি (১) ভারতীয় ক্রিকেটার মনসুর আলি খান পতৌদি (১৯৪১ - ২০১১) (২) বাঙালি অভিনেতা বিভু ভট্টাচার্য (১৯৪৪- ২০১১)।

     ২০১১ সালের এই দিনে মারা যান আব্দুল মান্নান তালিব (১৯৪১ - ২০১১) তিনি ছিলেন একজন সৃজনশীল লেখক , অনুবাদক, গবেষক, সাহিত্য সংগঠক, সম্পাদক ও ইসলামী চিন্তাবিদ।


পুরো পৃথিবীতে ঘটা উল্লেখ যোগ্য ঘটনাবলীর সারাংস/Past Events:

     ১৪৯৯ সালের এই দিন বাসেল চুক্তির অধীনে সুইজারল্যান্ড একটি স্বাধীন রাজ্য হিসেবে স্বীকৃতি পায়।

     ১৫৯৯ সালের আজকের এ্ই দিনে লন্ডনে ফাউন্ডার্স হলে ২৪ জন ব্যবসায়ী ভারতে ব্যবসা করার সিদ্ধান্ত নেন আর এভাবেই গড়ে উঠে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ।

     ১৭১১ সালের এই দিনে ফরাসি সেনাবাহিনীরা রিও ডি জেনিরো দখল করে।

     ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে  ১০ ডাউনিং স্ট্রিটে ১৭৩৫ সালের এই দিন থেকে বসবাস শুরু করেন রবার্ট ওয়ালপোল।

     ১৭৯২ সালের এই দিনে ফ্রান্সে রাজকীয় ক্ষমতা সীমিত করে , জনগণের দ্বারা নির্বাচিত আইনসভার স্বীকৃতির মাধ্যমে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

     ১৮৬০ সালের এই দিনে ঔপনিবেশিক শক্তি ফ্রান্স ও বৃটেন এর সাথে চীনের যুদ্ধ শুরু হয়।

     ১৮৬২ সালের এই দিনে আব্রাহাম লিঙ্কন ক্রীতদাসদের মুক্তির আদেশ সংক্রান্ত এক ঘোষণা পত্রে স্বাক্ষর করেন।

     উসমানীয় সম্রাজ্যের নিকট থেকে বুলগেরিয়া স্বাধীনতা লাভ করে ১৯০৮ সালের আজকের এই দিনে। 

     ১৯১৫ সালের এই দিনে নদিয়া পৌরসভার নামকরণ করা হয় নবদ্বীপ পৌরসভা।

     ফ্রান্সের নিকট থেকে মালি স্বাধীনতা লাভ করে ১৯৬০ সালের আজকের এই দিনে।  

     ১৯৬৫ সালের এই দিনে ভারত ও পাকিস্তান তাদের যুদ্ধবিরতি কার্যকর করে।

     ইরান ও ইরাকের মধ্যে অঘোষিত যুদ্ধ শুরু হয় ১৯৮০ সালের এই দিনে। 

     রাশিয়ায় চরম সাংবিধানিক সংকট শুরু হয় ১৯৯৩ সালের এই দিনে। 

     ১৯৯৩ সালের আজকের এই দিনে পোল্যান্ডে কমিউনিস্ট দ্বারা প্রভাবিত গণতান্ত্রিক বাম জোট নির্বাচনে জয় লাভ করে।


পালিত দিবস/Days:

     আজকের এই দিন স্বাধীনতা দিবস উৎযাপিত করে বুলগেরিয়া । সে দেশ ১৯০৮ সালে উসমানীয় সাম্রাজ্যের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।

     আজকের এই দিনে স্বাধীনতা দিবস পালিত হয় মালিতে।  ১৯৬০ সালে ফ্রান্সের নিকট থেকে তারা স্বাধীনতা লাভ করে।

     আজকের এই দিনে বিশ্ব গাড়িমুক্ত দিবস ও  বিশ্ব গন্ডার দিবস পালিত হয় কোন কোন দেশে।

সরকারী ছুটি/Gov. Holydays:

অন্যান্য দেশে ছুটি থাকলেও বাংলাদেশে কোন ছুটি নাই আজকে। 

অন্যান্য/Other:

     আজকের  দিনে বিশে^ নানা প্রতিভার মধ্যে  বেশির ভাগ ই খেলোয়ার , বিজ্ঞানী, অভিনয় শিল্পী জন্ম গ্রহন করেন।  এই দিনে মারা যান ১ জন স¤্রাট, লেখক, বিপ্লবী নেতা। ২২ই সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৬৫তম (অধিবর্ষে ২৬৬তম) দিন। বছর শেষ হতে আপনাকে গুনতে হবে আরো ১০০ দিন।


পরিশেষ/Conclusion:

     ভুল ত্রæটি ক্ষমা যোগ্য। আমি শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্য গুলি সংগ্রহ করে একত্রিভুত করেছি আমার লেখার দ্বারা আমার বøগে, সবার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে। ভুল-ত্রæটি কিংবা সংযোজন-বিয়োজন প্রতি বছর আপডেট করব ইনশাল্লাহ্ আপনাদের সহযোগিতা পেলে। 

Comments