Diary of 21 September-২১ সেপ্টেম্বরের দিনলিপি
21th
September,
Wednesday
আজ-বুধবার
০৬ আশি^ন ১৪২৯ বঙ্গাব্দ,
২১শে সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,
২৪শে সফর ১৪৪৪ হিজরি।
ভুমিকা/Intruduction:
প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।
ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘আজকের এই দিনের ইতিহাস’।
আজকের দিনের তারিখ সময় লগ্নসহ সংক্ষিপ্ত বর্ণনা পঞ্জিকা থেকে। মঙ্গলবার, পহেলা (১লা) ডিসেম্বর ২০২২। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
জন্ম ঃ
০৬ আশি^ন ১৪২৯ বঙ্গাব্দ,
২১শে সেপ্টেম্বর ২০২২ ইংরেজী,
২৪শে সফর ১৪৪৪ হিজরি।
বুধবার, আজ যাদের শুভ জন্মদিন তাদের সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। অনাবিল সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক তাদের জীবন। চারপাশ ঘিরে থাক খুশির আভা। সুস্থ্য সুন্দর জীবন নিয় বেঁচে থাকুন তারা হাজার বছর।
১৮৬৬ সালের আজকের এই দিনে ইংল্যান্ডে জন্ম গ্রহন করেন ইংরেজ ঔপন্যাসিক - এইচ জি ওয়েল্স। তার বিখ্যাত উপন্যাসের মধ্যে দ্য টাইম মেশিন ইনভিসিবল ম্যান অন্যতম।
খ্যাতনামা বাঙালি মহিলা কবি কুসুমকুমারী দাশ এর জন্ম ১৮৭৫ সালের এই দিনে বাখরগঞ্জ জেলার বরিশাল শহরে। কুসুমকুমারী স্বর্ণ পদকে ভূষিত হন সাহিত্যে অবদানের জন্য।
জনপ্রিয় বাঙালি লেখক, গবেষক ও সম্পাদক ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এর জন্ম ১৮৯১ সালের এই দিনে অবিভক্ত বাংলার অধুনা পশ্চিমবঙ্গের হুগলি জেলার বালি'তে এক দরিদ্র পরিবারে। নানা পুরস্কারের মধ্যে তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ১৯৩৬ সালে রামপ্রাণ গুপ্ত স্বর্ণপদক লাভ করেন।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি সাংবাদিক তুষারকান্তি ঘোষ জন্ম গ্রহন করেন ১৮৯৮ সালের এই দিনে।
১৯০৯ সালের এই দিনে জন্ম ঘানার জাতীতাবাদী নেতা কোয়ামে নক্রুমার ।
ইসলামের অন্যতম পরিচিত একজন বিদ্বান ব্যক্তি যার ফজলুর রহমান মালিক। তিনি ব্রিটিশ ভারতের (বর্তমানে পাকিস্তানের) হাজারা এলাকায় জন্ম গ্রহন করেন ১৯১৯ সালের আজকের দিনে।
১৯২৬ সালের এই দিনে জন্মগ্রহণ করেন পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী নূরজাহান ।
১৯৪৭ সালের এই দিনে জন্ম নেন মার্কিন লেখক স্টিফেন কিং।
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনযো আবে জন্ম গ্রহন করেন ১৯৫৪ সালের এই দিনে।
শিনযো আবে |
১৯৫৭ সালের আজকের এই দিনে জন্ম নেন অস্ট্রেলিয়ার ২৬তম প্রধানমন্ত্রী কেভিন রাড।
মৃত্যু/Death:
খ্রিস্টপূর্ব ১৯ এর আজকের এই দিনে মারা যান প্রাচীন রোমান কবি পুবলিয়ুুস ভেরগিলিয়ুস মারে্য।
স্কটল্যান্ডের বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস রচয়িতা এবং কবি ওয়াল্টার স্কট মারা যান ১৮৩২ সালের এই দিনে।
ওয়াল্টার স্কট |
ইংরেজ লেখিকা ও ভারত হিতৈষী এ্যানি বেসান্টের মৃত্য হয় ১৯৩৩ সালের আজকের দিনে।
ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী শ্রেষ্ঠ বাঙালি গোপাল সেন মৃত্যু বরণ করেন ১৯৪৪ সালের এই দিনে।
২০০৩ সালের এই দিনে মারা যান বাংলাদেশের একজন ইসলামি পন্ডিত ও শিক্ষাবিদ মোঃ হারুন ইসলামাবাদী (১৯৩৮ - ২০০৩)।
পুরো পৃথিবীতে ঘটা উল্লেখ যোগ্য ঘটনাবলীর সারাংস/Past Events:
ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটে আর প্রজাতন্ত্রের হয় প্রতিষ্ঠা ১৭৯২ সালের আজকের দিনে।
১৮৫৭ সালের এই দিনে দিল্লীর সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ব্রিটিশ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।
১৯৪২ সালের এই দিনে ইউক্রেনের দুনাইভসিতে জার্মান নাৎসি বাহিনী কর্তৃক দুই হাজার ৬৮৮ জন ইহুদিকে হত্যা।
যুক্তরাজ্য থেকে মাল্টা স্বাধীনতা অর্জন করে ১৯৬৪ সালের আজকের দিনে।
১৯৬৫ সালের এই দিনে গাম্বিয়া, মালদ্বীপ এবং সিঙ্গাপুর জাতিসংঘে যোগদান করে।
১৯৭১ সালের আজকের এই দিনে ভুটান, বাহরাইন ও কাতার জাতিসংঘে যোগদান করে।
বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্যারাগুয়ের স্বীকৃতি ১৯৭২ সালের এই দিনে।
১৯৭৬ সালের এই দিনে সেশেল জাতিসংঘে যোগ দেয় ।
ইরাকের সাবেক বাথ সরকার ইরানের বিরুদ্ধে সর্বাত্মক আগ্রাসন মুলক যুদ্ধ আরম্ভ করে ১৯৮০ সালের এই দিনে।
বেলিজ যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে ১৯৮১ সালের এই দিনে।
১৯৮৪ সালের আজকের দিনে ব্রæনাই জাতিসংঘে যোগদান করে।
১৯৯১ সালের এই দিনে সাবেক সোভিয়েত ইউনিয়ন আর্মেনিয়া থেকে স্বাধীনতা লাভ করে ।
২০১৩ সালের এই দিনে আল-শাবাব জঙ্গিরা নাইরোবির ওয়েসগেট শপিং মলে হামলা করে ৬২ জন সাধারণ মানুষ তাতে মারা যায ও ১৭০ জনেরও বেশি আহত হয়।
পালিত দিবস/Days:
আজকের এই দিন অর্থাৎ ২১ সেপ্টেম্বর মাল্টার স্বাধীনতা দিবস - মাল্টা ১৯৬৪ সালে যুক্তরাজ্যের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
আজকের এই দিন স্বাধীনতা দিবস বেলিজের । বেলিজ ১৯৮১ সালে যুক্তরাজ্যের নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
আজ ২১ সেপ্টেম্বর স্বাধীনতা দিবস - আর্মেনিয়ার।
এবং আজকের এই দিনেকে বলা হয়ে আন্তর্জাতিক শান্তি দিবস।
সরকারী ছুটি/ Gov. Holydays:
অন্যান্য দেশে ছুটি না থাকলেও বাংলাদেশে আজ সরকারী ছুটি।
অন্যান্য/Other:
আজকের দিনে বিশে^ নানা প্রতিভার মধ্যে কবি, ঔপনাস্যিক, সঙ্গীত শিল্পী, খেলোয়ার জন্ম গ্রহন করেন। এই দিনে মারা যান ২ জন কবি , দার্শনিক ও বিপ্লবী। ২১ই সেপ্টেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৬৪তম (অধিবর্ষে ২৬৫তম) দিন। বছর শেষ হতে আপনাকে গুনতে হবে আরো ১০১ দিন।
পরিশেষ/Conclusion:
ভুল ত্রæটি ক্ষমা যোগ্য। আমি শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্য গুলি সংগ্রহ করে একত্রিভুত করেছি আমার লেখার দ্বারা আমার বøগে, সবার জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে। ভুল-ত্রæটি কিংবা সংযোজন-বিয়োজন প্রতি বছর আপডেট করব ইনশাল্লাহ্ আপনাদের সহযোগিতা পেলে।
Comments
Post a Comment